Life Science Expression and Adaptation (অভিব্যক্তি ও অভিযোজন) জীবন বিজ্ঞান প্রশ্ন যা GNM,ANM, WBCS, WB Police ছাড়াও বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
1. প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল?
2. শর্করার রাসায়নিক উপাদানগুলি কী ছিল?
3. ‘গরম তরল স্যুপ’ কোথায় সৃষ্টি হয়েছিল?
4. ‘কোয়াসারভেট’-এর প্রবস্তা কে?
5. মিলার ও উরের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল?
6. ল্যামার্কের গ্রন্থের নাম কী?
7. ডারউইনের গ্রন্থের নাম কী?
৪. ‘অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার’ কার মতবাদ?
9. ‘প্রাকৃতিক নির্বাচন’ কার মতবাদ?
10. ল্যামার্কের বিপক্ষে কোন্ বিজ্ঞানী মত পোষণ করেন?
11. ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কী ছিল?
12. ‘অস্তিত্বের জন্য জীবনসংগ্রাম’ কার মতবাদ?
13. ‘মিউটেশন তত্ত্ব’-এর প্রবস্তা কে ছিলেন?
14. আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কী ছিল।
15. আধুনিক ঘোড়ার নাম কী?
16. একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও।
17. সমসংস্থ ও সমবৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ?
18. কোন্ প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে?
19. কোন্ উদ্ভিদে পর্ণকান্ড দেখা যায়?
20. বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।
Life Science Expression and Adaptation (অভিব্যক্তি ও অভিযোজন) জীবন বিজ্ঞান প্রশ্ন __
21. মাছের কোন্ অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে?
22. পায়রার বায়ুথলির সংখ্যা কটি?
23. শ্বাসমূল কোন্ গাছে দেখা যায়?
24. উটের লোহিতকণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
25, উটের জল ক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো।
26. ‘বায়োজেনেটিক সূত্র’-এর প্রবস্তা কে?
27. লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো?
28. প্রথম কোশ সৃষ্টি হয়েছিল কোথায়?
29. অঙ্গের ব্যবহার ও অব্যবহার’ –সূত্র কার?
30. ঘোড়ার বিবর্তনে আধুনিক ঘোড়া কি?
32. নিউম্যাটোফোর থাকে কোন উদ্ভিদে?
32. ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষটি কি?
33.কোন বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গ এর উদ্ভব ঘটে?
🌈নিচের উত্তর গুলির মধ্যে সঠিক উত্তর নির্ণয় করুন —
34. নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার মধ্যে ঘটেনি?
a. পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি।
b. পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি।
c.পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্যে ও প্রস্থে বৃদ্ধি।
d. সমগ্র দেহের আকার বৃদ্ধি।
35. নীচের কোনটি একইখাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম?
A. শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম।
B. ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম।
C. পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম
D.বক ও মাছরাঙার সংগ্রাম।
36. নিউম্যাটোফোর হল–
a. কান্ড রন্ধ্র b. শ্বাসরন্ধ্র
c. পত্ররন্দ্র d . কোনোটিই সঠিক নয়
37. পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হল__
a. হাইড্রোজেন b.মিথেন c. অক্সিজেন d. অ্যামোনিয়া
hiI like your writing so much share we be in contact more approximately your article on AOL I need a specialist in this area to resolve my problem Maybe that is you Looking ahead to see you.