সিকিউরিটি ফোর্স ‘কনস্টেবল (ফায়ারম্যান)’ পদে ১,১৩০ জন লোক নিচ্ছে। বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন।
বয়স (Age):–CISF Constable (Fireman) 1130
বয়স হতে হবে ৩০-৯- ২০ ২৪’র হিসাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে ১-১০-২০০১ থেকে ৩০-৯-২০০৬’এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
শরীরের মাপজোখ:–CISF Constable (Fireman) 1130
শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৭০ সেমি. (তপশিলী উপজাতি হলে ১৬২৫ সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে ১৬৫ সেমি.) আর বুকের ছাতি না-ফুলিয়ে ৮০ সেমি. ও ফুলিয়ে ৮৫ সেমি। তপশিলী উপজাতি হলে ৭৬ সেমি ও পার্বত্য এলাকার প্রার্থী হলে ৭৮ সেমি প্রার্থীদের ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।
দৃষ্টিশক্তি:-
দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
CISF Constable (Fireman) 1130 এর জন্য কারা আবেদনের যোগ্য নয় ??
ভাঙা হাঁটু,
- ভাঙা হাঁটু CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়।
- পায়ের চ্যাটালো পাতা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়।
- ধনুকের মতো পা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
- ট্যারা দৃষ্টি CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
- শুধুমাত্র বাঁ চোখ বোজানোয় অক্ষমতা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
- আঙ্গুলগুলি নাড়াচাড়া করায় অক্ষমতা
- শিরাস্ফীতি থাকলে তারা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
- অন্য কোনো শারীরিক ত্রুটি CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
- চোখে চশমা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
- কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে তারা আবেদনের যোগ্য নন।
সাম্মানিক/ বেতন :—
মূল মাইনে ২১,৭০০- ৬৯,১০০ টাকা।
শূন্যপদ: —
পশ্চিমবঙ্গ (সব জেলা) ৪৯টি (জেনাঃ ২০, ই.ডব্লু এস, ৫, তঃজাঃ ১১. তঃউঃজাঃ ২, ও.বি.সি. ১১)। পশ্চিমবঙ্গ (নকশাল এরিয়া) ৬টি (জেনাঃ ২, ই.ডব্লু এস. ১, তাজাঃ ২, ও.বি.সি. ১)।
Recruitment Process :—-
1)প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে।
2) প্রার্থী বাছাই এর দ্বিতীয় ধাপে ২৪ মিনিটে ৫ কি.মি. দৌড়তে হবে।
3) তৃতীয় ধাপে শারীরিক মাপজোখের পরীক্ষা।
4)এরপর আইডেন্টিটি চেক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা হবে।
উপরের চারটি ধাপে সফল হলে তবেই লিখিত পরীক্ষা দিতে পারবে।।
লিখিত পরীক্ষা:–
এই পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে।
লিখিত পরীক্ষা এর সময় সীমা:–
সময় থাকবে ২ ঘন্টা।
সিলেবাস/ Syllabus:—
প্রশ্ন হবে এইসব বিষয়ে: (ক) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, (GI+Reasoning )(খ) জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস,(GA) (গ) এলিমেন্টারি ম্যাথমেটিক্স, (Mathematics)(ঘ) ইংলিশ। (English)
•প্রতিটি পার্টে ২৫ নম্বরের ২৫টি প্রশ্ন হবে।
প্রশ্নের টাইপ :—
প্রশ্ন হবে উচ্চমাধ্যমিক মানের সায়েন্স শাখা থেকে।
Qualifying Marks:–
লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীরা ৩৫%, তপশিলী, ও.বি.সি. হলে ৩৩% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন।
• সব শেষে ডাক্তারি পরীক্ষা
Application Process:–
দরখাস্ত করবেন অনলাইনে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে: https://cisfrectt.cisf.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. ও ফোন নম্বর থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে যাবতীয় তথ্য দিয়ে। তখন ইউজার আই.ডি. ও পাশওয়ার্ড পাবেন। তারপর আবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো’ও সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
Application Fees:–
পরীক্ষা ফী বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন কিংবা স্টেট ব্যাঙ্কের চালানের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না।টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে–https://cisfrectt.cisf.gov.in
আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী চাকরী এর খবর জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এ নজর রাখতে অনুরোধ রাখা হচ্ছে।।।— www.walnutkandi.in
পশ্চিমবঙ্গের সরকারী চাকরীর নোটিফিকেশন — click here |