Mathematics Practice Set

আজকে তোমাদের সঙ্গে online Math মকটেস্ট পর্ব-07 শেয়ার করছি। আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে Start The Quiz এ ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও।(Profit & Loss|| লাভ ও ক্ষতি ছাড়াও বিভিন্ন চ্যাপ্টার এর chapter Mock Test part-7)

গ. সা. গু. নির্ণয় কর:—–

২। ২৪, ৩৬

৩।১০৪,১১৭

৪।৭৮০,১০০১

৫। ২৫৮৩, ১২৩০

৬।২৩১৫, ৭৬২০

৭।৪৬২, ৩৫৭৫

৮। ৯১২, ১৪২৫

৯।২৫৯২, ১৭০১

১০।৩৮১০, ১৮১৬১

১১।৯২৬২, ২৪৭৫০

১২।১২৭৪৪, ২২৭৬৪

১৩। ৭২৯০, ৮৭৪৮

১৪।২०৪०৯২, ৭৫০৮৩৪

১৫।৪৯২৯০, ৪৩৬৭২

১৬।২৯৫৭৬, ৯২৫৮০

১৭।১১৮৩২, ১৮২৭২৯০

১৮। ২০৪, ৮৫, ৩৭৪

১৯। ৬৪, ৩২০, ৫২৮

২০। ৭২,১০৮, ১৪৪, ১৯২

Mathematics Practice set for all government job aspirants

walnut Academy official link – Click Here

২১। ১০৫, ১৩৫, ৩৩০, ১৩৬৫

২২। ৩৬০, ৪০৫, ৪৯৫

২৩। ২৫২, ৪২০, ১১৩৪

২৪। ১৯৭৮, ১৩১১০, ৮০৫০

২৫। ২৩৭৬৫, ৩৭৫৯৫, ২১৯৫০

২৬। ৪৩২৭২, ৬৭৮০৪, ৯২১৮০, ৩৬১৭৬, ৮৫০৮৫

২৭। ৩৭০২৭৫, ৮১২৫, ৯৬৩২০

২৮। ৬০, ২৮৮, ৩৬৬, ৭২০

২৯।৯৭২, ১২৭৮, ৫০৪০

৩০। ৭০২৮১, ৪৫০৫৪৯, ৬২১৯৯

উত্তর:—২। ১২; ৩। ১৩; ৪। ১৩; ৫। ১২৩; ৬। ৫; ৭। ১১; ৮। ৫৭; ৯। ৮১; ১০। ১২৭; ১১। ২২; ১২। ১২; ১৩। ৭২৯০; ১৪। ১৪; ১৫। ১০৬; ১৬। ৪; ১৭। ৫৮; ১৮। ১৭; ১৯। ১৬; ২০০ ১২; ২১। ১৫; ২২। ৪৫; ২৩। ৪২; ২৪। ৪৬; ২৫। ৫; ২৬। ৪; ১১৯; ২৭। ৫; ২৮। ৬; ২৯। ১৮; ৩০।৯

important GI for practice==

1. A হল B এর চেয়ে বুদ্ধিমান। আবার C. B এর থেকে বেশি বুদ্ধিমান নয়। D, E এর থেকে বুদ্ধিমান কিন্তু A এর থেকে নয়। তবে কে সবথেকে বেশি বুদ্ধিমান?

(a) A(b) E(c) B (d)D

2. সঠিক উত্তরটি নির্বাচন করো?

বিবৃতি: i. সমস্ত বর্ণ হল কালোii. সমস্ত কালো হল নীলiii. সমস্ত নীল হলো সবুজ।

সিদ্ধান্ত: i. কোন বর্ণ সবুজ নয়।

ii. কিছু নীল হল কালো

(a) শুধুমাত্র (1) সত্য

(b) শুধুমাত্র (ii) সত্য

(c) যে কোনো একটি সিদ্ধান্ত সত্য

(d) উভয় সত্য

Mathematics practice Mock Test Part-7 এর জন্য নিচের লিংকে ক্লিক করুন —

Math Mock Test Part-7

Math Mock Test Part-7 online কুইজ প্রতিযোগিতায় অশগ্রহণ করুন আর নিজের মেধা যাচাই করুন ----

1 / 20

1) 1. 1000 টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 10 টাকা হলে সুদের হার কত?

2 / 20

2) 1.72 কিমি/ঘন্টা গতিবেগে গতিশীল 700 মিটার লম্বা একটি ট্রেন 1 মিনিটে একটি সেতুকে অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?

3 / 20

3) 3.একটি খালি পাত্রে 1020 লিটার তেল ঢালার পর পাত্রটি 15% খালি আছে। তবে পাত্রটি পূর্ণ করতে তেল ঢালতে হবে-

4 / 20

4) 4.এক ডিলার 540 টাকায় একটি রেডিও বিজি করে 100% ক্ষতির সম্মুখীন হল। কত টাকায় সেটি বিক্রি করলে তার 10% লাভ হত?

5 / 20

5) 5.কোনও পরীক্ষায় পরীক্ষার্থীদের ৪০% ইংরিজিতে ও 85% গণিতে পাশ করল। যদি উভয় বিষয়ে 73% পাশ করে থাকে, তবে উভয় বিষয়েই শতকরা কতজন ফেল করেছিল?

6 / 20

6) কোন আসল ৪ বছরে তিনগুণ হয়। কত বছরে তা 5 গুণ হবে?

7 / 20

7) একজন ব্যক্তি একটি জিনিস 25% লাভে বিক্রি করে। যদি তিনি জিনিসটি 20% কম দামে কিনত এবং 10.50 টাকা কম দামে বিক্রি করত তার 30% লাভ হত। জিনিসটির ক্রয়মূল্য কত?

8 / 20

8) যদি A: B = 2:3, B:C2: 4 C:D = 2:5 হয় তাহলে A: D=?

9 / 20

9) অনুপের মাইনে বরুনের থেকে 30% বেশি। তাহলে বরুনের মাইনে অনুপের থেকে শতকরা কত কম?

10 / 20

10)

কোনো একটি নির্দিষ্ট সরল সুদের হারে 800 টাকা 3 বছরে 920 টাকায় পরিণত হবে। যদি সুদের হার 4% বাড়ানো হত, 3 বছর পর মোট কত টাকা পাওয়া যাবে?

11 / 20

11) কোনো বিশ্রাম ছাড়াই সুমিতা ঘণ্টায় 12 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রামসহ ঘণ্টায় 8 কিমি গড় গতিবেগে গেলে, সুমিতা ঘণ্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়?

12 / 20

12) স্রোতের গতিবেগ 4 কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলের গতিবেগ 7 কিমি/ঘন্টা হলে অনুকূলে গতিবেগ কত?

13 / 20

13) কোন সংখ্যাকে ৮% বাড়ালে এবং তাকে ৩% কমালে যে দুটি সংখ্যা হয় তাদের অন্তর ৪০৭ হলে মূল সংখ্যাটি কত?

14 / 20

14) ঘড়িতে 9:30 সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত কোণ হবে?

15 / 20

15) প্রদত্ত শ্রেণীতে একটি সংখ্যা লুপ্ত আছে বিকল্পগুলি থেকে লুপ্ত সংখ্যা খুঁজে বের করে শ্রেণীটি সম্পূর্ণ কর।

43:57:: 111:?

16 / 20

16) জল ও দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে। আর কত লিটার জল মেশাতে হবে যাতে জলের পরিমাণ 20% হয়?

17 / 20

17) যদি 3 জন পুরুষ বা 7 জন স্ত্রীলোক একটি কাজ 64 দিনে করতে পারে, তবে কত দিনে 7 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক এই কাজের দ্বিগুণ কাজ করতে পারবে?

18 / 20

18) বার্ষিক 8% হারে কত টাকা 5 বছরে সুদে-মূলে 840 টাকা হবে?

19 / 20

19) কোনো মূলধন থেকে 5 বছরে 520 টাকা এবং 7 বছরে 568 টাকা সবৃদ্ধি হল। মূলধন কত?

20 / 20

20) কিছু পরিমাণ খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে?

Your score is

The average score is 23%

0%

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk