পশ্চিমবঙ্গ পুলিশ লেডি কনস্টেবল 2023-24 প্রশ্ন উত্তর || Wbp Lady Constable Previous Years Valuable Question Answer

1.বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কী?

উত্তর- ট্রপোস্ফিয়ার

2.মিজোরামের রাজধানীর নাম কী?

উত্তর- আইজল

3.দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়?

উত্তর- ব্রঙ্কাইটিস

4.সোমপ্রকাশ’ পত্রিকাটি কে সম্পাদনা করতেন?

উত্তর- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

5.নবাব ওয়াজিদ আলি শাহ কোন স্থানের নবাব ছিলেন?

উত্তর- আওধ

6.গীতগোবিন্দ’ কে রচনা করেন?

উত্তর- জয়দেব

7.স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন?

উত্তর- জাহাঙ্গীর

৪. সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মহম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন?

উত্তর- 24

9.সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়সসীমা কত বছর?

উত্তর- 65

10.C.G.S. পদ্ধতিতে তাপের একক কী?

উত্তর- ক্যালোরি

11.বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়?

উত্তর- হাইগ্রোমিটার

12. ‘সীমান্ত গান্ধী’ নামে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিলেন ?

উত্তর- খান আবদুল গফফর খান

13.কান্ডালা সমুদ্রবন্দরটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- গুজরাট

14.নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে?

উত্তর- কুশীনগর

15.এনার্জি কারেন্সি (energy currency) কাকে বলা হয়?

উত্তর- ATP

16.দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কী বলা হয়?

উত্তর- গ্রস্ত উপত্যকা

17.নীচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়?

উত্তর- মিউকাস

18.বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?

উত্তর- কৃষ্ণদেব রায়

19.সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে?

উত্তর- 352

20. রনথম্ভোর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- রাজস্থান

21.নীচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয়?

উত্তর- গ্লাইকোলাইসিস

22.ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ হল-

উত্তর- নাইক্রোম ধাতুর রোধ বেশি

23.নীচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে?

উত্তর- তিস্তা

24.সোনার রাসায়নিক চিহ্ন কী?

উত্তর- Au

25.কলোসিয়াম: রোমঃঃ বেথেলহেম:?

উত্তর- প্যালেস্তাইন

26.প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে’- এটি নিউটনের কোন গতিসূত্র?

উত্তর- তৃতীয়

27.কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়?

উত্তর- লাইসোজোম

28.নীচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে (90° কোণে) কিরণ দেয়?

উত্তর- 21 শে মার্চ

29.কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়, সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল?

উত্তর- 1907

30.কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- রাজস্থান

31. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?

উত্তর- ১৫৫৬

32. সাম্প্রতিক বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলেরগোলরক্ষকের নাম কী?

উত্তর- এমিলিয়ানো মাটিনেজ

33. শ্বাসমূল (Breathing Root) নীচের কোন উদ্ভিদে দেখা যায় না?

উত্তর- কচুরিপানা

34. বেমানান শব্দটি নির্ণয় করুন:

উত্তর- আমির খশরু (তানসেন, টোডরমল,বীরবল)

35. আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?

উত্তর, :-দক্ষিণ আমেরিকা

36. চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়াএবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায়ফিরে আসার ঘটনাকে কী বলা হয়?

উত্তর- পুনঃশিলীভবন (Regelation)

37 . লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ?

উত্তর- বায়ু

38. সম্প্রতি কুনো ন্যাশানাল পার্কে যে চিতাবাঘ গুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশথেকে আনা হয়েছে?

উত্তর- নামিবিয়া

39. নীচের কোনটি সবথেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ ?

উত্তর- অ্যানথ্রাসাইট

40. পেশোয়া শব্দের অর্থ কী ?

উত্তর- প্রধানমন্ত্রী

41. বিমানের কাঠামো নির্মাণে নীচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক?

উত্তর- অ্যালুমিনিয়াম

42. চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল?

উত্তর- মেবার

43. নীচের কোনটি একটি ‘রিট’ (writ) নয়?

উত্তর- স্পেশাল লিভ পিটিশন (হেবিয়াস কর্পাস,সাটিওরারি, ম্যান্ডামাস)

44. নীচের কোনটি পটাশিয়াম নাইট্রেটেররাসায়নিক সংকেত?

উত্তর- KNO3

45. ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত?

উত্তর- তামা

46. মিসিসিপি: আমেরিকা: কঙ্গো:?

উত্তর- আফ্রিকা

47. থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিতহয়?

উত্তর-থাইরয়েড

48. ‘মারাঠা’ ও ‘কেশরী’ নামক পত্রিকা দুটি কেসম্পাদনা করতেন?

উত্তর- বালগঙ্গাধর তিলক

49. নেতাজী সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন?

উত্তর- কটক

50 নীচের কোনটি ভূ-নিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়?

উত্তর- ফুলকপি

51. কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল ?

উত্তর- ভিটামিন-D

52. বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- কেরালা

53. ইমপিচমেন্টের মাধ্যমে নীচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে?

উত্তর- রাষ্ট্রপতি

54. প্রতিবছর লোকসভায় কে বাজেট পেশকরেন?

উত্তর- অর্থমন্ত্রী

55. হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নীচের কোনটি সত্য নয়?

উত্তর- হলুদ বর্ণের

56. কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর- উত্তরাখণ্ড

57. তরল ধাতু কোনটি ?

উত্তর- পারদ

58. কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন ?

উত্তর- স্যার উইলিয়াম জনস

59. মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি?

উত্তর- পল্লব

60. সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরগ্রহণের odemyবয়স কত বছর?

উত্তর-65

61. প্রাকৃতিক (Natural Selection Theory) প্রবক্তা কে?

উত্তর- চার্লস ডারউইন

62. কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায়, আলোকের কোন ধর্মের জন্য?

উত্তর- প্রতিসরণ (Refraction)

63. নিম্নোক্ত কোন ব্যক্তি ‘ইন্ডিয়ান ন্যাশানাল কনফারেন্স’ প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর:- সুরেন্দ্রনাথ ব্যানার্জী

64.কে কানপুরে সিপাই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর- নানা সাহেব

FAQ :–

1)wbp lady constable height??

Ans:–The minimum height for a West Bengal Police (WBP) Lady Constable is 160 centimeters (cm) for all categories except for Gorkhas, Garhwalis, Rajbanshis, and Scheduled Tribes. For these categories, the minimum height is 152 cm.

2) Who is eligible for WB Lady Constable?

Ans:—The WB Police Lady Constable’s age limit is 18 to 30 years old. The candidates must have completed the Madhyamik Examination or an equivalent exam from a recognized board to meet the WB Police Eligibility Criteria.

3)wbp lady constable salary per month?

Ans:-A West Bengal Police Lady Constable earns a salary ranging from Rs. 22,700 to Rs. 58,500 per month, falling under Pay Level 6 according to the current pay scale.

WBP Lady Constable Admit Card -- Download Here
Walnut Academy Official Fb Page-- Join Now
 মাধ্যমিক পাশ যোগ্যতা তে কোন কোন চাকরি হয় জানতে -- এখানে ক্লিক করুন।।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!