সেনাবাহিনীর স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ ||Army School Recruitment 2024

Army School Recruitment 2024 :– সারা ভারতের 136 টি আর্মি পাব্লিক স্কুলে ‘ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার’, ‘পোস্ট-গ্র্যাজুয়েট টিচার’ ও ‘প্রাইমারি টিচার’ পদে চাকরির জন্য ‘অনলাইন স্ক্রিনিং টেস্ট (OST)’এর দরখাস্ত নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ ||Army School Recruitment 2024 Army School Recruitment 2024

Table of Contents

এই টেস্টে সফল হলে ‘স্কোর কার্ড’ পাবেন, যার বৈধতা থাকবে আজীবন। তারপর ওই সার্টিফিকেট দেখিয়ে সারা ভারতের বিভিন্ন Army Public School এ । ডিগ্রি কোর্স পাশরা ১ বছরের পি.পি.এড. কোর্স পাশ হলে যোগ্য। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা বি.পি.এড কোর্স পাশ হলেও যোগ্য।প্রাইমারি টিচার: মোট অন্তত ৫০% নম্বর পেয়ে যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাশরা বি.এড. /বি.এড. (৪ বছরের ইন্টিগ্রেটেড) /ডি.এল.এড. কোর্স পাশ হলে যোগ্য।

ইংরিজি, হিন্দি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ‘বায়োলজি, বায়োটেক, সাইকোলজি, কমার্স, কম্পিউটার সায়েন্স ইনফর্মেটিক্স, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (ইংলিশ):—

ইংরিজির পোস্ট-গ্র্যাজুয়েটরা বি.এড. কোর্স পাশ হলে যোগ্য।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (হিন্দি): —

হিন্দির পোস্ট-গ্র্যাজুয়েটরা বি.এড. কোর্স পাশ হলে যোগ্য।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (ইতিহাস):–

ইতিহাসের পোস্ট-গ্র্যাজুয়েটরা বি.এড. কোর্স পাশ হলে যোগ্য।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (ভূগোল):—

ভূগোলের পোস্ট-গ্র্যাজুয়েটরা বি.এড. কোর্স পাশ হলে যোগ্য।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (ইকনমিক্স): —

ইকনমিক্সের পোস্ট-গ্র্যাজুয়েটরা বি.এড. কোর্স পাশ হলে যোগ্য।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (রাষ্ট্রবিজ্ঞান): —

রাষ্ট্রবিজ্ঞানের পোস্ট-গ্র্যাজুয়েটরা যোগ্য।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (অঙ্ক):—

অঙ্ক বা, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্সের পোস্ট-গ্র্যাজুয়েটরা যোগ্য। অঙ্কের ডিগ্রি কোর্স পাশরা স্ট্যাটিস্টিক্স বা, অপারেশন রিসার্চের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স পাশ হলেও যোগ্য। সব ক্ষেত্রে বি.এড. কোর্স পাশ হতে হবে। অঙ্কের এম.এসসি. এড. কোর্স পাশরাও যোগ্য।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্স):—

ফিজিক্স, ইলেক্ট্রনিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্সের পোস্ট-গ্র্যাজুয়েটরা যোগ্য। সব ক্ষেত্রে বি.এড. কোর্স পাশ হতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (কেমিস্ট্রি):—

কেমিস্ট্রি বা, বায়ো-কেমিস্ট্রির পোস্ট-গ্র্যাজুয়েটরা যোগ্য। সব ক্ষেত্রে বি.এড. কোর্স পাশ হতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (বায়োলজি):—

জুলজি (বটানি- সহ), লাইফ সায়েন্স বা, বটানি (জুলজি-সহ)’র মাস্টার ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। বটানি বা, জুলজি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাশরা মাইক্রো বায়োলজি/মলিকিউলার বায়োলজি / অ্যাগ্রিকালচারাল বটানি / জেনেটিক্সের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স পাশ হলেও যোগ্য। জুলজি বা, বটানির এম.এসসি. এড. কোর্স পাশরাও যোগ্য। সব ক্ষেত্রে বি.এড. কোর্স পাশ হতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (বায়োটেকনোলজি):–

বায়োটেকনোলজির পোস্ট-গ্র্যাজুয়েটরা যোগ্য। বি.এড. কোর্স পাশ, হতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (সাইকোলজি):—

সাইকোলজির পোস্ট-গ্র্যাজুয়েটরা যোগ্য। সব ক্ষেত্রে বি.এড. কোর্স পাশ হতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (অ্যাকাউন্ট্যান্সি):—

