নবম শ্রেণী জীবন ও তার বৈচিত্র্য MCQ || Life and its diversity 1st Chapter Class ix MCQ

প্রিয় ছাত্র ছাত্রী আজকে তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য বা নবম শ্রেণী জীবন ও তার বৈচিত্র্য MCQ || Life and its diversity 1st Chapter Class ix MCQ নিয়ে।।

1. কোনটি প্রোটোজোয়া নয়?

[A] হাইড্রা[B] ইউগলিনা [C] অ্যামিবা[D] প্যারামেসিয়াম

2.পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্গত?

[A] অ্যানিলিডা[B] আর্থোপোডা[C] সিলেনটেরাটা[D] কাস্টেসিয়া

3. পতঙ্গদের আছে____

[A] দু’জোড়া পা[B] তিনজোড়া পা[C] চারজোড়া পা[D] একজোড়া পা

4. সামুদ্রিক অশ্ব (Sea horse) একটি____

[A] অসটিকথিস বা টেলিওস্টোমি[B] মোলাস্কা বা কম্বোজ।[C] কনড্রিকথিস বা ইলাসমোব্রাঙ্কি[D] ম্যামেলিয়া বা স্তন্যপায়ী ||

5. হার্বেরিয়াম হল______

[A] মৃত উদ্ভিদকে শুষ্ক করে একস্থানে রাখা[B] জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা[C] মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা[D] জীবন্ত উদ্ভিদকে কাচের ঘরে রাখা

6.এদের মধ্যে কোনটি তরুণাস্থিযুক্ত মাছ?

[A] সিলভার ফিস[B] ডগ ফিস (C]ক্রে ফিস্[D] স্টার ফিস।।

7. Herbarium of Forest Research Institute’ কোথায় অবস্থিত?[A] কলকাতা [B] দেরাদুন [C] লক্ষ্ণৌ[D] মুম্বাই ॥

8.কোন্ প্রাণীকে ‘ডেভিল মাছ’ বলে?

[A] তিনি[B] হাওর[C] অক্টোপাস[D] ডলফিন

9. ন্যাথাস্টোমাটা উপশ্রেণিটি কোন্ শ্রেণির অন্তর্গত?

[A] একাইনোডার্মাটা(C) সিলেনটারেটা[B] পরিফেরা[D] কর্ডাটা

10. গরুর দুধে কী থাকার জন্য দুধের রঙ ঈষৎ হলদে হয়?

[A] ক্যারোটিন[C] রাইবোফ্লভিন[B] ল্যাকটোজ[D] রাইবুলোজ

11. রসট্রাম কোন্ প্রাণিতে দেখা যায়?

[A] আরশোলা [B] পিঁপড়ে [C] চিংড়ি [D] রুইমাছ ||

12. ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত-

[A] শনাক্তকরণ(B) নামকরণ[C] শ্রেণিবিভাগ[D] সবকটি

13. অ্যাসকারিস-এর দেহ গহ্বরকে বলা হয়-

[A] সিলোম[B] হিমোসিলোম(C) সিউডোসিলোম(D) কোনোটিই নয়

14. আর্কিগোনিয়াম (Archegonium) নিম্নলিখিত কোন্ উদ্ভিদে দেখা যায় না?

[A] পাইন[B] সাইকাস (C) নিটাম[D] থিংগো

15. রিক্সিয়া হল একটি____

[A] ছত্রাক[B] ফার্ণ[C] শৈবাল[D] মস

16. ভারতের বৃহত্তম ‘Central National Herbarium’ কোথায় অবস্থিত?

[A] মুম্বাই[B] হাওড়া[C] চেন্নাই[D] কটক।

17. Arthur cronquist এর শ্রেণিবিন্যাস নিম্নলিখিত কোন্ প্রকারের?

[A] প্রাকৃতিক[৪] কৃত্রিম[C] ফাইলোজেনেটিক[D] প্রাকৃতিক, কৃত্রিম এবং ফাইলোজেনেটিক প্রকৃতির

18. ICNB সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত?

[A] ভাইরাস[B] ব্যাকটেরিয়া[C] উদ্ভিদ[D] প্রাণী

19. কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত?

[A] লাইকেন[B] মাইকোরাইজা[C] VAM[D] কোরালয়েড মূল

20.নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়?

[A] ইউগ্নিনা[B] ব্যাঙ[C] সাপ[D] পিঁপড়ে

21. মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ?

[A] পরজীবী[B] মৃতজীবী[C] মিথোজীবী[D] পতঙ্গ ভুক

22. সোরাস বা সিনোসোরাস কোন্ উদ্ভিদে পাওয়া যায়?

[A] শৈবাল[B] মিউকর [C] ফার্ন [D] মটর গাছ

23. IUCN কোন্ সালে গঠিত বা স্থাপিত হয়?

[A] 1947 সাল [B] 1949 সাল [C] 1948 সাল[D] 1950 সাল

24. E. Coli কোন্ প্রকৃতির ব্যাকটেরিয়া?

[A] গ্রাম পজিটিভ(B) গ্রাম নেগেটিভ[C] ‘a’ এবং ‘b'[D] কোনোটিই নয়

25. নীচের কোনটি অবায়ুজীবী ব্যাক্টেরিয়া?

[A] ক্লসট্রিডিয়াম টিটেনি(B) এসেরেকিয়া কোলাই[C] রোডোস্পাইরিলাম[D] ব্যাক্টেরিও ফাজ

26.মস হল একটি____

[A] হাইড্রোফাইট[B] লিথোফাইট[C] মেসোফাইটD] ক্রাইওফাইট

27.গ্লাইকোজেন নীচের কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য?

[A] শৈবাল[B] ছত্রাক[C] মস [D] ফার্ণ

28.হিমোসিল কী?

[A] পতঙ্গদের রক্ত [B] লৌহঘটিত রঞ্জক[C] তাম্রঘটিত রঞ্জক[D] রক্তপূর্ণ দেহগহ্বর

29.ক্ষুদ্রতম ভাইরাস কোনটি?

(A) রাইনো ভাইরাস(B) ভ্যারিওলা ভাইরাস[C] রেবিস ভাইরাস[D] রুবেলা ভাইরাস

30.কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

[A] নোটোকর্ড[B] নার্ভকর্ড[C] স্পাইনাল কর্ড[D] কোনোটিই নয়

31.ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হল-

(A) বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু(B) নগ্নবীজ(C) দানাযুক্ত বীজ[D] ফলের ভিতরে বীজ

32.ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি-

[A] পরাশ্রয়ী[B] স্পোরোফাইট[C] গ্যামেটোফাইট[D] স্পোরোফিল

33.বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম কী?

[A] Peteropis giganteverB] Macaca mulata[C] Rana tigrina[D] Scoliodon sorrakowalt

34.শ্রেণিবিন্যাসের জনক বলে—

[A] হাচিনসন[B] অ্যাবলার[C] লিনিয়াস[D] ওপারিন

35.ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি-

[A] কাচের তৈরি(B) ফাইবারের তৈরি[C] তড়িৎ চুম্বক[D] লোহার তৈরি

36.কোন্ উদ্ভিদটি প্রথম ভ্রুণসমন্বিত উদ্ভিদ?

[A] থ্যালোফাইট[B] ব্রায়োফাইট[C] টেরিডোফাইট[D] ব্যস্তবীজী

37.শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হল-

[A] লিলাধর[B] রেণুধর[C] লিঙ্গাধর ও রেণুধর[D] কোনোটিই নয়

38.হাইফা কোন্ প্রকার উদ্ভিদের গঠনগত একক?

[A] শৈবাল[B] ছত্রাক[C] মস[D] ফার্ন

39. পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায়?

[A] ছত্রাক[B]শৈবাল(C) ফার্ন[D] মস

40.ব্যক্তবীজী উদ্ভিদের শস্য সাধারণত কোন্ প্রকারের?

[A] n [B] 2n [C] 3n [D] কোনোটিই নয়

উত্তরমালা (Answer ):--
1.[A]2. (B)3. [B]4. [C] 5. [A] 6.(B) 7.(B)8. (C) 9. (D)10. .(C)11. (C) 12. (D) 13.(C)14. [C]15. (D)16. [B] 17 [C]18 [B]19. [A]20. [C]21. (C)22. (C)23 [C]24. (B)25: [A]26. [B]27. [B]28. [D]29.[A]30. [A]31. [B]32. [C]33. [A]34. (C)35. [C] 36. (B) 37.[A] 38. (B) 39.(A) 40. (A)
বংশ গতি ও কয়েকটা সাধারণ জিন ঘটিত রোগের সাজেশন—– Click Now
নবম শ্রেণী জীবন ও তার বৈচিত্র্য MCQ || Life and its diversity 1st Chapter Class ix MCQ:– part 2 অন্য পোস্টে পাবেন m
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk