(Atomic Structure )বোরের পরমাণুবাদের সাফল্য ও ত্রুটি:বোরের পরমাণুবাদের সাফল্য:—
I)বোরের মতবাদের সাহায্যে হাইড্রোজেন বর্ণালী বা হাইড্রোজেনের ন্যায় এক ইলেকট্রনযুক্ত আয়নের (He+,Li2+) বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব।
(ii) ইহার সাহায্যে বিভিন্ন সুস্থিত কক্ষপথের ব্যাসার্ধ ও শক্তি গণনা করা সম্ভব।
ত্রুটি:(i) এই মতবাদের সাহায্যে একের বেশী ইলেকট্রন বিশিষ্ট মৌলের বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব নয়।
(ii) বোরের পারমাণবিক গঠন কাঠামো দ্বিমাত্রিক কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু ত্রিমাত্রিক।।
কোয়ান্টাম সংখ্যা ও ইহার তাৎপর্য: কোয়ন্টাম সংখ্যা হল এমন কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য যার দ্বারা একটি পরমাণু মধ্যসাইলেকট্রনকে সম্পূর্ণরূপে চিহ্নিত করা যায়।
কোয়ান্টাম সংখ্যাগুলি নিম্নরূপ-
i) মুখ্য কোয়ান্টাম সংখ্যা (n)
(ii) আজিমুথাল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা (l).
(iii) চৌম্বক কোয়ান্টাম সংখ্যা (m).
(iv) ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা (S)
তাৎপর্য::-
(i) নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব, শক্তি ও কক্ষপথের আকার নির্দেশ করে।
ii) ইলেকট্রনের কক্ষপথের আকৃতি নির্দেশ করে।
(iii) কক্ষকের ত্রিমাত্রিক আকার নির্দেশ করে।
(iv) ইলেকট্রনের আবর্তনের প্রকৃতি নির্দেশ করে।
পরমাণুর ইলেকট্রন সজ্জা সম্পর্কিত আফবাউ-এর নীতি:–আফবাউ নীতি: (Atomic Structure)
এই নীতি অনুসারে সর্বাপেক্ষা কম শক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রন প্রথমে পূর্ণ হয় এবং তারপর উচ্চতর শক্তিসম্পন্ন কক্ষকে প্রবেশ করে। ইহা (n+l) নিয়ম দ্বারা নির্দেশিত হয়। যে কক্ষকে (n+l) এর মান সবচেয়ে কম সেই কক্ষকে ইলেকট্রন আগে প্রবেশ করে। যেমন 3d 4% অরবিটাল এর ক্ষেত্রে (n+l) এর মান যথাক্রমে (3+2=5) ও (4+0-4) তাই ইলেকট্রন প্রথমে 45 কক্ষকে প্রবেশ করে।(ii) যখন দুটি কক্ষকের (n+/)-এর মানা একই থাকে তখন যে কক্ষকের n-এর মান কম সেই কক্ষকে ইলেকট্রন প্রবেশ করে। যেমন 3d ও 4p অর্বিট্যালে (n+1) এর মান যথাক্রমে 3+2=5 ও 4+1-5। 3d অর্বিট্যালে ‘n’ এর মান কম হওয়ায় 3d কক্ষকে ইলেকট্রনটি প্রবেশ করবে।
ইলেকট্রন সজ্জা সম্পর্কিত হুণ্ডের সূত্র:
সমান শক্তিমাত্রার কক্ষকগুলিতে ইলেকট্রন ভর্তি হওয়ার সময় যতক্ষণ পর্যন্ত কক্ষক খালি থাকবে ততক্ষণ ইলেকট্রন গুলি সেসব কক্ষকে একক অযুগ্মভাবে অধিকার করবে এবং প্রত্যেকের একই দিকে স্পিন হবে।
পাউলি অপবর্জন নীতি: —
কোন একটি পরমাণুর যে কোন দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।দুটি ইলেকট্রনের তিনটি কোয়ান্টাম সংখ্যা একই হলে অবশ্যই তারা চতুর্থ কোয়ান্টাম সংখ্যাতে আলাদা হবে। যেমন- Is কক্ষকে দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলি (1,0,0,+) ও (1,0,0,-)। তাই 1s কক্ষকে দুটি ইলেকট্রন থাকবে।
GENPAS Official Website —- Download New
Topic –Atomic Structure
Full Marks -21
নিচে স্টার্ট বাটন ক্লিক করুন আর নিজের মেধা নিজে যাচাই করুন।।
This gateway is incredible. The splendid substance displays the manager’s commitment. I’m overwhelmed and envision more such mind blowing substance.
I love the way you used humor in this post. It made me laugh out loud.