Indian Physiography||ভারতের ভু প্রকৃতি

আজকে আমরা Indian Physiography ||ভারতের ভু প্রকৃতি এর MCQ নিয়ে আলোচনা করবো তাই দেরি না করে তাড়াতাড়ি পড়াশুনা শুরু করুন।।।

1.. বিশ্বের বৃহত্তম দ্বীপ মাজুলী কোন রাজ্যে অবস্থিত..?? Railway Group D – 2022, Mts Exam..- 2023.

Ans.. আসাম [ ব্যাখ্যা- মাজুলী দ্বীপটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ]

2.. বালটোরা হিমবাহ কোথায় অবস্থিত..?? Wbcs প্রিলি 2014, Clerkship Exam..- 2019.

Ans.. কারাকোরাম পর্বত শ্রেনীতে.

3.. পালঘাট কোন দুটি রাজ্যের সঙ্গে যুক্ত..?? Wbp Constable Main Exam..- 2020, Rpf Exam..- 2014,2018.

Indian Physiography||ভারতের ভু প্রকৃতি

Ans.. কেরালা ও তামিলনাড়ু. [ব্যাখ্যা পালঘাট রাজ্যটি কেরালার পালক্কাড় জেলায় অবস্থিত ] 4.. মালাবার উপকূল কোথায় অবস্থিত..?? Cgl প্রিলি 2018, CHSL Exam..- 2015.

Ans.. কেরালাতে.

5.. শিলং শহর কোথায় অবস্থিত..?? NABARD Exam..- 2016, School Si Exam..- 2019.

Ans.. খাসি পর্বতে. [ব্যাখ্যা- শিলং উত্তরপূর্ব ভারতীয় রাজ্য মেঘালয়ের রাজধানী এবং বৃহত্তম শহর। মেঘালয় শিলং বেশ জনপ্রিয় একটি পর্যটন শহর। প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় অবস্থিত শিলং শহর]

6.. জোজিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত..?? Wbcs প্রিলি 2015, Main – 2019.

Ans.. জম্মু ও কাশ্মীর. [ব্যাখ্যা জোজিলা ভারতের লাদাখে পশ্চিম হিমালয় পর্বতশ্রেণীতে শ্রীনগর হতে লেহ যাওয়ার জাতীয় সড়ক ১ ওপর অবস্থিত ]

7.. কোথায় মানস সরোবর অবস্থিত..?? Mts Exam..- 2010, 2018, Food Si – 2019.

Ans.. কৈলাস পর্বত শ্রেণীতে. [ব্যাখ্যা মানস সরোবর লাসা থেকে ২০০ কিমি দুরে তিব্বতে অবস্থিত একটি মিষ্ট জলের হ্রদ ]

8.. খারদুংলা গিরিপথ যুক্ত করেছে..?? Bihar Police Si Exam..- 2019, DRDO Exam..-2018, Assam TET Exam..- 2015.

Ans.. লে এবং সিয়াচেন হিমাবাহের মধ্যে.

9.. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভুর হল একপ্রকার..?? CTET Paper II Exam..- 2011,2017,Wb Upper Primary TET – 2016.

Ans.. বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি.

Indian Physiography||ভারতের ভু প্রকৃতি

10.. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি..?? Kp Exam..- 2019, Kp Si Exam..- 2006.

Ans.. স্যাডেল পিক. [ব্যাখ্যা – ১ নভেম্বর ১৯৫৬ সালে স্থাপিত হয়, আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ দুটি ১০° উত্তর অক্ষরেখা দ্বারা বিচ্ছিন্ন করেছে, রাজধানী এবং বৃহত্তম শহর – পোর্ট ব্লেয়ার, সরকারী ভাষা হল -হিন্দি, ইংরেজি, ব্যারেন দ্বীপ আন্দামানে অবস্থিত, আন্দামান

ও নিকোবর দ্বীপপুঞ্জ মোট ৫৭২টি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলির মধ্যে মাত্র ৩৮টি জনবসতিপূর্ণ।

ভূ-প্রকৃতি

11.. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত..?? Wbcs প্রিলি 2005, Main 2016, Mts – 2023, Railway group D – 2014.

Ans.. কয়লা.

12.. নন্দাদেবী শৃঙ্গ কোথায় অবস্থিত..?? SSC CHSL Exam..- 2015, Kp Exam..- 2017.

Ans.. কুমায়ুন হিমালয়. [ব্যাখ্যা – ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ নন্দাদেবী উত্তরাখণ্ডেগাড়োয়াল হিমালয়ের কোলে অবস্থিত এই শৃঙ্গের উচ্চতা ৭ হাজার ৮১৬ মিটার ]

13… সম্বর লেক কোন রাজ্যে অবস্থিত..?? Cgl 2019, Ntpc প্রিলি – 2014.

Ans.. রাজস্থান. [ব্যাখ্যা সম্বর হ্রদ ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ]

Indian Physiography ||ভারতের ভু প্রকৃতি

14.. নিম্নোক্ত কোনটি লেগুর লেক নয় ?? Wbp Constable Main – 2018, SSC GD Exam..-2018.

Ans.. পেরিয়ার [ব্যাখ্যা লেগুর লেক গুলি হল- অষ্টমুদি, চিলকা, পুলিকট ]

15.. আন্দামন-নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম শৃঙ্গ স্যাডেল পিক কোথায় অবস্থিত..?? Railway group D 2022, Food Si Exam..- 2014.

Ans..উত্তর আন্দামান.

16.. ভারতের কোথায় “মাশরুম রক” দেখা যায়..?? CPU Exam..- 2015, NABARD Exam..-2018.

Ans.. থর মরুভূমিতে. [ব্যাখ্যা থর মরুভূমি ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি বিরাট, শুষ্ক মরু অঞ্চল। এর আয়তন ২ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশি। এটি বিশ্বের ৭ম বৃহত্তম মরুভূমি। মরুভূমিটির বেশির ভাগ অংশ ভারতের রাজস্থান অঙ্গরাজ্যে পড়েছে]

17.. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কোথায় অবস্থিত..?? Railway group D – 2022, আফগারীExam..- 2018.

Ans..কারাকোরাম পর্বত শ্রেণীতে. [ব্যাখ্যা কারাকোরাম পর্বতমালা হচ্ছে পাকিস্তান, ভারত, এবং চীনের সীমানা জুড়ে বিস্তৃত একটি বিস্তীর্ণ পার্বত্যাঞ্চল। এই পর্বতমালার অন্যান্য নামগুলি হল কৃষ্ণগিরি ও এশিয়ার মেরুদণ্ড। মূলত পাকিস্তানের গিলগিত-বালতিস্তান, ভারতের লাদাখ, এবং চীনের জিনজিয়ান প্রশাসনিক অঞ্চল জুড়ে এর অবস্থান ]

(Indian Physiography)Walnut Academy official website – Click Here

18.. নানামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত..?? DRDO Exam..- 2018, Assam PCS Exam..- 2016, Bihar Police Si – 2019.

Ans.. অন্ধ্রপ্রদেশ.

19.. পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে..?? Cgl প্রিলি – 2002,2017, Ntpc প্রিলি – 2022.

Ans.. নীলগিরি পর্বতে. [ব্যাখ্যা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, যার উচ্চতা ২৬৩৭ মিটার, নীলগিরি পর্বত তামিলনাড়ুতে অবস্থিত ]

20.. ভারতের প্রাচীনতম রক সিস্টেম [Rock System] কোনটি..?? Wbp Police Si Exam..- 2006, Wb SSC Group C Exam..- 2018.

Ans.. আর্কিয়ান.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!