📄 প্রিয় ছাত্রছাত্রী —
নবম শ্রেণীপরিমাপ চ্যাপ্টার এর কিছু অংশ নোট পরে নিন ///Time and Measurement
🕳️সময় কাকে বলে?
🕳️ সময় পরিমাপ ও একক পরিমাপক ব্যবস্থা বলতে কী বোঝায়?এর প্রকারভেদগুলি কী কী ?
উত্তর] (i) সময় (Time) : যে পরিমাপযোগ্য বিষয়ের সাহায্যে মানুষ তার পারিপার্শ্বিক বা মহাবিশ্বে সংঘটিত পরিবর্তনগুলি পর্যবেক্ষণ এবং তা লিপিবদ্ধ করার কাজ করে, তাকেই সময় বলে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেওয়া সময়ের সংজ্ঞা : দুটি ঘটনা সংঘটিত হওয়ার মধ্যে যে রাশির পার্থক্য বা অন্তর থাকে, তাকেই সময় বলে। পরিমাপ ও একক||Time and Measurement also
(ii) সময় পরিমাপক ব্যবস্থা : যে যন্ত্র বা ব্যবস্থার সাহায্যে সময়ের পরিমাপ করা হয়, তাকেই সময় পরিমাপক ব্যবস্থা বা চেনা নামে ঘড়ি বলা হয়।
প্রকারভেদ : সময় পরিমাপক ব্যবস্থা দুইরকম।
প্রাচীন সময় পরিমাপক ব্যবস্থা : প্রাচীন মানুষ কোনো সহায়ক উপকরণ ছাড়া শুধুমাত্র পর্যবেক্ষণের সাহায্যেই যথেষ্ট উপযোগী সময় পরিমাপক ব্যবস্থা আবিষ্কার করেছিল। যেমন— বালিঘড়ি, সূর্যঘড়ি, জলঘড়ি ইত্যাদি।ও আধুনিক সময় পরিমাপক ব্যবস্থা : বিভিন্ন পর্যায়ে সময়পরিমাপক ধারণা বা ব্যবস্থাগুলি বিবর্তিত হয়ে আধুনিক সময় পরিমাপক যন্ত্র বা ঘড়ির চেহারা লাভ করেছে। যেমন— রিস্টওয়াচ, ডিজিট্যাল ঘড়ি, কোয়াটর্জ ঘড়ি ইত্যাদি।
পরিমাপ ও একক||Time and Measurement it is also important topics
বালিঘড়ি— Time and Measurement
আওয়ার গ্লাস নামে পরিচিত এই যন্ত্রটি দুটি গোলকাকৃতি কাচের বাল্ব বা কুণ্ড দ্বারা নির্মিত। কুণ্ড দুটি আবার একটি সরু কাচের নল হারা সংযুক্ত থাকে। উপরের কুন্ডটিতে বালি থাকে, এবং যার গতি এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যে, একটি নির্দিষ্ট সময় অবকাশে ওই বালির একটি নির্দিষ্ট পরিমাণ নীচের কুণ্ডে এসে পৌঁছোয়। সম্পূর্ণ বালি নীচের কুণ্ডে জমা হলে ঘড়িটিকে আবার উলটে দেওয়া হয় এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
Mock Test দেওয়ার পর সাথে সাথে নিজে রেজাল্ট পেয়ে যাবে এবং সঠিক ভুল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেখানে বিভিন্ন চাকরির পরিক্ষার সমস্ত বিষয়ের মক টেস্ট দেওয়া রয়েছে। নিচের লিঙ্ক থেকে ক্লিক করে সেই মক টেস্ট ফ্রিতে দেওয়া যাবে। আমরা আশা করছি এর ফলে অনেক ছাত্র-ছাত্রী উপকৃত হবে। পরিবেশ বিদ্যা ভৌত বিজ্ঞান MCQ । But start
ভূগোল কুইজ also
আজকে তোমাদের সঙ্গে অনলাইন জিকে মকটেস্ট পর্ব-১৭ পরিবেশ ও বিজ্ঞান এর Mock Test শেয়ার করছি। আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশে ও ভৌত বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে স্টার্ট বাটন ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও।পরিবেশ ও ভৌত বিজ্ঞান MCQ । It is also important topics of physical science
And
also