Profit & Loss|| লাভ ও ক্ষতি chapter Mock Test part-1

এই মক টেষ্ট টি সর্ব ভারতীয় পরিক্ষা যেমন —WBCS,WB POLICE, MTS, CGL,Food Si,Rail police প্রত্যেক টা সরকারী ও বেসরকারী চাকরির পরিক্ষার জন্যে গুরুতুপূর্ন –(Profit & Loss|| লাভ ও ক্ষতি chapter Mock Test part-1)

full marks-20

Topis -profit and Loss

????সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে । যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে , 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে । হিসাব করে দেখি ঘড়িটির ক্রয়মূল্য কত ?

সমাধান: মনে করি, ঘড়িটির ক্রয়মূল্য = x টাকা

370 টাকা বিক্রয়মূল্য  হলে লাভ = (370 –x) টাকা

210 টাকা বিক্রয়মূল্য হলে ক্ষতি = (x – 210 ) টাকা

শর্তানুসারে ,

370 – x = x -210

Or, x +x = 370 + 210

বা, 2x = 580

বা, x = 290

উত্তর: ঘড়িটির ক্রয়মূল্য 290 টাকা ।

????বাসুদেব কাকু প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামতচাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি।

সমাধানঃ 150টি ডিমের ক্রয়মূল্য = (5 × 150) = 750 টাকা

বাদ হয়ে যাওয়া ডিমের সংখ্যা = 8 + 7 = 15 টি

∴ 15টি ডিমের ক্রয়মূল্য = 5 × 15 = 75 টাকা

15 টি ডিম নষ্ট হয়ে যাওয়ায় বাকি বিক্রয়যোগ্য ডিম = 150 − 15 = 135 টি

প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে 135 টি ডিমের বিক্রয়মূল্য হয় = 6 × 135 = 810 টাকা

∴ লাভ = 810 − 750 = 60 টাকা

লাভের শতকরা হার = মোট লাভ / ক্রয়মূল্য x 100=

=60/35×100 = 8%

বাসুদেব স্যার এর মোট শতকরা লাভ=8%

????আজকে তোমাদের সঙ্গে online Gk মকটেস্ট পর্ব-04 Mathematics profit and loss chapter এর Mock Test  শেয়ার করছি। আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে Start The Quiz এ ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও।(Profit & Loss|| লাভ ও ক্ষতি chapter Mock Test part-1)

Mock Testএ অংশগ্রহণ করার জন্য নিচের লিংকে যান এবং আপনার মেধা যাচাই করুন নিজেই ---

Math Quiz (profit and loss)

Mock Test দেবার জন্যে নীচের start Button ক্লিক করুন

1 / 20

1টি খাতার  ক্রয়মূল্য 30 টাকা ও বিক্রয়মূল্য  50 টাকা হলে লাভ কতো হবে ?

2 / 20

1টি বইয়ের দাম 150 টাকা। বইটি 200 টাকায় বিক্রি করলে শতকরা কতো লাভ হয়েছে ?

3 / 20

কোনো একটি শাড়ির ক্রয়মূল্য 500 টাকা ।শাড়িটি 10% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য কতো হবে ?

4 / 20

কোনো এক ব্যক্তি 20% লাভে একটি ছাতা 300 টাকায় বিক্রি করলে ছাতাটির ক্রয়মূল্য কতো ?

5 / 20

বিধানবাবু 25% ক্ষতিতে তার ঘড়িটি 1500 টাকায় বিক্রি করলে ঘড়িটির ক্রয়মূল্য কতো ছিল ?  

6 / 20

ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত  9:10 হলে শতকরা লাভ কতো ?

7 / 20

একটি বই 10 % ছাড় দিয়ে বিক্রি করায় বিক্রয়মূল্য হয় 450 টাকা । বইটির ধার্যমূল্য কতো ?

8 / 20

কোনো পণ্যের ক্রয়মূল্যের ওপর 20 % লাভ হলে,বিক্রয়মূল্যের ওপর লাভ কত ?

9 / 20

9.50 টি আম বিক্রি করে 52 টি আমের ক্রয়মূল্য পেলে শতকরা লাভ কত ?

10 / 20

একটি সাইকেলের ওপর পরপর 20 % ও 30 % ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে ?

11 / 20

কোনো একটি শাড়ির বিক্রয়মূল্যের ওপর 20 % লাভ হলে, ক্রয়মূল্যের ওপর লাভ কত ?

12 / 20

রাম 400 টাকায় একটি জামা বিক্রি করায় 20% ক্ষতি হলো । জমাটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হত ?

13 / 20

অশোক একটি গাড়ি 20 % ছাড় দিয়ে কিনল এবং সেই গাড়িটি আবার 20 % বেশি দামে বিক্রি করলে অশোকের শতকরা লাভ কতো ?

14 / 20

বিমল একটি  ছবি বিক্রি করে 10 % লাভ করে । যদি ছবিটি দ্বিগুণ দামে বিক্রি করে তবে তার লাভ কতো %হবে?

15 / 20

যদি 15টি ছাতার মূল্য 20 টি ছাতার বিক্রয়মূল্যের সমান,তাহলে ক্ষতির পরিমাণ কতো %?

16 / 20

একজন ফলবিক্রেতা 5 টি আপেল 10 টাকায় কিনে 15 টাকায় 6 টি বিক্রি করে তাহলে তার লাভ কতো ?

17 / 20

বিক্রি কমে যাওয়ার কারনে একটি জিনিসের দাম প্রথমে 20 % বৃদ্ধি পায় এবং পরে 25 % হ্রাস পায় । জিনিসটির মূল্যের শতকরা পরিবর্তন কত ?

18 / 20

ধার্যমূল্য ক্রয়মূল্যের চেয়ে 10 % বেশি । ধার্যমূল্যের ওপর 10 % ছাড় দেওয়া হলে –

19 / 20

পরপর দুইবার ক্রয়মূল্যের ওপর ছাড় দেওয়ার পর একটি দ্রবের মূল্য 150 টাকা থেকে 105 টাকায় দাড়ায় ।যদি দ্বিতীয় ছাড়ের পরিমাণ 12.5 % হয় তাহলে প্রথম ছাড়ের পরিমাণ কতো %হবে?

20 / 20

যদি ক্ষতির পরিমাণ বিক্রয়মূল্যের তিনভাগের একভাগ হয় তাহলে শতকরা ক্ষতি কতো হবে?

Your score is

The average score is 47%

0%

READ MORE
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

2 thoughts on “Profit & Loss|| লাভ ও ক্ষতি chapter Mock Test part-1”

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk