Chemical bonding and molecular structure:– প্রধানত তিন প্রকার রাসায়নিক বন্ধন গঠিত হয়। যেমন-তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন।
তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন (Electrovalent bond):–
নিকটতম নিষ্ক্রিয় গ্যাস পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রনীয় বিন্যাস লাভের চেষ্টায় দুটি বিপরীত তড়িৎধর্মী পরমাণুর একটি তার সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অপরটির সর্ববহিস্থ কক্ষে স্থানান্তরিত করে দুটি বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়। ফলে উভয় পরমাণুর মধ্যে যে বন্ধন গঠিত হয়, তাকে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলে।
বৈশিষ্ট :–
(1) ক্যাটায়ন গঠনকারী পরমাণুর যোজক-ইলেকট্রন-সংখ্যা 1, 2 বা 3. আকার বড়ো, আয়নন বিভব কম এবং তড়িৎ-ঋণাত্মকতা কম হওয়া প্রয়োজন। উৎপন্ন ক্যাটায়ন কম ধনাত্মক আধানবিশিষ্ট হওয়া বাঞ্ছনীয়।
(ii) অ্যানায়ন গঠনকারী পরমাণুর যোজক-ইলেকট্রন-সংখ্যা 5, 6 বা 7. আকার ছোটো, ইলেকট্রন-আসক্তি বেশি এবং তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়া প্রয়োজন। উৎপন্ন অ্যানায়ন কম ঋণাত্মক আধানবিশিষ্ট হওয়া বাঞ্ছনীয়।
Chemical bonding and molecular structure MCQ:—
1 )নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ এদের–
A) আয়নন বিভবের মান ও ইলেকট্রন-আসক্তির মান খুব বেশি Ⓑ আয়নন বিভবের মান ও ইলেকট্রন-আসক্তির মান সমান © আয়নন বিভবের মান খুব বেশি কিন্তু ইলেকট্রন-আসক্তির মান খুব কম D) আয়নন বিভব খুব কম কিন্তু ইলেকট্রন-আসক্তির মান খুব বেশি
2) দুটি পরমাণুর মধ্যে তড়িৎযোজী বন্ধন সৃষ্টি হতে হলে—
A)পরমাণু দুটির আয়নন বিভব উচ্চ হতে হবে Ⓑ পরমাণু দুটির ইলেকট্রন-আসক্তি উচ্চ হতে হবে © পরমাণু দুটির আকার বড়ো হতে হবে D) একটি পরমাণুর নিম্ন আয়নন বিভব এবং অপর পরমাণুর উচ্চ ইলেকট্রন-আসক্তি থাকতে হবে
3) নীচের কোন্ ধর্মটি আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য নয়–
A) এই যৌগগুলি কঠিন, দৃঢ় এবং উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কবিশিষ্ট হয় Ⓑ এরূপ যৌগের অভ্যন্তরস্থ বন্ধনগুলির নির্দিষ্ট অভিমুখ আছে © এই যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় D) গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে।
4) CaF₂ ও CaCl₂ উভয়েই আয়নীয় যৌগ হওয়া সত্ত্বেও CaCl₂ জলে দ্রাব্য কিন্তু CaF₂ জলে অদ্রাব্য। কারণ—
Ⓐ CaF₂-এর উপাদান আয়নগুলির দ্রাবকায়ন শক্তি ওর জালক শক্তি অপেক্ষা বেশি Ⓑ CaF₂-এর উপাদান আয়নগুলির দ্রাবকায়ন শক্তি ওর জালক শক্তি অপেক্ষা কম © CaF₂ -এর জালক শক্তি CaCl₂ -এর জালক শক্তি অপেক্ষা কম D) এগুলির কোনোটিই সঠিক নয়।
5) KCI জলে সহজে দ্রবীভূত হয়, কারণ—
A) এটি পটাশিয়ামের লবণ Ⓑ এটি জলের সঙ্গে বিক্রিয়া করে © এটি তড়িৎযোজী যৌগ D) এর আয়নগুলি সহজে জলযোজিত হয়[IIT Screening 2001]
6) সমযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়, কারণ—
Ⓐ এসব যৌগের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল নেইⒷ এসব যৌগের অণুগুলির মধ্যে দুর্বল আকর্ষণ বল বিদ্যমান © এসব যৌগগুলির স্থায়িত্ব কম D) এগুলির কোনোটিই সঠিক নয়। 1
7) A, B, C ও D-এর ইলেকট্রন-বিন্যাস হল:::
