একাদশ শ্রেনীর রসায়ন অধ্যায় 1 MCQ (মাল্টিপল চয়েস প্রশ্ন) ও উত্তর (MCQs) এর এই সেটটি “রসায়নের কিছু মৌলিক ধারণা” এর উপর ফোকাস করে। এই MCQগুলি সর্বশেষ CBSE পাঠ্যক্রম, Wbchse এবং NCERT পাঠ্যক্রমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট মূল্যবান সহায়তা প্রদান করে।
Some Basic Concepts Of Chemistry McQ NEET Part-1|| একাদশ শ্রেনীর রসায়ন এর কিছু মৌলিক ধারণা এর 2024 এর সেমিস্টার 1 এর গুরুত্বপুর্ন সাজেশন যা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত।
1) 1.80 ml জলে কত মোল অণু আছে নির্ণয় করো?
2)400 mg H2SO4 থেকে 2.0115×10^23 সংখ্যক অণু সরিয়ে নিলে কত মোল H₂SO4 অবশিষ্ট থাকবে?
3) 1 মিলি মোল অ্যামোনিয়ার ভর কত? এর মধ্যে অ্যামোনিয়ার কতগুলি অনু উপস্থিত?
4)STP যে 44.80 লি ওজোন গাসে কটি অক্সিজেন পরমাণু আছে?
5)একটি ধাতু (M)-র পারমাণবিক আয়তন 1.66 ×10^-23 cm³। ধাতুটির পারমানবিক গুরুত্ব নির্ণয় করো। (ধাতুর ঘনত্ব 2.70 g/cm³ )
6)এক ছাত্র তার মাকে O.50 ক্যারাট হীরার একটি আংটি উপহার দিল। সে তার মাকে কতগুলি কার্বন পরমাণু দিল?( 1 ক্যারেট=200 mg)
7)4°C তাপমাত্রায় 1.8 সিসি জলে কতগুলি জলের অনু আছে?
8) (a) 0.04 গ্রাম ওজনের 1 ফোঁটা জলে অণুর সংখ্যা কত? ওই পরিমাণ জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। (b) জলের ঘনত্ব 1 গ্রাম/মিলি হলে এক অণু জলের আয়তন কত? (c) 18 মিলি জলে ক-টি ইলেকট্রন আছে?
9)0.09 গ্রাম জলের মধ্যে কটি হাইড্রোজেন ও ক-টি অক্সিজেন পরমাণু আছে?
10)0.4 গ্রাম-পরমাণু অক্সিজেনের NTP-তে আয়তন কত?
11)STP-তে 100 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম-অণু ও কত গ্রাম অ্যামোনিয়া বর্তমান?
12) X গ্রাম একটি মৌল থেকে Y গ্রাম ক্লোরাইড পাওয়া যায়। মৌলটির ভুল্যাঙ্ক ভার কত?
13) 3.26 gm Zn, আসিডের সঙ্গে বিক্রিয়ায় 1.121 H₂ গ্যাস উৎপন্ন করলে জিঙ্কের আপেক্ষিক তুল্যাঙ্কভার নির্ণয় করো। 1
14)একটি কঠিন মৌলের আপেক্ষিক তুল্যাঙ্কভার 17.80 এবং এর আপেক্ষিক তাপ 0.1239 cal K^-1 g^-1, মৌলটির যোজ্যতা ও সঠিক আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে?
15)A ধাতুর ক্লোরাইডে 55.90% ক্লোরিন আছে। 1.0 g A গাড় 1.1340 g B ধাতুকে তার লবণ থেকে প্রতিস্থাপিত করে। A ও B-এর তুলাংক ভার নির্ণয় করো?
WBCHSE এর সিলেবাস ডাউনলোড করুন –Download Now |
16)ম্যাগনেশিয়ামের আপেক্ষিক তাপ 0.2620 , ম্যাগনেশিয়াম ক্লোরাইডে ম্যাগনেশিয়ামের শতকরা হার 25.50। ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর ,যোজ্যতা ও ম্যাগনেশিয়াম ক্লোরাইডের সংকেত নির্ণয় করো?
17)15 g একটি মৌল A, 30 g অপর একটি মৌল B-এর সঙ্গে সম্পূর্ণ রূপে বিক্রিয়া করে। যদি B-এর আপেক্ষিক তুল্যাঙ্কভার 60 হয়, তবে A-এর আপেক্ষিক তুল্যাঙ্কভার নির্ণয় করো?
18)একটি যৌগে 28% নাইট্রোজেন ও 72% ধাতু ওজন অনুপাতে যুক্ত আছে। যৌগে ধাতুর 3টি পরমাণু, 2টি নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত। ধাতুটির পারমাণবিক ভর নির্ণয় করো।
19)একটি জৈব যৌগ C, H ও Cl-এর সমন্বয়ে গঠিত। যৌগটিতে C ও CI-এর পরিমাণ যথাক্রমে 10.04% ও 89.12%। যৌগটির বাষ্প ঘনত্ব 59.75 হলে এর আণবিক সংকেত নির্ণয় করো।
20)2.05(M) একটি অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের ঘনত্ব 1.02 g/ml। দ্রবণটির মোলালিটি নির্ণয় করো
21)100 ml 0.5(N) H2SO4 দ্রবণে কত পরিমাণ জল যোগ করলে দ্রবণের গাঢ়ত্ব ডেসি নর্মাল হবে।
22)100 g ইউরিয়াকে 1000 g জলে দ্রবীভূত করে যে দ্রবণ পাওয়া যায় তার ঘনত্ব হয় 1.15 g/ml। দ্রবণের মোলারিটি, মোলালিটি ও নর্ম্যালিটি নির্ণয় করো। [ইউরিয়ার আণবিক গুরুত্ব 60]
23)100 ml 0.5(M) ইথানলের জলীয় দ্রবণ প্রস্তুত করতে কত আয়তন ইথানল যোগ করতে হবে? [ইথানলের ঘনত্ব 1.15 g/ml]
24)6.50 gm Pbo এর সঙ্গে 3.2 g HCl-এর বিক্রিয়ায় কত মোল Pbcl2 উৎপন্ন হবে? [Pb-র পারমাণবিক ভর 207.20]
25) 10 g H₂ এবং 64 g 02 একটি স্টিলের পাত্রে ভরা হল এবং মিশ্রণের বিস্ফোরণ ঘটানো হল। কত মোল জল উৎপন্ন হবে?
26) 1 g ম্যাগনেশিয়ামকে 0.56 g অক্সিজেনে একটি আবদ্ধ পাত্রে দহন করা হল। কোন বিক্রিয়কটি অবশিষ্ট থাকবে এবং কত পরিমাণে?
27)1.84 g CaCO3 Mgco3-র মিশ্রণকে উত্তপ্ত করা হল যতক্ষণ না পর্যন্ত ওজন অপরিবর্তিত থাকে। এই অপরিবর্তিত ওজন হল 0.96 গ্রাম। মিশ্রণের শতকরা সংযুতি নির্ণয় করো। [Ca ও Mg-র আপেক্ষিক পারমাণবিক ভর যথাক্রমে 40 ও 24]
28)25.40 g আয়োডিন এবং 14.20 g C12 পরস্পর বিক্রিয়া করে ICI ও ICl3-এর মিশ্রণ উৎপন্ন করে। উৎপন্ন মিশ্রণে ICI ও ICI3-র মোল সংখ্যার অনুপাত নির্ণয় করো। [CI ও I-এর পারমাণবিক ভর 35.50 ও 127]
29) 21.60 g বোরন ট্রাই ক্লোরাইডকে হাইড্রোজেন দ্বারা বিজারিত করতে 1 atm ও 273K-এ কত আয়তন হাইড্রোজেনের প্রয়োজন হবে? [B-এর পারমাণবিক গুরুত্ব 10.80 g]
Some Basic Concepts Of Chemistry McQ Answer key:-
1)0.1 মোল 2)0.44646×10^21 3)17 × 10^-3 g,6.0220×10^20 4)3.6132×10^24 5)26.99 6)5.0183 ×^-21 7) 6.023×10^22 8)(a)1.338 × 10^21 , 1.338× 10^21 (b) 2.99×10^-23 (c)6.023×10^-24 (9)6.023× 10^21,3.0115×10^21 (10)4.48 লিটার (11)4.464 গ্রাম-অণু অ্যামোনিয়া(12)35.50X/ Y-X (13)32.60 (14)53.40 (15)28,31.75 (16)24.42, যোজ্যতা 3,2 যৌগটির সংকেত A2B3 (17)30 (18)24 (19)CHCl3 (20)2.28 (21)400 ml (22)2.05, 2 , 2.05 (23)2 ml (24)0.0291 মোল (25)4মোল (26)Mg এর পরিমান 0.16 gm (27)45.65% (28) 1:1 (29)67.20 L |
Ramkrishna Mission ভর্তির বিজ্ঞপ্তি:- আরও জানুন |
1 thought on “Some Basic Concepts Of Chemistry McQ NEET Part-1 ||একাদশ শ্রেনীর রসায়নের কিছু মৌলিক ধারণা এমসিকিউ”