📄 প্রিয় ছাত্রছাত্রী আমাদের এই পোস্ট এর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হল।
যেটা সর্ব ভারতীয় যে কোনো পরীক্ষার জন্য অপরিহার্য উপাদান।
তাই দেরি না করে তাড়াতাড়ি পড়াশুনা শুরু করুণ।
🌍আমরা পরের পোস্টে মুঘল সাম্রাজ্যের ইতিহাস এর MCQ টেষ্ট এর আয়োজন করেছি যেটা এইটা পড়ার পর শুরু করলে আপনাদের পড়াশোনার মান বুঝতে পারবেন।(How was the Mughal Empire established in India?)
How was the Mughal Empire established in India?
ভারতবর্ষে জহিরউদ্দিন মহম্মদ বাবর কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ মোঘল বা মুঘল বংশ নামে পরিচিত।
মোঘল শব্দটির উৎপত্তি:- মোঙ্গ শব্দ থেকে মঙ্গল শব্দটি, মঙ্গল থেকে মোঘল ও মোঘল থেকে মুঘল শব্দটির উৎপত্তি।
জহির উদ্দিন মহম্মদ বাবর (১৫২৬-১৫৩০খ্রী):-
⛰️পরিচিতি- মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
⛰️পুরো নাম- জহির উদ্দিন মহম্মদ বাবর।
⛰️ বাবার নাম- ওমর শেখ মির্জা।
⛰️মাতার নাম- কুতলুগ নিগর খানুম।
⛰️বাবর শব্দের অর্থ সিংহ (তুর্কি ভাষা অনুযায়ী)/বাঘ
⛰️জন্ম -১৪৮৩ এর ৬ই ডিসেম্বর মধ্য এশিয়ার ফারগানা নামক একটি রাজ্যে।
⛰️পিতার দিক থেকে বাবর তুর্কিবীর তৈমুর লঙ-র বংশধর ও মাতার দিক থেকে বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খাঁ এর বংশধর।
বিঃদ্রঃ- চেঙ্গিস খাঁ এর আসল নাম তেমুচিন। চিঙ্গিস শব্দের অর্থ অসীম শক্তিধর।
⛰️বাবরের আত্মজীবনি- ‘তুজুক-ই-বাবরী’ অথবা ‘বাবর জাহান্দার শাহ নামা’ (বইটি চাখতাই তুর্কি ভাষায় লেখা)
বিঃদ্রঃ- বাবরনামা বইটি পার্সি ভাষায় অনুবাদ করেন আব্দুল রহিম খান ই খানান’।
•ফার্সি ভাষায় অনুবাদ করেন ‘পায়াম খা’ ।
•ইংরাজীতে অনুবাদ করেন- ‘মাদাম বেভারিজ’
⛰️ উপাধি- ১) বাদশাহ গাজি / গাজি বাদশাহ, ২)কালান্দা
⛰️ ১৪৯৪ খ্রীঃ জুলাই মাসে পিতার মৃত্যু হলে মাত্র ১২ বছর বয়সে তিনি ফারগান রাজ্যের সিংহাসনে বসেন।
এবং অচিরেই তাঁর ভাগ্য বিপর্যয় ঘটে ও ১৪৯৭ খ্রীঃ এক ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নিজ রাজ্য থেকে বিতাড়িত হন।
দীর্ঘদিন কয়েকজন অনুচরের সাথে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে ঘুরতে ১৫০৪ খ্রী: আভ্যন্তরীন অরাজকতার সুযোগ নিয়ে তিনি কাবুল দখল করে নেন।
এরপর তিনি পিতৃরাজ্য উদ্ধারের চেষ্টা করেন ও ব্যর্থ হন ও পরবর্তী হিন্দুস্থানের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। এই সময় দিল্লীর শেষ সুলতান ইব্রাহিম লোদী।
পাঞ্জাবের সুবেদার দৌলত খাঁ লোদী (ইব্রাহিম লোদীর ভাই) ইব্রাহিম লোদীর কাকা আলম খাঁ লোদী, মেবারের রাজপুত রাজা সংগ্রাম সিংহ বাবরকে দিল্লী আক্রমনের জন্য আহ্বান জানান।
এই আমন্ত্রনে সাড়া দিয়ে ১৫২৪ সালে বাবর পাঞ্জাবে এসে উপস্থিত হলে বাবরের রাজ্যজয়ের পরিকল্পনা আমন্ত্রনকারীদের মনপুত হয়নি। তাই তারা অস্ত্রধারন করলে বাবর ফিরে যেতে বাধ্য হন।
® প্রথম পানিপথের যুদ্ধ ২১শে এপ্রিল ১৫২৬®
⛰️ এই যুদ্ধে দিল্লীর সুলতান ইব্রাহিম লোদী বাবরের কাছে পরাজিত হন। বাবর কামান, বন্দুক ও ১২০০০ সৈন্য নিয়ে ইব্রাহিম লোদীর ১০০০ হস্তিবাহিনী ও ১ লক্ষ সৈন্যকে পরাজিতকরেন।
⛰️প্রথম পানিপথের যুদ্ধেই প্রথম কামান ও বারুদ ব্যবহৃত হয়।
🧠বাবরের যুদ্ধ পদ্ধতি:-
⛰️তুলঘুমা-গোলন্দাজ বাহিনীরসাথে ক্ষিপ্রগতিসম্পন্ন অশ্বরোহী বাহিনীর যুগ্ম আক্রমন হল তুলঘুমা পদ্ধতি ।
⛰️রুমি- একটি উঁচু ঢিপির ওপর কামান রেখে তার চারদিকে গরুর গাড়ি, ঠেলা গাড়ি সারিবদ্ধভাবে রেখে একটি কৃত্রিম প্রাচীর তৈরী করা।
🧠ফলাফল:-
How was the Mughal Empire established in India?
যুদ্ধে ইব্রাহিম লোদী পরাজিত ও নিহত হন। উল্লেখ্য ইব্রাহিম লোদী ই হলেন দিল্লীর একমাত্র সুলতান যিনি যুদ্ধ ক্ষেত্রে প্রাণ দেন।
এই যুদ্ধে জয়লাভ করার পর বাবর দিল্লী ও আগ্রা দখল করে নেন। নিজেকে দিল্লীর বাদশা বলে ঘোষনা করেন।
এবং মসজিদে নিজের নামে ‘থুত্বাৎ পাঠ করান।
⛰️ খানুয়ার যুদ্ধ (১৫২৭খ্রী ১৭ই মার্চ)-এই যুদ্ধে বাবর রানা সংগ্রাম সিংহ (মেবারের রাজা) কে পরাজিত করেন।
⛰️চান্দেরীর যুদ্ধ ( ৭ই মে ১৫২৮খ্রী) – এই যুদ্ধে বাবর রাজপুতানার মেদিনী রাও কে পরাস্ত করে ‘চান্দেরীর দুর্গ” (গোয়ালিয়র) দখল করে নেন।
⛰️গোগরা/ঘর্ঘরার যুদ্ধ (৬ই মে ১৫২৯ খ্রী)-এই যুদ্ধে বাবর মহম্মদ লোদীর নেতৃত্বাধীন সম্মিলিত আফগান জোটকে পরাস্ত করেন।
⛰️বাবরের মৃত্যুঃ- বাবর তাঁর জীবন দশায় এই ইচ্ছে ব্যক্ত করেছিলেন যে তাঁর মৃত্যুর পর তাঁর মৃতদেহ যেন কাবুলে সমাহিত করা হয় আমায় আরামবাগে পরে তাঁর সমাধি কাবুলে সমাহিত করা হয়।
হুমায়ুন (১৫৩০-১৫৪০, ১৫৫৫-১৫৫৬ খ্রী🙂
How was the Mughal Empire established in India?
⛰️হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান।
⛰️পরিচিতি:- পিতা- জহির উদ্দিন মহম্মদ বাবর
⛰️মাতা- মহম সুলতানা
⛰️ভাতৃত্রয়- কামরান, হিন্দল, অস্কারি
⛰️বোন -গুলবদন বেগম
⛰️জন্ম- ১৫০৮ খ্রী:
বিঃদ্রঃ- সমকালীন মানদন্ডের বিচারে হুমায়ুন ছিলেন যথেষ্ট শিক্ষিত। তুর্কি, আরবি ও ফার্সি ভাষা ছাড়াও গণিত, দর্শন, জ্যোতিবিদ্যা ও জ্যোতিষশাস্ত্রে তাঁর যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। সৎ, সজ্জন, উদার, বন্ধু বৎসল ও ভদ্র মানুষ হলেও বাবরের চরিত্রের দৃঢ়তা তাঁর মধ্যে ছিল না।
তিনি ছিলেন বিলাসী ও আমোদ প্রিয়। এক নাগারে কাজ তিনি করতে পারতেন না-আমোদ প্রমোদ-এ মেতে থাকতেই ভালোবাসতেন।
⛰️জীবনি:- হুমায়ন নামা (পার্সি ভাষায়)। এটি রচনা করেন বারবের কন্যা গুলবদন বেগম।
⛰️সিংহাসন আরোহন:
১৫৩০ খ্রী: বাবরের মৃত্যুর হুমায়ূন সিংহাসনে বসেন। পিতা বাবরের ইচ্ছা অনুসারে হুমায়ুন তাঁরা তিন ভ্রাতা কামরান, অন্ধারি ও হিন্দল এর প্রতি বদান্যতা দেখিয়ে তাদের সম্রাজ্যের তিন অংশের শাসনকর্তা নিযুক্ত করেন।
কামরানকে কাবুল ও কান্দাহার, অঙ্কারিকে দল ও হিন্দলকে মেওয়াট এর শাসনকর্তা নিযুক্ত করে তিনি কার্যত সাম্রাজ্যকে ভ্রাতাদের মধ্যে ভাগ করে ফেলেন। তিন ভাই স্বাধীন ভাবে চলতে থাকেন ও হুমায়ুনের জীবন অতিষ্ট করে তোলেন।
How was the Mughal Empire established in India?
⛰️চৌসারের যুদ্ধ:- ১৫৩৯ খ্রী: এই যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন। এই যুদ্ধে হুমায়ুন অল্পের জন্যপ্রাণে বেঁচে যান।
⛰️কনৌজ/বিশ্বগ্রামের যুদ্ধ (১৫৪০):- এই যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে চূড়ান্ত ভাবে পরাজিত করেন। এরপর তিনিদীর্ঘ ১৫ বছর আত্মগোপন করে থাকেন।
⛰️আত্মগোপন:- ১৫৪০-১৫৫৫ খ্রীঃ এই সময় অমরকোট এর রাজপুত রাজা ‘বীরসালের কাছে আশ্রয় গ্রহন করেন। এই সময় এখানে চরম দারিদ্র ও দুর্যোগে পত্নী ‘হামিদা বানুর গর্ভে হুমায়ুনের বিশ্ববিখ্যাত পুত্র আকবর জন্মগ্রহন করেন (১৫ই অক্টোবর, ১৫৪২)। এরপর তিনি পারস্যের সম্রাট শাহ তহমাম্ এর কাছে আশ্রয় গ্রহন করেন।
⛰️দিল্লী পুনঃদখল:- ১৫৪৫ খ্রী: দিল্লীর আফগান শাসক শেরশাহের মৃত্যু ঘটে।
১৫৪৫ খ্রী: থেকে ১৫৫৩ খ্রী: পর্যন্ত শেরশাহের পুত্র ইসলাম শাহ দিল্লীর সিংহাসন অলঙ্কিতকরেন।
১৫৪৩ খ্রী: ইসলাম শাহের মৃত্যুর পর দিল্লীর সিংহাসনে বসেন অত্যন্ত অযোগ্য ও আমোদ প্রিয় চরিত্রের মহম্মদ আদিল শাহ’ আদিল শাহ সিংহাসনে বসলে সিংহাসনের অপর দুই দাবিদার ইব্রাহিম শাহ ও সিকান্দার শাহ আদিল শাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে ও শেষ মেষ সিংহাসনে বসে সিকান্দার শাহ সুরী-৪।
১৫৫৫ তে হুমায়ুন দিল্লীতে প্রত্যাবর্তন করেন এবং সিকান্দার সুরকে পরাজিত করে আগ্রা ও দিল্লী পুনঃরুদ্ধার করেন। এই কাজে তাঁকে সাহায্য করেন তাঁর ঘনিষ্ঠ ও অনুগত অনুচর ‘বৈরাম খা’।
⛰️মৃত্যু: – ১৫৫৬ খ্রী: দিল্লীতে নিজের আধিপত্য কায়েম করার ১০মাস পরে হুমায়ুন দিল্লী দুর্গের (বর্তমানে পুরানা কেল্লা) পাঠাগার (নাম- শের মন্ডল) এ এর সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান।
🧠বিঃদ্রঃ-দিল্লীতে পুরানা কেল্লা নির্মান করেন শেরশাহ।
⛰️হুমায়ুনের সমাধি আছে দিল্লীতে।
READ MORE WBPSC officialwebsite clickHere