WBCS GEOGRAPHY MOCK TEST

Online Mock Test এ অংশগ্রহণ করুণ আর নিজের অবস্থান যাচাই করুণ

আজকে তোমাদের সঙ্গে online Gk মকটেস্ট পর্ব-03 Geography এর Mock Test  শেয়ার করছি। আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে Start The Quiz এ ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও।

নিউটনের গতিসূত্র থেকে আমরা জানি যে, বাইরে হইতে কোনো বল প্রযুক্ত না হলে, গতিশীল বস্তু সরলরেখায় সমবেগে গতিশীল থাকবে।

বস্তুকণা যখন বৃত্তপথে ঘোরে, তখন তার উপরে ক্রিয়ারত ব্যাসার্ধমুখী বলের উদাহরণও প্রায়ই আমরা দেখতে পাই। যখন সুতোয় বাঁধা কোনো পাথরখণ্ডকে সুতো ধরে ঘোরানো হয়, তখন সর্বদা আঙুল দিয়ে সুতো মাধ্যমে বস্তুর উপরে বৃত্তের কেন্দ্রাভিমুখী বল প্রয়োগ করতে হয়।

সুতো ছিঁড়ে গেলে ওই বল আর ক্রিয়া করে না; তখন পাথর খন্ড আরো বৃত্তপথে না ঘুরে সরলরেখা বরাবর চলে যায়।

সুতরাং, বস্তু যখন বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, তখন প্রতি মুহূর্তে তার সরলরেখায় গতিশীল হবার প্রবণতাকে প্রতিরোধ করে বৃত্তাকার পথে ঘোরাবার জন্য বস্তুর ওপর একটি বল ক্রিয়া করবে। যেহেতু, সমবৃত্তগতিতে পরিভ্রমণকালে বস্তুর ত্বরণ সর্বদা

WBCS GEOGRAPHY MOCK TEST

অতএব, তার উপরে ক্রিয়াশীল বলও কেন্দ্রাভিমুখী হবে-অর্থাৎ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করবে।

সমবৃত্ত গতিসম্পন্ন বস্তুর ওপর ক্রিয়াশীল এই কেন্দ্রাভিমুখী বলকে অভিকেন্দ্র বল বলা হয়। এটি বস্তুর ভর ও অভিকেন্দ্র ত্বরণের গুণফলের সমান।

WBCS GEOGRAPHY MOCK TEST

বস্তুকণা যখন বৃত্তপথে ঘোরে, তখন তার উপরে ক্রিয়ারত ব্যাসার্ধমুখী বলের উদাহরণও প্রায়ই আমরা দেখতে পাই।

যখন সুতোয় বাঁধা কোনো পাথর খণ্ডকে সুতো ধরে ঘোরানো হয়, তখন সর্বদা আঙুল দিয়ে সুতো মাধ্যমে বস্তুর উপরে বৃত্তের কেন্দ্রাভিমুখী বল প্রয়োগ করতে হয়।

সুতো ছিঁড়ে গেলে ওই বল আর ক্রিয়া করে না; তখন পাথরখণ্ডও আরো বৃত্তপথে না ঘুরে সরলরেখা বরাবর চলে যায়।

ভরের বস্তুকণা। ব্যাসার্ধের বৃত্তপথে দ্রুতি নিয়ে পরিভ্রমণকরলে, এর অভিকেন্দ্র বল

Topic -Geography

F.M-20

Mock Test এ অংশগ্রহণ করুণ আর নিজের মেধা নিজেই যাচাই করুন

Best of luck 🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞

/20

Geography Quiz

Geography quiz helps us to increase our knowledge

1 / 20

যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত, সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশী ?

2 / 20

নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন্ রাজ্যে অবস্থিত ?

3 / 20

রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় ?

4 / 20

 

নীচের কোনটিকে চন্দ্রগ্রহণের কারণ বলা যেতে পারে ? 

5 / 20

ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত ?

6 / 20

 

ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশী লিগনাইট পাওয়া যায় ?

7 / 20

ভারতে সরষে উৎপাদনে কোন্ রাজ্য প্রথম স্থান অধিকার করে ?

8 / 20

গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের কোন্ রাজ্যে অবস্থিত ?

9 / 20

মুম্বই এবং দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে ?

10 / 20

পৃথিবী থেকে কোনাে নক্ষত্রের দূরত্বের একক কি ? 

11 / 20

ইয়াক ’ প্রাণী কোথায় দেখা যায় ?

12 / 20

কোন্ অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ?

13 / 20

National Geographical Research Institute কোথায় অবস্থিত ?

14 / 20

সিঙ্গালিলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন্ দেশ থেকে পৃথক করেছে?

15 / 20

গঙ্গার একটি ডানতীরের উপনদী হল-

16 / 20

ভারতে কোন বাঁধ বৃহত্তম ? 

17 / 20

নকরেক কোন্ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ?

18 / 20

ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত ?

19 / 20

ভারতে প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয় ?

20 / 20

গঙ্গার একটি ডানতীরের উপনদী হল-

Your score is

0%

Read more
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk