Class XI Periodic Classification MCQ || পর্যায় সারণী এর প্রশ্ন উত্তর

Class XI Periodic Classification MCQ || পর্যায় সারণী এর প্রশ্ন উত্তর যা সামনের একাদশ শ্রেণী,Neet, JEE, JENPAS UG, ANM GNM প্রভৃতি বিভিন্ন পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপুর্ন।।

2. ক্ষার ধাতুগুলির অবস্থান পর্যায় সারণিতে কোথায়?

উত্তর:- Gr-1 (A )

3. d-ব্লক মৌল হলেও সন্ধিগত মৌল নয় একটি উদাহরণ দাও।উত্তর:-Zn

4. সর্বনিম্ন পারমাণবিক ভরবিশিষ্ট সন্ধিগত মৌল কোনটি?

উত্তর:-Sc

5. শিখা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ দেয় কোন্ মৌল?এটি কোন্ ব্লকের? উত্তর:-Ca, S ব্লকের

6. 7,11, 22 পরমাণু- ক্রমাংকবিশিষ্ট মৌলগুলির ব্লক উল্লেখ করো।উত্তর:- p,s, d ব্লক

7. বিরল মৃত্তিকা সারির দুটি প্রান্তিক মৌলের নাম উল্লেখ করো? উত্তর:-Ce, Lu

৪. পর্যায় সারণিতে কোনো একটি পর্যায়ের শুরু ও শেষ কীভাবে সনাক্ত করবে? উত্তর:-(ns^1 দিয়ে শুরু np^6 দিয়ে শেষ)

9. ভূমিস্তরে d-উপকক্ষ পূর্ণ অথচ সন্ধিগত এমন মৌলের উদাহরন দাও? উওর:-Cu

10.বেশিরভাগ সন্ধিগত মৌলের পরমাণু বা আয়ন কেন প্যারাম্যাগনেটিক?

উত্তর :- অযুগ্ম d – ইলেকট্রন এর উপস্থিতি এর জন্য।

11. Fe, Co-কে ফেরোম্যাগনেটিক কেন বলা হয়?

উত্তর:- এদের কে সহজে চুম্বকে পরিণত করা যায় বলে ।

12 . শিখা পরীক্ষায় সোনালি হলুদ শিখা কোন্ মৌলের ক্ষেত্রে দেখা যায়? উত্তর:- Na

13. কোন গ্রুপের সমস্ত প্রতিনিধি মৌলই ধাতব পদার্থ।

উত্তর:-গ্রুপ ( IIA)

15. শিখা পরীক্ষায় সাড়া দেয় না এমন দুটি গ্রুপ 2 মৌলের নাম লেখো?

উত্তর:–Be, Mg

Class XI Periodic Classification MCQ || পর্যায় সারণী এর প্রশ্ন উত্তর

14. প্রথম সন্ধিগত মৌল শ্রেণির পঞ্চম মৌলটির ইলেকট্রন বিন্যাস লেখ?

উত্তর:-Mn —3d5 4s2

15.মেন্ডেলিফের সারণির কোন পর্যায় একটি অসম্পূর্ণ পর্যায়? উত্তর:- সপ্তম পর্যায়

16. যুগ্ম সিরিজের প্রারম্ভিক মৌলগুলি হল যথাক্রমে K, Rb ও__ ।

উত্তর :-Cs (সিজিয়াম)

17.তিনটি অযুগ্ম সিরিজের প্রথম মৌলগুলি হল__ Ag এবং Au. উত্তর:- Cu ( কপার – তামা)

18. মৌলসমূহের মূলগত ধর্মের নিয়ন্ত্রক কি?

উত্তর:- পরমাণু ক্রমাংক

19. 58Ce থেকে 71Lu-কে বলা হয় ____মৌল।

উত্তর:- ল্যান্থানাইড মৌল

20. Be, Mg, Ca-কে বলা হয় ______ধাতু।

উত্তর:- ক্ষারীয় মৃত্তিকা

21. Cu, Ag, Au-কে বলা হয়___ ধাতু

উত্তর:- মুদ্রা ধাতু

Chemistry Class Notes And Class XI Periodic Classification MCQ || পর্যায় সারণী এর প্রশ্ন উত্তর

22. O, S, Se, Te-কে ___মৌল বলা হয়।

উত্তর:- চ্যালকোজেন মৌল

23. কোন ব্লক এর মৌলগুলি রঙিন জটিল যৌগ গঠন করে? উত্তর:- d ব্লক মৌল।

24. কার্যকারী নিউক্লিয় আধান = নিউক্লিয় আধান- ___।

উত্তর:- আবরণী প্রভাব ।

25.Cu ও Zn-এর মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়?

উত্তর:- Cu (তামা)

26.ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির সঠিক ক্রমগুলি হল-

a) S>Se>O b) CI>F>1 c) F>CI>1 d) S>O>Se

উত্তর:- A, B

27.প্রদত্ত কোন যুগ্ম গুলিতে ধাতুকল্প উপস্থিত-

a)In,Tl b) As, Te c) Ge, Si d) I,Bi

উত্তর:- B,C

28.প্রদত্ত কোন মৌলগুলি সাধারণ উষ্ণতায় তরল-

A)সেলেনিয়াম B) জার্মেনিয়াম C)সিজিয়াম D) গ্যালিয়াম

উত্তর:- C)সিজিয়াম ,D) গ্যালিয়াম

29.নীচের কোন্ মৌলগুলি দুই বা ততোধিক ক্লোরাইড গঠন করে- A) Cu B) Hg C)Na D)Cs

উত্তর:-A) Cu B) Hg

Ncert books chemistry Class Notes Class XI Periodic Classification MCQ || পর্যায় সারণী এর প্রশ্ন উত্তর

30. কোন মৌলগুলিকে কৃত্রিমভাবে প্রস্তুত করা যায়?

A) Bi B) Ge C) Tc D) At

উত্তর:-A,D

31. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনগুলি সংশ্লিষ্ট রূপের অন্যান্য মৌলগুলির তুলনায় অধিক সত্ত্বর একটি ইলেকট্রন গ্রহণ করে-

A)S B)Na C) Cl D)O

উত্তর:- A,Cl

32.BCl3 , AICI3, এবং GaCl3 এর মধ্যে ক্রমবর্ধমান আয়নীয় চরিত্রের ক্রম হল-

A) BCI3 <AICI3 < GaCl3 (B)GaCl3, <AICI3, <BCI3 (C) BCl3 <GaCl3 < AICI3 (D) AICI3< BCI3 < GaCl3

উত্তর:- A ( BCI3 <AICI3 < GaCl3)

Class XI Periodic Classification MCQ || পর্যায় সারণী এর প্রশ্ন উত্তর

33.Mg ও Al-এর মধ্যে কোন্‌ন্টির আয়নন বিভবের মান বেশি? উত্তর:- Mg ( magnesium)

34. কপার, সিলভার ও গোল্ডকে সন্ধিগত মৌল বলা হয় কেন?

উত্তর:- এইসব মৌলের পরমাণুগুলির অন্তত এবা স্থায়ী জারণ স্তরে d-উপকক্ষ ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ অবস্থা থাকে। যেমন, Cu2+: 1s22s22p63s²3p63d9

35. IUPAC কি?

উত্তর:- International Chemistry (আন্তর্জাতিক রসায়ন) এবং Applied Chemistry (ফলিত রসায়ন) সংস্থার নাম হচ্ছে IUPAC এর পুরো নাম হল: “International Union of Pure and Applied chemistry

Chemistry Study Note For Best Education:- Class XI Periodic Classification MCQ || পর্যায় সারণী এর প্রশ্ন উত্তর

36.অবস্থান্তর মৌল কি?

যে সব ঐ ব্লক মৌল আয়ন গঠন করার পর এদের ইলেকট্রন বিন্যাসে d – অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদের অবস্থান্তর মৌল বলে।

যেমন — পর্যায় সারনিতে গ্রুপ-I থেকে গ্রুপ-11 পর্যন্ত গ্রুপে অবস্থিত মৌলসমূহ অবস্থান্তর মৌল।’তবে গ্রুপ-I এর স্ক্যান্ডিয়াম (Sc) অবস্থান্তর মৌল নয়।

38. কোন গুলি পর্যায়গত ধর্ম নয়?

উত্তর:–তেজস্ক্রিয়তা, বহুরুপতা, দ্রাব্যতা, চৌম্বক ধর্ম।

39.আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে সবচেয়ে বেশি মৌল রয়েছে ?

উত্তর:- ষষ্ঠ পর্যায়ে।

40.আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে সবচেয়ে কম মৌল রয়েছে?

উত্তর :- প্রথম পর্যায়ে।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!