Time and Measurement||পরিমাপ ও একক নবম শ্রেণী

📄 প্রিয় ছাত্রছাত্রী —

Table of Contents

নবম শ্রেণীপরিমাপ চ্যাপ্টার এর কিছু অংশ নোট পরে নিন ///Time and Measurement

🕳️সময় কাকে বলে?

🕳️ সময় পরিমাপ ও একক পরিমাপক ব্যবস্থা বলতে কী বোঝায়?এর প্রকারভেদগুলি কী কী ?

উত্তর] (i) সময় (Time) : যে পরিমাপযোগ্য বিষয়ের সাহায্যে মানুষ তার পারিপার্শ্বিক বা মহাবিশ্বে সংঘটিত পরিবর্তনগুলি পর্যবেক্ষণ এবং তা লিপিবদ্ধ করার কাজ করে, তাকেই সময় বলে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেওয়া সময়ের সংজ্ঞা : দুটি ঘটনা সংঘটিত হওয়ার মধ্যে যে রাশির পার্থক্য বা অন্তর থাকে, তাকেই সময় বলে। পরিমাপ ও একক||Time and Measurement also

(ii) সময় পরিমাপক ব্যবস্থা : যে যন্ত্র বা ব্যবস্থার সাহায্যে সময়ের পরিমাপ করা হয়, তাকেই সময় পরিমাপক ব্যবস্থা বা চেনা নামে ঘড়ি বলা হয়।

প্রকারভেদ : সময় পরিমাপক ব্যবস্থা দুইরকম।

প্রাচীন সময় পরিমাপক ব্যবস্থা : প্রাচীন মানুষ কোনো সহায়ক উপকরণ ছাড়া শুধুমাত্র পর্যবেক্ষণের সাহায্যেই যথেষ্ট উপযোগী সময় পরিমাপক ব্যবস্থা আবিষ্কার করেছিল। যেমন— বালিঘড়ি, সূর্যঘড়ি, জলঘড়ি ইত্যাদি।ও আধুনিক সময় পরিমাপক ব্যবস্থা : বিভিন্ন পর্যায়ে সময়পরিমাপক ধারণা বা ব্যবস্থাগুলি বিবর্তিত হয়ে আধুনিক সময় পরিমাপক যন্ত্র বা ঘড়ির চেহারা লাভ করেছে। যেমন— রিস্টওয়াচ, ডিজিট্যাল ঘড়ি, কোয়াটর্জ ঘড়ি ইত্যাদি।

পরিমাপ ও একক||Time and Measurement it is also important topics

পরিমাপ ও একক||Time and Measurement
পরিমাপ ও একক||Time and Measurement

বালিঘড়ি— Time and Measurement

আওয়ার গ্লাস নামে পরিচিত এই যন্ত্রটি দুটি গোলকাকৃতি কাচের বাল্‌ব বা কুণ্ড দ্বারা নির্মিত। কুণ্ড দুটি আবার একটি সরু কাচের নল হারা সংযুক্ত থাকে। উপরের কুন্ডটিতে বালি থাকে, এবং যার গতি এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যে, একটি নির্দিষ্ট সময় অবকাশে ওই বালির একটি নির্দিষ্ট পরিমাণ নীচের কুণ্ডে এসে পৌঁছোয়। সম্পূর্ণ বালি নীচের কুণ্ডে জমা হলে ঘড়িটিকে আবার উলটে দেওয়া হয় এবং একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

Mock Test দেওয়ার পর সাথে সাথে নিজে রেজাল্ট পেয়ে যাবে এবং সঠিক ভুল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেখানে বিভিন্ন চাকরির পরিক্ষার সমস্ত বিষয়ের মক টেস্ট দেওয়া রয়েছে। নিচের লিঙ্ক থেকে ক্লিক করে সেই মক টেস্ট ফ্রিতে দেওয়া যাবে। আমরা আশা করছি এর ফলে অনেক ছাত্র-ছাত্রী উপকৃত হবে। পরিবেশ বিদ্যা ভৌত বিজ্ঞান MCQ । But start

ভূগোল কুইজ also

আজকে তোমাদের সঙ্গে অনলাইন জিকে মকটেস্ট পর্ব-১৭ পরিবেশ ও বিজ্ঞান এর Mock Test শেয়ার করছি। আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশে ও ভৌত বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে স্টার্ট বাটন ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও।পরিবেশ ও ভৌত বিজ্ঞান MCQ । It is also important topics of physical science

And

also

FM-20 টপিক – পরিমাপ এর পদ্ধতি

পরিমাপের পদ্ধতি MCQ

1 / 20

1) এক পাউন্ড =.... gm ?

2 / 20

2) পারসেক হল কিসের একক ?

3 / 20

3) তিনটি মূল একক দ্বারা গঠিত লব্ধ একক এর উদাহরণ হল ?

4 / 20

4) আলোক দীপ্তির একক হল?

5 / 20

5) স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক ?

6 / 20

6) পারদের আপেক্ষিক গুরুত্ব কত ?

7 / 20

7) 1 গড় সৌরদিন =...sec

8 / 20

8) স্টপ ওয়াচ এ কয়টি কাটা থাকে ?

9 / 20

9) সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর কোনটা মাপা হয়?

10 / 20

10) অনু, পরমাণুর ভার মাপার জন্য কি একক ব্যবহার করা হয় 

11 / 20

11) উপগ্রহ উৎক্ষেপনকালে কোন ঘড়ির সাহায্যে নির্ভুল ভাবে সময় পরিমাপ করা হয় ?

12 / 20

12) SI তে কোনো পদার্থের ঘনত্ব = cgs পদ্ধতিতে ওই পদার্থের ঘনত্ব x _____________ কিলোগ্রাম/ঘনমিটার

13 / 20

13) সোনা বা হীরের ভার মাপার জন্য কি একক ব্যবহার করা হয়

14 / 20

14) একটি মাত্রাহীন ভৌত রাশি হলো –

15 / 20

15) ফ্রিকোয়েন্সির SI ইউনিট কি ?

16 / 20

16) মোট কতগুলি SI একক আছে ?

17 / 20

17) SI পদ্ধতিতে সময়ের একক কি ?

18 / 20

18) স্কেলার রাশিটি চিহ্নিত করাে—

19 / 20

19) যে রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয়েরই প্রয়ােজন তাকে বলে—

20 / 20

20) দৌড় প্রতিযােগিতায় ব্যবহৃত হয়—

Your score is

The average score is 75%

0%

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!