এই পোষ্ট টি wbcs, wbpsc, Wb police, KP police bank, railway প্রভৃতি বিভিন্ন পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ
তাই সময় নস্ট না করে তাড়াতাড়ি পড়াশোনা করে পিডিএফ ডাউনলোড করে নিন »»»»»»»»
১. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
Ans» মঙ্গল পাণ্ডে
২.সলবাই এর সন্ধি কত সালে হয় ?
Ans»১৭৮২ সালে।
৩.জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে দিলেন?
Ans» ডাফরিন
৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করে কোন গাছের নিচে ?
Ans» অস্বথথ গাছের নিচে।
৫.কবিরের ভক্তিমূলক গান কে কি বলে ?
Ans» দোঁহা
৬. অতীশ দীপঙ্কর কে ছিলেন?
Ans»বৌদ্ধ পণ্ডিত।
৭. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে?
Ans»হরিহর
৮. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans» খিজির খাঁ
৯. ভারত সভা কত সালে স্থাপিত হয়?
Ans»১৮৭৬ সালে
১০. আলিপুর বোমা মামলার প্রধান আসামী কে ছিলেন?
Ans»অরবিন্দ ঘোষ।
১১. সন্ধা পত্রিকার সম্পাদক ছিলেন ?
Ans» ব্রম বান্ধব উপাধ্যায়
১২. সাইমন কমিশন কত সালে ভারতে আসেন?
Ans»১৯২৮ সালে।
Indian Mordern History Mcq &pdf||ভারতীয় ইতিহাস পিডিএফ
১৩. মাস্টারদা নামে কে পরিচিত?
Ans»সূর্য সেন।
১৪. স্বাধীনতা এর ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন?
Ans» যতীন দাস।
১৫.পুনা চুক্তি হয় কত সালে?
Ans»১৯৩২ সালে।
১৬.কনিষ্কের সভাকবি কে ছিলেন?
Ans» অস্ব ঘোষ
১৭. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
Ans» সিমুক
১৮. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন?
Ans» দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১৯. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
Ans» মাউন্ট ব্যাটেন
২০. নৌ বিদ্রোহ কত সালে হয়?
Ans» ১৯৪৬ সালে।
২১.অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে?
Ans» শচীন্দ্রকুমার বসু।
২২. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়?
Ans» ১৮৮৩ সালে।
Walnut Academy Kandi Murshidabad ৭০০১৭৭২৪৬৩
২৩. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে ?
Ans»১৮৬৬ সালে
২৪. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ
২৫. পরিব্রাজক রচনা করেন কে?
Ans» স্বামী বিবেকানন্দ
২৬. কোল বিদ্রোহ হয় কত সালে?
Ans» ১৮৩১ সালে।
২৭.পাঁচশালা বন্দোবস্থ কে প্রবর্তন করেন?
Ans»ওয়ারেন হেস্টিংস।
২৮.পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে?
Ans» লর্ড কর্নওয়ালিস।
২৯.ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয়?
Ans»ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে।
৩০. তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে?
Ans» টিপু ও কর্ণ ওয়ালিস এর মধ্যে।
৩১.বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
Ans» ফিরোজ শাহ।
৩২. ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়?
Ans»১৮০০ সালে।
৩৩. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে?
Ans»১৮৩৫ সালে।
৩৪.উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে?
Ans» ১৮৫৪ সালে।
৩৫.কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে?
Ans» বেন্টিংক এর আমলে।
৩৬.পরিব্রাজক রচনা করেন কে?
Ans» স্বামী বিবেকানন্দ
৩৭.২. কোল বিদ্রোহ হয় কত সালে?
Ans» ১৮৩১ সালে।
৩৮.ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা?
Ans»তুর্কি।
৩৯. তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে?
Ans»১৯৯১ সালে
৪০. মিতাক্ষরা আইন কে রচনা করেন?
Ans» বিজ্ঞানেস্বর
Indian Mordern History Mcq &pdf||ভারতীয় ইতিহাস পিডিএফ
৪১. অদ্ভুত সাগর কে রচনা করেন?
Ans» বল্লাল সেন
৪২. ধীমান কে?
Ans»পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী।
৪২. ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন কারা ?
Ans» কুষান রা
৪৩.বস্তুসূচী কে রচনা কে?
Ans» অশ্বঘোষ।
৪৪. অভিজ্ঞান শকুনতলম এর রচয়িতা কে?
Ans»কালিদাস।
৪৫.কুমারসম্ভব কে লেখেন ?
Ans» কালিদাস।
৪৬. “রামচরিত” গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ সন্ধ্যাকর নন্দী
৪৭. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে ?
উত্তরঃ ফাঁড়কে
প্রশ্নঃ ‘আকবর নামা’ ও ‘আইন-ই-আকবরী’ কে রচনাকরেন ?
উত্তরঃ আবুল ফজল
প্রশ্নঃ ভার্সাই সন্ধি কত সালে হয় ?
উত্তরঃ ১৭৮৩ সালে।
প্রশ্নঃ মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে ?
উত্তরঃ ইলতুৎমিস
প্রশ্নঃ ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে ?
উত্তরঃ কৃষাণরা
প্রশ্নঃ ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে যান কে ?
Indian Mordern History Mcq &pdf||ভারতীয় ইতিহাস পিডিএফ
উত্তর »নাদির শাহ।
প্রশ্নঃ মলেমিন্টো সংস্কার হয় কত সালে ?
উত্তরঃ ১৯০৯ সালে
প্রশ্নঃ মহামন্ত্র উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ প্রথম নরসিংহ বৰ্মন
প্রশ্নঃ ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন ?
উত্তরঃ তক্ষশীলা
প্রশ্নঃ মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ প্রথম কুমার গুপ্ত
প্রশ্নঃ ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা ?
উত্তরঃ তুর্কি
প্রশ্নঃ মালবিকাগ্নিমিত্রম কে লেখেন ?
উত্তর » কালিদাস।
প্রশ্ন :-মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজী
প্রশ্নঃ ম্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয় ?
উত্তরঃ ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে
প্রশ্নঃ মালিক কাফুর কে ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজির সেনাপতি
প্রশ্নঃ ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে?
উত্তরঃ ১৭৮৪ সালে
প্রশ্নঃ মাস্টারদা নামে কে পরিচিত ?
উত্তরঃ সূর্য সেন
প্রশ্নঃ রঙ্গিলা খান কে কি বলা হয়?
উত্তরঃ দ্বিতীয় আকবর
প্রশ্নঃ মিতাক্ষরা আইন কে রচনা করেন ?
উত্তরঃ বিজ্ঞানেশ্বর
প্রশ্নঃ মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতাকে ?
উত্তরঃ বিজ্ঞানেশ্বর।
প্রশ্নঃ মিলিন্দপহ কে লেখেন ?
উত্তরঃ »»» নাগসেন
Indian Mordern History Mcq &pdf||
ভারতীয় ইতিহাস পিডিএফ
প্রশ্নঃ রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন ?
উত্তরঃ কবীর
প্রশ্নঃ মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী ?
উত্তরঃ ঔরঙ্গজেব
প্রশ্নঃ রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে ?
উত্তরঃ ১৯১৭ সালে
প্রশ্নঃ মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল?
উত্তরঃ ফার্সি
প্রশ্নঃ রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ দন্তীদুর্গ।
প্রশ্নঃ অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি ?
উত্তরঃ জাতক
প্রশ্নঃ লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ বহুলুল লোদী
প্রশ্নঃ অতীশ দীপঙ্কর কে ছিলেন ?
উত্তরঃ বৌদ্ধ পণ্ডিত
প্রশ্নঃ লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ বহলুল লোদী
প্রশ্নঃ লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন ?
উত্তরঃ ইব্রাহিম লোদী
প্রশ্নঃ অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন ?
উত্তরঃ বিক্রমশিলা বিহার এর
প্রশ্নঃ শকাব্দ কে প্রচলন করেন ?
উত্তরঃ কনিষ্ক
প্রশ্নঃ শাহজাহান কত সালে সিংহাসনে আরোহনকরেন ?
উত্তরঃ ১৬২৮ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয় ?
উত্তর »পদ্যণ
প্রশ্নঃ ‘গঙ্গইকোণ্ড চোল ‘ উপাধি কে ধারণ করেন ?
উত্তরঃ প্রথম রাজেন্দ্ৰ চোল
প্রশ্নঃ ‘তুজক-ই-বাবর-ই’ আত্মজীবনী টি কে লেখেন?
উত্তর » বাবর
প্রশ্নঃ অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে ?
উত্তর: কালিদাস
প্রশ্নঃ অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ শিশির কুমার ঘোষ
প্রশ্নঃ ‘পবন দূত’ এর রচয়িতা কে?
উত্তরঃ ধোয়ী
প্রশ্নঃ অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির টি কে নির্মাণ করেন ?
উত্তরঃ গুরু রামদাস
প্রশ্নঃ ‘বেঙ্গল হরকরা’ প্রকাশিত হয় কবে ?
উত্তরঃ ১৭৯৮ সালে
প্রশ্নঃ অল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন ?
উত্তরঃ সুলতান মামুদ
প্রশ্নঃ ‘হাজারা মন্দির’ ও ‘বিটল স্বামী মন্দির’ কে নির্মাণ করেন ?উত্তরঃ কৃষ্ণদেব রায়
প্রশ্নঃ অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে ?
উত্তরঃ: আকবর
প্রশ্নঃ আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন ?
উত্তরঃ শেখ মুবারক
প্রশ্নঃ আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজল কে কে হত্যা করেছিলেন ?
উত্তরঃ বীর সিং বুন্দেলা।
Indian Mordern History Mcq &pdf||ভারতীয় ইতিহাস পিডিএফ
প্রশ্নঃ ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোঙ্গল নেতাভারত আক্রমণ করেন ?
উত্তরঃ চেঙ্গিস খাঁ।
প্রশ্নঃ ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয় ?
উত্তরঃ ১৮৮৩ সালে
প্রশ্নঃ আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার ?
উত্তরঃ বিষ্ণুপ্রশ্নঃ আদিনা মসজিদ কে নির্মান করেন ?
উত্তরঃ সিকান্দার শাহ
প্রশ্নঃ ইলোরার কৈলাসনাথ সৃষ্টি ?
উত্তরঃ রাষ্ট্রকট
প্রশ্নঃ আমির খসরু কার সভাকবি ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজির
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে ?
প্রশ্নঃ আমুক্ত মালাদা গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ কৃষ্ণদেব রায়
প্রশ্নঃ আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে ?
উত্তরঃ ৭১২ সালে
প্রশ্নঃ আলমগীর উপাধি কে গ্রহণ করেছি।
উত্তরঃ ওরঙ্গজেব
প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৮৬৬ সালে
প্রশ্নঃ উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা হয় ?
উত্তরঃ কোনারকের সূর্য মন্দির কেছিলেন ?
প্রশ্নঃ উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে ?
উত্তরঃ ১৮৫৪ সালে
প্রশ্নঃ এলিফ্যান্ট গুহামন্দির কোন রাজাদের আমলে তৈরি ?
উত্তরঃ চলুক্য।
প্রশ্নঃ ইবনবতুতা রচিত ভ্রমণ বৃত্তান্ত টির নাম কি ?
উত্তরঃ রেহলা
প্রশ্নঃ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ উইলিয়াম জোন্স
প্রশ্নঃ ইবাদত খানা কার দ্বারা নির্মিত হয় ?
উত্তর :» আকবর
পিডিএফ ডাউনলোড করার জন্য নিচে লিংকে ক্লিক করুন
Topic -Indian History
Size-1 MB