Narendrapur ramkrishna mission

উঃ। স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাব্দের ১লা মে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

উঃ। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় বেলুড় মঠ।

উঃ। স্বামী বিবেকানন্দ ১৮৯৮ খ্রিস্টাব্দের ৯ই ডিসেম্বর বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন।

উঃ। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীকটি রচনা করেন।

উঃ। সাপটি হল যোগের প্রতীক, পদ্ম হল প্রেমের প্রতীক, সূর্য হল জ্ঞানের প্রতীক, তরঙ্গায়িত জল কর্মের প্রতীক, সকলের মাঝে হাঁসটি হল মানব আত্মার প্রতীক।

উঃ। রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য হল শিক্ষার ব্যবস্থা করা, ছেলেদের চরিত্র গঠন করা, ধর্মের প্রচার করা, সব ধর্মের লোকদের সাহায্য করা, রোগীর সেবা করা।

উঃ। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির উদ্বোধন হয়-১৯৩৮ খ্রিস্টাব্দের ১৪ই জানুয়ারি।

উঃ। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির উদ্বোধন করেন তৎকালীন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ।

উঃ। বেলুড়ের রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্বামী শিবানন্দজি মহারাজ।

উঃ। রামকৃষ্ণ মন্দিরের নক্শা তৈরি করেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ।

Narendrapur ramkrishna mission gk :—

উঃ। বেলুড়ের রামকৃষ্ণ মন্দির তৈরি করতে চার বছর সময় লেগেছিল।

উঃ। রামকৃষ্ণ মন্দিরের শ্রীরামকৃন্মের মূর্তিটি তৈরি করেন ভাস্কর গোপেশ্বর পাল।

উঃ। মন্দিরের গায়ে ‘নবগ্রহের মূর্তিগুলি অঙ্কন করেন শিল্পী নন্দলাল বসু।

উঃ। ১৮৯৭ খ্রিস্টাব্দে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ কয়েকটি অনাথ বালককে নিয়ে মুরশিদাবাদ জেলার মহুলা গ্রামে প্রথম অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন। পরে ইহা সারগাছিতে স্থানান্তরিত হয়।

উঃ। ১৯৫১ খ্রিস্টাব্দের ১১ই মে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ মন্দিরটি স্থাপিত হয়।

Walnut A Competitive And Entrance Examination Cracker Institution Narendrapur ramkrishna mission

উঃ। রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখাকেন্দ্র ভারতে ৯৯টি এবং বহির্ভারতে ৩১টি।

উঃ। ভারতের পশ্চিমবঙ্গে ৩৩টি এবং বহির্ভারতে আমেরিকায় ১২টি কেন্দ্র আছে।

উঃ। রামকৃষ্ণ মঠ ও মিশনের মোট শিক্ষাকেন্দ্র ১,৩৬৭টি।

উঃ। উদ্বোধন (কলকাতা), সমাজশিক্ষা (নরেন্দ্রপুর), বেদান্ত ফর ইষ্ট অ্যান্ড ওয়েষ্ট (লন্ডন),ইউনিভার্সাল গসপেল (জাপান), জীবন বিকাশ (মহারাষ্ট্র), বেদান্ত (ফ্রান্স) ইত্যাদি।

উঃ। রামকৃষ্ণ মঠ ও মিশনে স্বামী ব্রহ্মানন্দ (রাজা মহারাজ), স্বামী প্রেমানন্দ (বাবুরাম মহারাজ), স্বামী শিবানন্দ (তারক মহারাজ), স্বামী অভেদানন্দ (কালী মহারাজ) এবং স্বামী অদ্ভুতানন্দ (লাটু মহারাজ) নামে পরিচিত।

উঃ। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সম্মেলন বেলুড় মঠে ১৯২৬ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে হয়েছিল।

উঃ। ১৯৮০ খ্রিস্টাব্দের ২৩শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত রামকৃষ্ণ মঠ ওমিশনের দ্বিতীয় সম্মেলন হয়েছিল।

SSC MTS COACHING IN MURSHIDABAD SSC EXAM:–SSC-MTS,SSC-CHSL,SSC-CGL,SSC-CPO,SSC-GD
Narendrapur ramkrishna mission

উঃ। বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দির ছাড়া আছে শ্রীশ্রীমা সারদাদেবীর মন্দির, স্বামী বিবেকানন্দের মন্দির, স্বামী ব্রহ্মানন্দজির মন্দির, স্বামীজির শয়নকক্ষ, সমাধিপীঠ, শ্রীঠাকুরের পুরানো মন্দির, নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি, বেলুড় বিদ্যামন্দির, মিউজিয়াম প্রভৃতি।

উঃ। স্বামী ব্রহ্মানন্দ (১৯০১-১৯২২), স্বামী শিবানন্দ (১৯২২-১৯৩৪), স্বামী অখন্ডানন্দ’ (১৯৩৪-১৯৩৭), স্বামী বিজ্ঞানানন্দ (১৯৩৭-১৯৩৮), স্বামী শুদ্ধানন্দ (১৯৩৮), স্বামী বিরজানন্দ (১৯৩৮-১৯৫১), স্বামী শঙ্করানন্দ (১৯৫১-১৯৬২), স্বামী বিশুদ্ধানন্দ (১৯৬২)

উঃ। রামকৃষ্ণদেব স্বয়ং কাশীপুর উদ্যান বাটীতে সঙ্ঘের গোড়াপত্তন করেন।

উঃ। রামকৃষ্ণ দেবের গৃহশিষ্য গিরিশচন্দ্র ঘোষ ভক্ত ভৈরব বলে পরিচিত ছিলেন।

উঃ। আঁটপুরেই নরেন্দ্রনাথের নেতৃত্বে আটজন যুবক বাবুরাম মহারাজের (স্বামী প্রেমানন্দ) বাড়িতে সঙ্ঘবন্ধ হয়ে কাজ করার সঙ্কল্প গ্রহণ করেছিলেন। তাই আঁটপুর স্মরণীয় ও পবিত্র বলে পরিচিত।

উঃ। শ্রীশ্রীমা সারদাদেবী সঙ্ঘজননী হিসাবে পরিচিতা।

উঃ। ১৩টি হাসপাতাল ও ৫টি নার্সিং ট্রেনিং সেন্টার, ৭৩টি ডিস্পেনসারি, ২২টি ভ্রাম্যমাণ ডিস্পেনসারি আছে।

প্রথম সুযোগেই SSC GD ও INDIAN ARMY তে সফলতার সুযোগ ঠিকানা :–কান্দি, MURSHIDABAD Narendrapur ramkrishna mission

উঃ। ১২ই জানুয়ারি ১৯৮৫ খ্রিঃ ভারত সরকার জাতীয় যুবদিবস ঘোষণা করেন।

উঃ। আমেরিকাবাসী মেরী লুইস বার্ক (সিস্টার গার্গী) প্রথম এই পুরস্কার পান।”

উঃ। স্বামী বিবেকানন্দ ইন আমেরিকা, নিউ ডিস্কাভারিস্ এবং স্বামী বিবেকানন্দ হিজসেকেন্ড ভিজিট টু দ্য ওয়েস্ট।

উঃ। শঙ্করী প্রসাদ বসু, সুবোধ সেনগুপ্ত (পশ্চিমবঙ্গ), ই. পি. চেলিশেভ (পূর্বতন সোভিয়েতইউনিয়ন)।

উঃ। স্বামী সারদানন্দ প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। (১৮৯৮-১৯২৭) পর্যন্ত কার্যকাল।

উঃ। স্বামী স্মরণানন্দ বর্তমান সাধারণ সম্পাদক।

উঃ। স্বামী বীরেশ্বরানন্দজি প্রভু মহারাজ বলে পরিচিত ছিলেন।

উঃ। স্বামী গহনানন্দজি মহারাজ বর্তমান অধ্যক্ষ।

নরেন্দ্র পুর রামকৃষ্ণ মিশন — Click Here
Ramkrishna Vivekananda Mission — Click Here
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk