some basic concepts of chemistry class 11 notes MCQ Part -2 ||ক্লাস 11 রসায়ন শাস্ত্রের প্রাথমিক ধারণাসমূহ

some basic concepts of chemistry class 11 notes Or ক্লাস 11 রসায়ন শাস্ত্রের প্রাথমিক ধারণাসমূহ একটি গুরুত্বপুর্ন চ্যাপ্টার যেটা প্রায়ই বিভিন্ন পরীক্ষায় আসে যেমন Neet, WBJEE, JENPAS UG, CBSE , WB HSE… ইত্যাদি।

1)H₂X সংকেত বিশিষ্ট একটি যৌগের আণবিক ভর ৪0 g। একে একটি দ্রাবকে দ্রবীভূত করা হল যার ঘনত্ব 0.4 g ml-¹। ধরে নাও, দ্রবিভবনে কোনো আয়তন পরিবর্তন হয় না। 3.2 মোলার দ্রবণের মোলালিটি কত?

2)750 cm³ 0.6(M) মোর লবণের দ্রবণকে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হয়?

3)50 ml 0.2(N) HC1 কে 0 0.1 (N) NaOH দ্বারা টাইট্রেট করার সময়ে NaOH 50 ml যোগ করে থামিয়ে দেওয়া হল এবং অবশিস্ট মিশ্রণকে 0.5(N) KOH দ্বারা টাইট্রেশন করা হল। প্রয়োজনীয় KOH দ্রবণের আয়তন নির্ণয় করো?

4)50 ml 0.5 (M) ক্যালশিয়াম হাইড্রক্সাইড দ্রবণের মধ্য দিয়ে অতিরিক্ত CO₂ চালনা করা হল। সম্পূর্ণ বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রবণকে বাষ্পীভূত করা হল। কঠিন ক্যালশিয়াম কার্বনেটকে 0.1 (N) HCI দ্বারা প্রশমিত করতে কত আয়তন HCI প্রয়োজন?

5) প্রোপেন (C3H8) গ্যাসকে সম্পূর্ণরূপে দহন করতে 0°C ও 1 atm- চাপে কত আয়তন O2এর প্রয়োজন হয়?

6)C. Hও N দ্বারা গঠিত একটি গ্যাসীয় যৌগের 1 আয়তনের বায়ুতে দহনের ফলে 3 আয়তন CO2 , 4.5 আয়তন জলীয় বাষ্প ও 0.5 আয়তন N2 গ্যাস উৎপন্ন হয়। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। (একই উষ্ণতা চাপে সমস্ত আয়তনগুলি পরিমাপ করা হয়)।

7)Al-এর সঙ্গে H₂SO₄-এর বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম সালফেট ও H2 উৎপন্ন হয়। 5.40 g Al-এর সঙ্গে 50 ml 5(M) H₂SO₄-এর বিক্রিয়ায় 300K ও 1 atm চাপে কত আয়তন H₂ উৎপন্ন হয়? [Al-এর পারমাণবিক গুরুত্ব 27.1 g /mole ,R=0.082 atm L /mol/K]

8)একটি ধাতব অক্সাইডে 40% অক্সিজেন আছে। ধাতুটির তুল্যাঙ্কভার হল_____।

9)নিম্নোক্ত___মাধ্যমে Kmno4-এর তুল্যাঙ্কভার সর্বাধিক হবে।- A)অ্যাসিডিক, B)ক্ষারীয়, C)প্রশম, D)ক্ষারীয় ও প্রশম উভয়ই

10)হেবার পদ্ধতিতে 20 mol অ্যামোনিয়া প্রস্তুত করতে কত মোল হাইড্রোজেন প্রয়োজন?[2019]

(a) 10(b) 20(c) 30(d) 40

11)নীচের কোন ক্ষেত্রে জলের অণুর সংখ্যা সর্বাধিক?

(a) 1 atm এবং 27K-এ 0.00224 L , জলীয় বাষ্প(b) 0.18g জল(c) 18 ml. জল(d) 10^-3 মোল জল

মানুষের ব্যবহৃত প্রথম ধাতু লোহা।some basic concepts of chemistry class 11 notes

12)নিম্নের কোন রাশিটি উষ্ণতার ওপর নির্ভরশীল?

(A) মোলারিটি(b) মোল ভগ্নাংশ(c) শতকরা ভর(d) মোলালিটি

13)H₂ এবং O₂ যুক্ত একটি মিশ্রণে এদের অনুপাতটি হল 1:4 (W/W)। উত্ত গ্যাস দুটির মোলার অনুপাত নির্ণয় করো

(a) 16:1(b) 2:1 (c) 1:4 (d) 4:1

14)জলের অণুর সংখ্যা সর্বাধিক__

(a) 18 অণু H2O (b) 1.8g H2O (c)18 g H2O (D)18 mol H2O

15)1.00 m জলীয় দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশ__ (a) 0.177 (B)1.770 (c) 0.0354 (d) 0.0177

16)অ্যাভোগাড্রো সংখ্যা NA’ 6.022 × 10 ^ 23 মোল^ – 1 থেকে 6.022 × 10 ^ 20 এ পরিবর্তিত হলে নীচের যেটি পরিবর্তিত হবে___

(a) গ্রাম-ভরের সংজ্ঞা(b) 1 mol কার্বনের ভর(c) শমিত সমীকরণে রাসায়নিক পদার্থগুলির অনুপাত (d) একটি যৌগে মৌলগুলির পারস্পরিক অনুপাত

17)50 mL 16.9% AgNO3 দ্রবণের সঙ্গে 50 mL 5.8% NaCl দ্রবণ মেশালে উৎপন্ন অধঃক্ষিপ্তের ভর হবে ( Ag = 107.8 , N = 14 O = 16 Na = 23 Cl = 35.5 )

(a) 28 g(b) 3.5 g(c) 7 g(d) 14 g

18) 500 mL করে 2(N) HCl এবং 5(N) HCI দ্রবণ দুটি তোমাকে দেওয়া হল। শুধুমাত্র ওই দুটি দ্রবণ ব্যবহার করে সর্বাধিক____ আয়তন 3(M) HCI দ্রবণ তৈরি করা যাবে।

Ⓐ 250 ml, (B)500 mL,(C) 750 mL,(D) 1000 mL 1

19) 10 g 90% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে STP-তে উৎপন্ন CO2 এর আয়তন হবে____।

A) 22.4 L, B) 2.24 L, C)2.016 L, D)20.16 L

20)সোদক লবণ Na2CO3. nH2O কে উত্তপ্ত করলে ভরের 63% হ্রাস ঘটে এবং অনাদ্র লবণে পরিণতহয়। n-এর মান হল?

A) 4, B)6, C)8, D)10 2

some basic concepts of chemistry class 11 notes এই চ্যাপ্টার থেকে Neet পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসে??

21) 2.4 g ম্যাগনেশিয়ামের সঙ্গে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের STP-তে আয়তন ____× 10^-2 L ( ম্যাগনেশিয়ামের মোলার ভর = 24g /mol প্রদত্ত STP-তে গ্যাসের মোলার আয়তন22.4L)

A)224, B)112, C)448, D)504

22) STP-তে 1 L. একটি গ্যাসের ভর 1.16g হলে, সম্ভাব্য গ্যাসটি হল- A)O2 B)CH4 C)C2H2 D) CO

23)নরম পানীয়ের একটি 300 mL বোতলে 0.2 M CO2 দ্রবীভূত আছে। CO2 কে আদর্শ গ্যাস মনে করে দ্রবীভূত CO2 – এর আয়তন STP-তে হবে_____ mL (নিকটতম পূর্ণসংখ্যায়)

A) 1244, B) 1344, C)1530, D)1480

24) রক্তে গ্লুকোজের গাঢ়ত্ব 0.9g /L হলে, গ্লুকোজের মোলারিটি হবে। ?

A)5 M, B)50 M, C)0.005 M, D)0.5 M

25) নিম্নোক্ত কোনটি একক বিহীন?

A) মোলালিটি, Ⓑ মোলারিটি, C)মোল-ভগ্নাংশ, (D) শতকরা ভর।

26) 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের মোলারিটি হল __

A)55.56 (M), B)0.01 (M) C)1 (M), D) 0.01 (M)

27)100 mL লঘু HCI-এর সঙ্গে 1 g বিশুদ্ধ CaCO₃ সম্পূর্ণভাবে বিক্রিয়া করে। HCI অ্যাসিডের মাত্রা হল-

A) 0.2 (M), B) 4 (M), C) 2 (M), D) 0.4 (M)

28)500 (m) H2SO4 দ্রবণের (ঘনত্ব = 1.8g/mL) মোলারিটি হল- A)18 (M), B)36 (M), C)9 (M), D)4.5 (M)

29)40 g ক্যালশিয়াম কার্বনেট-এর সঙ্গে 48 g HCI-এর বিক্রিয়া ঘটানো হল। যদি 30% শক্তিমাত্রার অ্যাসিড ব্যবহৃত হয়, তবে অব্যবহৃত CaCO3 -এর পরিমাণ কত?

A)30 g. B)20 g. C)32 g. D)17 g

30)25° C তাপমাত্রায় বিশুদ্ধ জলের 1.33cm^3 – এর 10 মিলিয়ন ভাগের প্রতি ভাগে হাইড্রোজেন আয়নের পরিমাণ কত মিলিয়ন? A)6.023, B)8.01 C) 46 D)995

31)H3PO4 + KOH = KH2PO4 + H₂O প্রদত্ত বিক্রিয়াটিতে H₃PO₄ অ্যাসিডের তুল্যাঙ্কভার হবে-

A)98, B)64 C) 32.67, D)9.81

WALNUT Academy A competitive And Entrance Examination Cracker Institution some basic concepts of chemistry class 11 notes

32)একটি ধাতুর তুল্যাঙ্কভার 12 হলে, তার ধাতব অক্সাইডটির তুল্যাঙ্কভার হবে___

A) 28,B) 20, C) 30 D)24

33)একটি ধাতুর আপেক্ষিক তাপ 0.32 হলে ধাতুটির পারমাণবিক ভর হবে।

A)20, B)40, C)60, D)80

34)1×10 ^ 22 অণুসম্পন্ন Cuso4 . 5H₂O-এর ওজন হল__

A)42.42 g. B)41.42 g. C)14.41 g. D)4.143 g

35)STP-তে 3 g O3 এর আয়তন__

Ⓐ 1.4 L, B)2.8 L,C) 11.4 L, D) 3.2 L

36)300 K উয়তায় এবং 1 atm চাপে 15 ml. গ্যাসীয় হাইড্রোকার্বনকে দহন করতে 375 ml. বাতাস প্রয়োজন এবং এই বাতাসে আয়তনগতভাবে 20% অক্সিজেন বর্তমান। যদি দহনের পর হাইড্রোকার্বনটি 330 ml. আয়তন দখল করে তাহলে হাইড্রোকার্বনটির আণবিক সংকেত হল___

A) C3H8 B)CH4 C)C2H2 D)C3 H6

37)একটি গ্যাস মিশ্রণে অক্সিজেন ও নাইট্রোজেনের ভরের অনুপাত 1:4, তাদের অণুর সংখ্যার অনুপাত কত হবে?

(a) 3:16(b) 1:4(c) 7:32(d) 1:8

38)মিথাইল অ্যালকোহলের 5.2 মোলাল জলীয় দ্রবণে দিবাইল অ্যালকোহলের মোল ভগ্নাংশ ___

(a) 0.100(b) 0.086(c) 0.190(d) 0.050

39)ক্যাফিনে 28.9% N আছে। যদি ক্যাফিনের আণবিক ভর 194 হয়, তবে 1 অণু ক্যাফিনে কয়টি N পরমাণু উপস্থিত থাকবে?

A)3, B)4, C)5, D)6

40)এক ব্যক্তি 500 mL 9% গ্লুকোজের জলীয় দ্রবণ পান করলে ওই দ্রবণে উপস্থিত গ্লুকোজ অণুর সংখ্যা কত হবে [গ্লুকোজের আণবিক ভর 80]

A) 0.5 × 10 ^ 23 b)1.5× 10 ^ 23 c)1.0× 10 ^ 23 D)2 ×10 ^ 23

1)8 2)22.05gm K2cr2O7 3)10 ml KOH প্রয়োজন। 4) 500 ml 5) 5 লিটার 6)C3H9 N 7)300 K 8)12 9)D)ক্ষারীয় ও প্রশম উভয়ই 10)(c)30 11)(c) 18 ml. জল 12)(A) মোলারিটি 13)(d) 4:1 14)D 15)D 16)B 17)C 18)C) 750 mL 19) c)2.016 L 20)D 21)A 22)C)C2H2 23)1344 24) C)0.005 M 25)মোল-ভগ্নাংশ 26) (A)55.56 27)(A) 0.2 28)(A)18 29)A)20 g 30)(B)8.01 31)(a)98 32)(B) 20 33)(A)20 34)(D)4.143 g 35)Ⓐ 1.4 L 36)(A) C3H8 37)(c) 7:32 38)(b) 0.086 39)(B)4 40)(b)1.5× 10 ^ 23
some basic concepts of chemistry class 11 notes
CBSE BOARD Official Website– Click Here
some basic concepts of chemistry class 11 notes

some basic concepts of chemistry class 11 notes

some basic concepts of chemistry class 11 notes

Latest Government Job Notification– Apply Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!