বংশগতি || Heredity

বংশগতি || Heredity সম্পর্কে MCQ যা বিভিন্ন পরীক্ষায় বার বার

1. মেন্ডেল তাঁর সংকরায়ণ পরীক্ষার জন্য যে গাছটি পছন্দ করেন-(a) মটর(b) বেগুন(c) টম্যাটো (d) ধান

2. স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়া হলো-(a) XY(c) XX(b) YY(d) XO

3. রোলার জিভ যে অবস্থায় প্রকাশিত হয়-
(a) হোমোজাইগাস(b) হেটেরোজাইগাস(c) হোমোজাইগাস ও হেটেরোজাইগাস(d) কোনোটিই নয়

4. নীচের যেটি টেস্টক্রস সেটি হলো-
(a) TT x tt(c) Tt x tt(b) TT × Tt(d) Tt × Tt

5. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুতে 3:1 অনুপাতকে বলে-(a) ফিনোটাইপ(b) জিনোটাইপ(c) ‘a’ ও ‘b'(d) কোনোটিই নয়

6. RrYy জিনোটাইপযুক্ত উদ্ভিদের গ্যামেট পাওয়া যাবে-

(a) এক প্রকার(b) দুই প্রকার(c) তিন প্রকার(d) চার প্রকার

7. সুপ্রজননবিদ্যার (জেনেটিক্স) জনক হলেন-

(a) ডারউইন(b) ল্যামার্ক(c) দ্য ভ্রিস(d) মেন্ডেল

৪. সন্ধ্যামালতী উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায়?

(a) মেন্ডেলিয়ান বংশগতি(b) সহপ্রকটতা(c) বহুজিন অ্যলিলতা(d) অসম্পূর্ণ প্রকটতা

9. সন্ধ্যামালতী উদ্ভিদে বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলের সংকরায়ণে প্রথম অপত্য জনু উৎপন্ন ফুলগুলি হবে-

(a) লাল(b) গোলাপি

(c) সাদা (d) কোনোটিই নয়

10.একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে একজন স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষ লোকের বিবাহ হলে তাদের পুত্র হবে-

(a) সকলে স্বাভাবিক দৃষ্টিযুক্ত(b) অর্ধেক বর্ণান্ধ ও অবশিষ্ট অর্ধেক স্বাভাবিক(c) A ও B উভয়ই(d) সকলেই বর্ণান্ধ

বংশগতি || Heredity

11. নিম্নলিখিত যে ক্ষেত্রটিতে F2 জনুতে ফিনোটাইপ ওজিনোটাইপ অনুপাত 1:2:1 হয় সেটি হলো-

a) সহপ্রকটতা(b) সম্পূর্ণ প্রকটতা(c) অসম্পূর্ণ প্রকটতা(d) মেন্ডেলীয় প্রকটতা

12. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় একটি সংকর লম্বা (Tt) মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর্বাকার (tt) মটর গাছের সংকরায়ণ ঘটানো হলে F2 জনুতে শতকরা কত ভাগ সংকর লম্বা মটর উদ্ভিদ পাওয়া যাবে?

(a) 25% (b) 50% (c) 75%(d) 100%

13. নীচের কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্রোমোজোম সংখ্যা?

(a) 44 A + XY(c) 44 A + XO(b) 44A + XX(d) 44 A + XXY

14. মানুষের দেহকোশে ক্রোমোজোমের সংখ্যা হলো-

(a) 22টি (b) 22 জোড়া (c) 46টি (d) 44টি

15. একটি বিশুদ্ধ কালো (BB) ও বিশুদ্ধ সাদা বর্ণের (b(b) গিনিপিগের একসংকর পরীক্ষায় দ্বিতীয় অপত্য জনুতে (F.) উৎপন্ন বিশুদ্ধ কালো ও সংকর কালো গিনিপিগের অনুপাত-

(a) 1: 1(b) 1:2(c) 2:1(d) 3:1

16. বিশুদ্ধ বেঁটে মটর গাছের জিনোটাইপ হলো-

(a) TT (b) tt (c) Tt (d) সবক’টি

17. নীচের কোনটি একজন স্বাভাবিক স্ত্রীলোকের ক্রোমোজোম সংখ্যা?

(a) 44 A + XY(c) 44 A + XO(b) 44 + XX(d) 44 A+ XXY

18.ফিমেল মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে বলে-

(a) হেটারোগ্যামেটিক মেল (b) হেটারোগ্যামেটিক

19. বংশগতি সংক্রান্ত কোন তথ্যটি সঠিক?

(a) জিনের পরিবর্তন ও মিয়োসিসের সময় ক্রসিং ওভার প্রকরণের কারণ

(b) অসম্পূর্ণ প্রকটতা হলো মেন্ডেলর বংশগতি সূত্রের ব্যতিক্রম

(c) থ্যালাসেমিয়া রোগের লক্ষণ হলো অ্যানিমিয়া, কালচে মুত্র, যকৃৎ ও প্লীহার বৃদ্ধি

(d) উপরের সবক’টি

20 . মানুষের দেহকোশে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা হলো-(a) 22টি (b) 44টি (c) 1টি

Heredity And Evulation বংশগতি

21. মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম হলো-

(a) X (b) Y(d) 2টি(c) X ও Y (d) কোনোটিই নয়

22. বংশগতি || Heredity এর ধারক ও বাহককে বলে –

(a) জিন(c) প্রোটিন(b) শর্করা(d) ভিটামিন

23. কোনো ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলে-

(a) লোকাস(c) ফিনোটাইপ

(b) অ্যালিল(d) উপরের সবক’টি

24. মেন্ডেলীয় বংশগতি হলো-

(a) মুক্ত ও সংযুক্ত কানের লতি(b) রোলার ও স্বাভাবিকজিভ

(c) ‘a’ ও ‘b’ উভয়ই (d)কোনোটিই নয়

25. একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে-

(a) জিনোটাইপ (b) ফিনোটাইপ

(c) লোকাস (d) অ্যালিল

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

4 thoughts on “বংশগতি || Heredity”

  1. I truly savored what you’ve accomplished here. The sketch is elegant, your authored material trendy, however, you seem to have developed some trepidation about what you aim to offer next. Certainly, I shall revisit more regularly, just as I have been doing nearly all the time, in case you uphold this ascension.

    Reply
  2. I really enjoyed what you have accomplished here. The outline is elegant, your written content is stylish, yet you seem to have acquired a bit of apprehension over what you aim to convey next. Undoubtedly, I will revisit more frequently, just as I have been doing nearly all the time in case you sustain this upswing.

    Reply
  3. I truly admired the work you’ve put in here. The design is refined, your authored material stylish, however, you seem to have acquired some trepidation about what you intend to present next. Undoubtedly, I’ll revisit more regularly, similar to I have nearly all the time, in the event you sustain this rise.

    Reply

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk