সংখ্যা ও সংখ্যা-পদ্ধতি( Number system):–
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0 এই দশটি চিহ্নকে অঙ্ক বলে। যাবতীয় সংখ্যা এই দশটি অঙ্কের সাহায্যে লেখা হয়।গণিতের জন্ম হয়েছিল গণনা থেকে। গণনার ধারণা থেকেই প্রথম সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি প্রায় খ্রিস্টপূর্ব 2000 বছর আগে। অতি প্রাচীনকাল থেকেই ভারতীয় গণিতবিদগণ যাবতীয় সংখ্যা প্রকাশের প্রচলন করেছেন। একক, দশক, শতক ইত্যাদি ক্রমান্বয়ে দশ-দশ গুণ বড়ো বলে এই পদ্ধতিকেদশ গুণোত্তর পদ্ধতি বা দশভিত্তিক স্থানীয় পদ্ধতি (Decimal System of Notation) নামকরণ করা হয়। এখন বিভিন্ন দেখ্যা, যেমন- স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণসংখ্যা ইত্যাদি সম্পর্কে কিছু আলোচনা করব।
স্বাভাবিক সংখ্যা:–
1, 2, 3, 4, 5,… এই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে।
অখণ্ড সংখ্যা: —
সমস্ত স্বাভাবিক সংখ্যা এবং 0-কে একত্রে অখণ্ড সংখ্যা বলে।
অমূলদ সংখ্যা:–
যে-সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার অনুপাতরূপে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। উদাহরণ: √2. √3 ইত্যাদি।
পূর্ন সংখ্যা:–
শুন্য – সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাসমূহকে পূর্ণসংখ্যা বলে।…, -3, -2, -1, 0, 1, 2, 3, ….. প্রভৃতি হল পূর্ণসংখ্যা।
যুগ্ম বা জোড় সংখ্যা:–
যে-সমস্ত সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, তাদেরকে যুগ্ম বা জোড় সংখ্যা বলে। উদাহরণ: 0, 2, 4, 6, 8 ইত্যাদি।
অযুগ্ম বা বিজোড় সংখ্যা: —
যে-সমস্ত সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য নয়, তাদেরকে অযুগ্ম বা বিজোড়সংখ্যা বলে। উদাহরণ: 1, 3, 5, 7, 9 ইত্যাদি।
মৌলিক সংখ্যা:–
যে-সমস্ত সংখ্যার কেবলমাত্র 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে। উদাহরণ: 2, 3, 5, 7, 11, 13, 17 ইত্যাদি।
যৌগিক সংখ্যা:–
যে-সমস্ত সংখ্যার 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য এক বা একাধিক উৎপাদক বর্তমান, সেই সংখ্যাগুলিকে যৌগিক সংখ্যা বলে। উদাহরণ: 4, 6, 8, 9, 10 ইত্যাদি।
পরস্পর মৌলিক সংখ্যা:–
যদি দুটি সংখ্যার (মৌলিক অথবা যৌগিক) মধ্যে ‘1’ ছাড়া অপর কোনো সাধারণ গুণনীয়ক না-থাকে, তবে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। উদাহরণ: 4,9 ইত্যাদি।
মূলদ সংখ্যা:–
যে-সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার অনুপাতরূপে প্রকাশ করা যায় (যেখানে হর ≠ 0), সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। উদাহরণ: 2, 2/3 -4/5 ,0 ইত্যাদি।
WBPSC official website — Click Here |
লাভ ক্ষতি মক টেস্ট এর জন্য — ক্লিক করুন |
Math Mock Test দেওয়ার জন্য নিচে ক্লিক করুন |