মাধ্যমিক পাসের পর কোন চাকরি গুলো রয়েছে:—
মাধ্যমিক পাস যোগ্যতায় যে সমস্ত চাকরি গুলো রয়েছে তার লিস্ট নিচে দেওয়া রইলো। প্রতিটি চাকরির সাথে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা লিংকে ক্লিক করে সেই চাকরির বিস্তারিত আরও তথ্য জেনে নিতে পারবেন।Madhyamik Pass jobs 2024 || মাধ্যমিক পাশ এর চাকরি এর জন্য নিয়মিত আপডেট রাখুন আমাদের সাথে।।
রেলওয়ে গ্রুপ ডি (Railway Group D)
• নিয়োগ সংস্থা: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
•বয়সসীমা: 18-30 বছর।
•মাসিক বেতনসীমা: 22,000/- টাকা 25,000/- টাকা।
•Official Website: indianrailways.gov.in
• নিয়োগ পদ্ধতি:-কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT),শারীরিক দক্ষতা পরীক্ষা (PET),মেডিকেল পরীক্ষা
•পরীক্ষা পদ্ধতি:- অনলাইন
•সিলেবাস :- 1) সাধারণ বিজ্ঞান 2) গণিত 3) রিজনিং 4) কারেন্ট Affairs 5) general knowledge
India post GDS Recruitment (গ্রামীণ ডাক সেবক)
•পোস্টের নাম: – GDS
•নিয়োগ সংস্থা:- ভারতীয় ডাক বিভাগ
•মোট শূন্যপদ রয়েছে:- ৩৫০০০ টি
•শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাশ।
•বয়স: ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত।
•নিয়োগ পদ্ধতি:- মাধ্যমিকের নম্বর অনুযায়ী
St,Sc, OBC (A), OBC (B) ক্যাটাগরির ছাত্র ছাত্রীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স এর ছাড় পাবে।
•বেতন – ১২০০০/- টাকা থেকে ১৬০০০/- টাকা পর্যন্ত।
•Official Website: www.indiapost.gov.in
এসএসসি গ্রুপ ডি (SSC Group D)
•নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
•বয়সসীমা: 18- 40 বছর।
•মাসিক বেতনসীমা: 20,050/- টাকা।
•লোকেশন:- পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে ।
•যোগ্যতা:-পশ্চিমবঙ্গের গ্রুপ D পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত যে কোনও সমতুল্য বোর্ডের অধীনে যে কোনও স্কুল থেকে অষ্টম শ্রেণির পরীক্ষায় পাসের সার্টিফিকেট থাকতে হবে।
Official Website: wbscc.wb.gov.in
SSC MTS Recruitment :—
•নিয়োগ সংস্থা: স্টাফ সিলেকশন কমিশন
•বয়সসীমা: 18-25 বছর।
•মাসিক বেতনসীমা: 16,915/- টাকা 20,245/- টাকা।
•আবেদন মাধ্যম – অনলাইন
•পরীক্ষা পদ্ধতি:- অনলাইন
•লোকেশন:- ভারত বর্ষের যে কোনো স্থানে ।
•Official Website: ssc.nic.in
WB Sport Department Recruitment:–
•পোস্টের নাম- ওয়েস্ট বেঙ্গল স্পোর্ট ডিপার্টমেন্ট এর তরফ থেকে ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়।
•শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেনী কিংবা মাধ্যমিক পাশ।
•বয়স ১৮ থেকে ৪০ বছর।
•আবেদন মাধ্যম – অনলাইন
•পরীক্ষা পদ্ধতি:- অফলাইন
•লোকেশন:- পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে ।
•অফিসিয়াল ওয়েবসাইট – Apply online
কৃষি প্রযুক্তি সহায়ক (Agriculture) KPS
•নিয়োগ সংস্থা:পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন(WBPSC)
•বয়সসীমা: 18-40 বছর।
•মাসিক বেতনসীমা: 5,400/- টাকা 25,200/- টাকা।
•আবেদন মাধ্যম – অনলাইন
• নিয়োগ প্রক্রিয়া:-The WB KPS Exam 2023 consists of two stages: a written exam & interview. The WB KP Written exam has two parts.
•পরীক্ষা পদ্ধতি:- অফলাইন
•Official Website: psc.wb.gov.in
ফুড সাব ইন্সপেক্টর (Food SI)
•নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
•বয়সসীমা: 18-40 বছর।
•পরীক্ষা পদ্ধতি:- অফলাইন
•আবেদন মাধ্যম – অনলাইন
• সিলেকশন পদ্ধতি:-The WBPSC Food SI exam pattern will consist of two stages i.e. Written Examination, and Personality Test (Interview).Madhyamik Pass jobs 2024
•মাসিক বেতনসীমা: 22,700/- টাকা 58,500/- টাকা।
•Official Website: psc.wb.gov.in
ক্লার্কশীপ (Clerkship)
•নিয়োগ সংস্থা:পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
•বয়সসীমা: 18-40 বছর।
•আবেদন মাধ্যম – অনলাইন
•পরীক্ষা পদ্ধতি:- অফলাইন
•মাসিক বেতনসীমা: 22,700/- টাকা 58,500/- টাকা।
•Official Website: psc.wb.gov.in
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable)Madhyamik Pass jobs 2024
•নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
•বয়সসীমা: 18-30 বছর।
•আবেদন মাধ্যম – অনলাইন
•পরীক্ষা পদ্ধতি:- অফলাইন
•মাসিক বেতনসীমা: 22,500/- টাকা 58,500/- টাকা।
•Official Website: prb.wb.gov.in
•নিয়োগ প্রক্রিয়া:- stage -1 (Preliminary Test -100 Marks)
Stage:-2(Physical Measurement Test (PMT): Candidates who pass the preliminary test can take this test, which assesses their height, weight, and chest expansion.)
Stage:-3 (Final Written Examination-85 Marks)
Stage -4( Interview: This step assesses the candidate’s general awareness and suitability for public service. The candidate’s ability to read, write, and speak in Bengali or Nepali is also tested. ) Full Marks -15
Stage:-5 ( Medical Test)
stage:-6 (Document Verification)
কলকাতা পুলিশ কনস্টেবল (KP Constable):-Madhyamik Pass jobs 2024
•নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
•বয়সসীমা: 18-30 বছর।
•আবেদন মাধ্যম – অনলাইন
•পরীক্ষা পদ্ধতি:- অফলাইন
Selection Process:- Preliminary Written Test.Physical Measurement Test (PMT) and Physical Efficiency Test (PET)Final Written Examination.Interview.
•মাসিক বেতনসীমা: 22,500/- টাকা 58,500/- টাকা।
•Official Website: prb.wb.gov.in
Karmabandhu Job ( কর্ম বন্ধু চাকরি)
•যোগ্যতা:- অষ্টম শ্রেণী পাশ(Madhyamik Pass jobs 2024)
• মাসিক সাম্মানিক:-রাজ্য সরকারের লেবার কমিশন দ্বারা যে বেতন নির্ধারিত রয়েছে সেই অনুযায়ী কর্মরত চাকরিপ্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে।
•বয়স সীমা:-চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে
∆মাধ্যমিক পাশের যোগ্যতায় বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি দপ্তরগুলোর পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলোর তরফেও বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে চাকরিপ্রার্থীদের নিয়মিত আমাদের ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ করা হচ্ছে। বা আমাদের অফিসিয়াল what’s up গ্রুপ , টেলিগ্রাম গ্রুপে, What’s Up চ্যানেল জয়েন হয়ে থাকতে অনুরোধ করা হচ্ছে ।
Madhyamik Pass jobs 2024
Latest West Bengal Government Job – Click Here |