A -> 1s ^ 2 ; B -> 1s ^ 2 * 2s ^ 2 * 2p ^ 2 ;
C –>1s ^ 2 * 2s ^ 2 * 2p ^ 5 ও D -> 1s ^ 2 * 2s ^ 2 * 2p ^ 6 | এই মৌলগুলির মধ্যে যার সমযোজী বন্ধন তৈরি করার প্রবণতা সবথেকে বেশি, সেটি হল-
A )A B) B C) C D) D
৪) নীচের কোনটিতে সমযোজী ও আয়নীয় উভয় বন্ধন বর্তমান-
A)H2O B) NaOH C) C6H5Cl D)CO2 [IIT 2001]
9)নিম্নলিখিত যৌগগুলির কোনটি অষ্টক সূত্র মেনে চলে-
A)BF3 B) PF3 C)ClF3 D) PF5
10) HCL যৌগটি—-
Ⓐ জল ও বেঞ্জিনে তীব্র অম্ল ধর্ম দেখায়Ⓑ জলে তীব্র অম্ল ধর্ম দেখায় কিন্তু বেঞ্জিনে কোনো অম্ল ধর্ম দেখায় না© জলে ও বেঞ্জিনে মৃদু অম্ল ধর্ম দেখায় D) জলে তীব্র অম্ল ধর্ম দেখায় কিন্তু বেঞ্জিনে মৃদু অম্ল ধর্ম দেখায়11
11) সমযোজ্যতা ও তড়িৎযোজ্যতার ক্ষেত্রে—
A)উভয়েরই অভিমুখ আছেⒷ সমযোজ্যতার অভিমুখ নেই কিন্তু তড়িৎযোজ্যতার আছে© সমযোজ্যতার অভিমুখ আছে কিন্তু তড়িৎযোজ্যতার নেই D)উভয়েরই কোনো অভিমুখ নেই
12) কোন্ আয়ন-জোড়টি অষ্টক সূত্র একেবারেই মেনে চলে না-
A) N H 4 + এবং ICl4- B)BF4- এবং ICl4-
©ICI2- এবং N H 4 + D) ICI2- এবং ICl4-
13) NaCl, MgCl₂ ও AlCl3 -এর গলনাঙ্কের ক্রম হল-
Ⓐ NaCl > MgCl2 < AlCl3Ⓑ NaCl < MgCl2 < AlCl3
© NaCl > MgCl2 > AlCl3 D) NaCl < MgCl2 > AlCl3
14) NaCl, KCI, RbCl ও CsCI-এর গলনাঙ্কের ক্রম হল-
A )NaCl > KCI > RbCl > CsClⒷ NaCl < KCI < RbCl < CsCl
© NaCl > KCI < RbCl > CsCl (D) NaCl > KCI > RbCl < CsCl
15) LiF, LiCl, LiBr ও Lil-এর গলনাঙ্কের ক্রম হল-
A) LiF <LiCl <LiBr<Lil (B)LiF > LiCl <LiBr<Lil
(C)LiF > LiCl > LiBr > Lil (D)LiF< LiCl > LiBr > Lil
16) PbCl₄ , PbCl₂ যৌগ দুটির-
A) উভয়েই আয়নীয় Ⓑ উভয়েই সমযোজী
©PbCl₄ সমযোজী কিন্তু PbCl₂ আয়নীয় (D) PbCl₄ আয়নীয় কিন্তু PbCl₂ সমযোজী1
17) SnCl2, SnCl4, SnF₂, SnF₄ -এর মধ্যে কোনটি সমযোজী চরিত্র সর্বনিম্ন-
A)SnCl2 B)SnF2 C)SnCl4 D) SnF4
18 )নীচের কোনটি তড়িৎ পরিবহনে অক্ষম-
Ⓐ গলিত NaOH B) গলিত NaCl © জলে দ্রবীভূত NaCl D) কঠিন NaCl
19) AgF, AgCl, AgBr ও AgI -এর জলে দ্রাব্যতার ক্রম হল-
A)AgF> AgCl > AgBr < AgI (B)AgF > AgCl <AgBr < AgI (C)AgF >AgCl>AgBr>AgI (D)AgF <AgCl < AgBr < Agl
20) নিম্নলিখিত কোন্ সিগমা বন্ধনের দিক-নির্দেশী ধর্ম নেই?
A) s-s সিগমা বন্ধন B) s – p সিগমা বন্ধন © p – p সিগমা বন্ধন d) দুটি সংকর কক্ষকের অভিলেপনে উৎপন্ন সিগমা বন্ধন
21) যদি MX₃ অণুর দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হয়, তবে M পরমাণু X পরমাণুর সঙ্গে বন্ধনের জন্য কী ধরনের সংকর কক্ষক ব্যবহার করবে—
A) বিশুদ্ধ P কক্ষক B) sp সংকর কক্ষক © sp² সংকর কক্ষক D)sp³ সংকর কক্ষক [IIT 1981]
22 নীচের অণুগুলির কোনটি রৈখিক—
A) CO₂ B)NO₂ C)SO₂ D)CIO₂
23) 1, 1, 2, 2-টেট্রাক্লোরোইথিন ও টেট্রাক্লোরোমিথেনে CI-C-CI বন্ধন-কোণের মান যথাক্রমে-
A)120° ও 109.5° B )90° ও 109.5° c)109•5°ও 90° d)109•5° ও 120° [IIT 1988]
24) নীচের কোনটির আকৃতি পিরামিডীয়-
A)PC1₃ B)SO₃ C)C O₃²- D) NO₃-
Chemical bonding and molecular structure Answer :—
1)C 2.D 3.B 4.B 5. D 6. B 7.C 8.B 9.B 10.B 11. C 12.D 13.C 14. A 15.B 16.C 17.B 18. D 19.C 20.A 21.C 22.A 23.A 24.A |
Some Basic Concept Of Chemistry -- Click
Walnut Academy Facebook Profile : Join Now