অ্যাকাউন্ট্যান্সির পোস্ট-গ্র্যাজুয়েটরা যোগ্য। বি.এড. কোর্স পাশ হতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স / ইনফর্মেটিক্স): —

কম্পিউটার সায়েন্স, আই.টি., কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ডকোস পাশ হতে হবে।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটার সায়েন্স / ইনফর্মেটিক্স): —

কম্পিউটার সায়েন্স, আই.টি.,কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি (বি.ই. বা, বি.টেক.) কোর্স পাশরা যোগ্য। এম.সি.এ. / কম্পিউটার সায়েন্স বা, আই.টি.’র এম.এসসি. কোর্স পাশরাও যোগ্য। কম্পিউটার সায়েন্সের বি.এসসি. ‘/বি.সি.এ. / কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা অঙ্ক / ফিজিক্স,/ স্ট্যাটিস্টিক্সের এম.এসসি. কোর্স পাশ হলেও যোগ্য। ডোয়েক থেকে • ‘বি’ লেভেল কোর্স পাশ হলেও যোগ্য।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (হোম সায়েন্স):—

হোম সায়েন্সের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। বি.এড. কোর্স পাশ হতে হবে।

ওপরের সব বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট টিচার পদের বেলায় পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সে অন্তত ৫০% নম্বর থাকতে হবে ও বি.এড. কোর্স পাশ হতে হবে। কম্পিউটার সায়েন্সের বেলায় বি.এড. পাশ না হলেও – যোগ্য।

পোস্ট-গ্র্যাজুয়েট টিচার (ফিজিক্যাল এডুকেশন): —

ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা যোগ্য।

সব ক্ষেত্রেই বয়স হতে হবে ১-৪-২০২৪’র হিসাবে ৪০ বছরের মধ্যে। শিক্ষকতার কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকলে বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে।

চাকরি হবে সারা ভারতের ১৩৬টি আর্মি পাব্লিক স্কুলে। এর মধ্যে পূর্বাঞ্চলে আছে – এ.পি.এস. কলকাতায়, এ.পি.এস. ব্যারাকপুর, এ.পি.এস. পানাগড়, এ.পি.এস. বিন্নাগুড়ি, এ.পি.এস. বেঙ্গডুবি, এ.পি.এস. গ্যাংটক, এ.পি.এস. দার্জিলিং, এ.পি.এস. কালিম্পং, এ.পি.এস. আগরতলা. এ.পি.এস. রাঁচী।চাকরি হবে সারা ভারতের ১৩৬টি আমি পারিক স্কুলে। এর মধ্যে পূর্বাঞ্চলে আছে – এ.পি.এস. কলকাতায়, এ.পি.এস. ব্যারাকপুর, এ.পি.এস. পানাগড়, এ.পি.এস. বিন্নাগুড়ি, এ.পি.এস. বেঙ্গডুবি, এ.পি.এস. গ্যাংটক, এ.পি.এস. দার্জিলিং, এ.পি.এস. কালিম্পং, এ.পি.এস. আগরতলা, এ.পি.এস. রাঁচী।

প্রার্থী বাছাই হবে ‘অনলাইন স্ক্রিনিং টেস্ট (OST)’এরমাধ্যমে। পরীক্ষা নেবে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES)’. এজন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে ২৩ ও ২৪ নভেম্বর।

পূর্ব ভারতের এইসব কেন্দ্রে: কলকাতা, গুয়াহাটি, শিলিগুড়ি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর, রাঁচী, পটনা।

২০০ নম্বরের ৩ ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে এম.সি.কিউ. টাইপের। ১০টি প্রশ্ন হবে বেসিক জি.কে. ও কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয়ে, ২০টি প্রশ্ন হবে পেডাগগি ও শিক্ষা নীতি বিষয় সংক্রান্ত আর ১৭০টি প্রশ্ন হবে অ্যাকাডেমিক যোগ্যতার ওপর। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।

ফল বেরোবে ১০ ডিসেম্বর।দরখাস্ত করবেন অনলাইনে, ২৫ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে: www.awesindia.com

এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার, জন্ম-তারিখের সার্টিফিকেট ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন। এরপর পরীক্ষা ফী বাবদ নির্দিষ্ট টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং-এ জমা দেবেন। নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে মোবাইল বা, ই-মেলে কনফার্মেশন পাবেন।

মাধ্যমিক পাশ যোগ্যতায় কি কি সরকারি চাকরি আছে জানতে — Click Here
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!