Number system Mock Test|| সংখ্যা ও সংখ্যা-পদ্ধতি

সংখ্যা ও সংখ্যা-পদ্ধতি( Number system):–

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0 এই দশটি চিহ্নকে অঙ্ক বলে। যাবতীয় সংখ্যা এই দশটি অঙ্কের সাহায্যে লেখা হয়।গণিতের জন্ম হয়েছিল গণনা থেকে। গণনার ধারণা থেকেই প্রথম সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি প্রায় খ্রিস্টপূর্ব 2000 বছর আগে। অতি প্রাচীনকাল থেকেই ভারতীয় গণিতবিদগণ যাবতীয় সংখ্যা প্রকাশের প্রচলন করেছেন। একক, দশক, শতক ইত্যাদি ক্রমান্বয়ে দশ-দশ গুণ বড়ো বলে এই পদ্ধতিকেদশ গুণোত্তর পদ্ধতি বা দশভিত্তিক স্থানীয় পদ্ধতি (Decimal System of Notation) নামকরণ করা হয়। এখন বিভিন্ন দেখ্যা, যেমন- স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণসংখ্যা ইত্যাদি সম্পর্কে কিছু আলোচনা করব।

স্বাভাবিক সংখ্যা:–

1, 2, 3, 4, 5,… এই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে।

অখণ্ড সংখ্যা:

সমস্ত স্বাভাবিক সংখ্যা এবং 0-কে একত্রে অখণ্ড সংখ্যা বলে।

অমূলদ সংখ্যা:–

যে-সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার অনুপাতরূপে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। উদাহরণ: √2. √3 ইত্যাদি।

পূর্ন সংখ্যা:–

শুন্য – সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাসমূহকে পূর্ণসংখ্যা বলে।…, -3, -2, -1, 0, 1, 2, 3, ….. প্রভৃতি হল পূর্ণসংখ্যা।

যুগ্ম বা জোড় সংখ্যা:–

যে-সমস্ত সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, তাদেরকে যুগ্ম বা জোড় সংখ্যা বলে। উদাহরণ: 0, 2, 4, 6, 8 ইত্যাদি।

অযুগ্ম বা বিজোড় সংখ্যা:

যে-সমস্ত সংখ্যা 2 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য নয়, তাদেরকে অযুগ্ম বা বিজোড়সংখ্যা বলে। উদাহরণ: 1, 3, 5, 7, 9 ইত্যাদি।

মৌলিক সংখ্যা:–

যে-সমস্ত সংখ্যার কেবলমাত্র 1 এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে। উদাহরণ: 2, 3, 5, 7, 11, 13, 17 ইত্যাদি।

যৌগিক সংখ্যা:–

যে-সমস্ত সংখ্যার 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য এক বা একাধিক উৎপাদক বর্তমান, সেই সংখ্যাগুলিকে যৌগিক সংখ্যা বলে। উদাহরণ: 4, 6, 8, 9, 10 ইত্যাদি।

পরস্পর মৌলিক সংখ্যা:–

যদি দুটি সংখ্যার (মৌলিক অথবা যৌগিক) মধ্যে ‘1’ ছাড়া অপর কোনো সাধারণ গুণনীয়ক না-থাকে, তবে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। উদাহরণ: 4,9 ইত্যাদি।

মূলদ সংখ্যা:–

যে-সংখ্যাকে দুটি পূর্ণসংখ্যার অনুপাতরূপে প্রকাশ করা যায় (যেখানে হর ≠ 0), সেই সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। উদাহরণ: 2, 2/3 -4/5 ,0 ইত্যাদি।

WBPSC official website — Click Here
লাভ ক্ষতি মক টেস্ট এর জন্য — ক্লিক করুন
Math Mock Test দেওয়ার জন্য নিচে ক্লিক করুন
Number system Mock Test —

Agni Batch Mock Test

Math Mock Test Part-8 For Agni Batch 

1 / 20

1. এক ব্যক্তি তাহার টাকার 1/6 অংশ দিয়া পুস্তক কিনিল, অবশিষ্টের1/3 অংশ দিয়া কাপড় কিনিয়া বাকি 15 টাকা পোস্ট অফিসে জমা রাখিল। লোকটির প্রথমে কত টাকা ছিল?

2 / 20

2. 3 টাকা 75 পয়সার সহিত 4 টাকার কত ভগ্নাংশ যোগ করিলে 5 টাকা হয়?

3 / 20

3. 3/5 সমকোন = কত ডিগ্রি 

4 / 20

4. 1 মিটার কাপড়ের দাম 5.30 টাকা হলে 10 সেমি কাপড়ের দাম কত?

5 / 20

5. ঘন্টায় 45 কিমি বেগে 85 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সময়ে 65 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করবে কত সেকেন্ডে?

6 / 20

6. 4 জন লোক 4 দিনে 4 টি মাদুর তৈরি করে। 12 জন লোক 12 দিনে কয়টি মাদুর তৈরি করবে?

7 / 20

7. 30-এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত?

8 / 20

8. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। বাগানটির দৈর্ঘ্য 15 মিটার হলে, বাগানের ক্ষেত্রফল কত হবে?

9 / 20

9. একটি বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল 169 বর্গমিটার হলে, ঘরটির পরিসীমা কত?

10 / 20

10. 10 মি × 80 মি একটি আয়তাকার ভূখণ্ডের চারপাশে তিনবার তার লাগাতে হলে কতটা তারের দরকার?

11 / 20

11. কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গসেমি হলে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

12 / 20

12. 64 বর্গসেমি ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের সমান পরিসীমাবিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেমি হলে, প্রস্থ কত সেমি?

13 / 20

13. 2 সেমি বাহুবিশিষ্ট কতগুলি ঘনকের সাহায্যে 4 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনক তৈরি করা যাবে?

14 / 20

14. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 30 মিটার এবং এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7: 3 হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ মিটার ?

15 / 20

15. কোনো বর্গাকারে মাঠের পরিসীমা 40 মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ মিটার ?

16 / 20

16. কোনো আয়তাকার মাঠের ক্ষেত্রফল 1,053 বর্গমিটার। এর দৈর্ঘ্য 39 মিটার হলে, বেধ বা প্রস্থ কত মিটার ?

17 / 20

17. একটি ঘরের দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 7 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরটির ঘনফল কত ঘন মিটার ?

18 / 20

18. বর্গাকৃতি একটি বাগানের ক্ষেত্রফল 16,900 বর্গমিটার। এর পরিসীমা কত মিটার ?

19 / 20

19. একটি ঘরের দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 10 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত বর্গ মিটার ?

20 / 20

20. কোনো এক ব্যক্তি তার 16 মি দৈর্ঘ্য ও 9 মি প্রস্থবিশিষ্ট আয়তাকার জায়গার পরিবর্তে একটি বর্গাকৃতি জায়গা নিলে ওই বর্গাকৃতি জায়গার পরিসীমা কত হবে?

Your score is

The average score is 50%

0%

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk