🏖️WBP Constable police suggestions 2023 most important Part -1
প্রথম পার্ট এ 50 টিপ্রশ্নউত্তর দেওয়াহলো পরবর্তি নেক্সট পার্ট এ পাবে।
WBP POLICE 2023 prelims suggestion
1) সীমান্ত গান্ধী কাকে বলা হয় ?
ANS: খান আবদুল গফফর খান
2) বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ANS: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
3) সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
ANS: মঙ্গল পান্ডে
4) মুসলিম লীগ কবে আত্মপ্রকাশ করে ?
ANS: 1906 খ্রিস্টাব্দে
5) প্রথম ঐতিহাসিক ব্যক্তি কে ছিলেন গৌড় এর?
ANS: শশাঙ্ক
6) একটি অধাতু পরিবাহীর নাম কি ?
ANS: গ্রাফাইট
7) মহাবীরের মাতার নাম কি ?
ANS: ত্রিশলা
8) বিচ্ছুরণের কারণে সব থেকে বেশি বিচ্যুত হয় কোন বর্ণের আলোর ?
ANS: বেগুনি
9) শব্দের বেগ সর্বাধিক হয় কোথায় ?
ANS: কঠিনে
10) অ্যংস্ট্রম কিসের একক ?
ANS: আলোর তরঙ্গ
11) অর্থশাস্ত্রের রচয়িতা কে ?
ANS: কৌটিল্য
12) কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে ?
ANS: কাস্ট আয়রন
13) কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত ?
ANS: লর্ড ডালহৌসি
14) সবথেকে প্রাচীন বেদ কোনটি ?
ANS: ঋকবেদ
15) বুদ্ধ চরিত গ্রন্থের রচয়িতা কে ?
ANS: অশ্বঘোষ
16)ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংঘটিত হওয়া সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন কারা ?
ANS: সিধু ও কানহো
17) কোন নদী তিব্বতে সাংপো ও অসমে ডিহং নামে পরিচিত ?
ANS: ব্রহ্মপুত্র
18) এশিয়ার বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
ANS: মাজুলী
19) আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
ANS: মাউন্ট কিলিমাঞ্জারো
20) একটি রূপান্তরিত শিলার উদাহরণ দাও ?
ANS: শ্লেট
21) বৃষ্টির ফোটা গোলাকার হয় কেন ?
ANS: পৃষ্ঠটান এর জন্য
22) মার্বেল এর রাসায়নিক নাম কি ?
ANS: ক্যালসিয়াম কার্বনেট
23) state bank of india এর পূর্ববর্তী নাম কি ছিল ?
ANS: ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
24) ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল কবে প্রতিষ্ঠিত হয় ?
ANS: 1952 সালে
25) করার জন্য কোন উপাদানটি ইলেকট্রিক ইস্ত্রী তে ব্যবহৃত হয় ?
ANS: নাইক্রোম
26) নীতি আয়োগ কবে গঠিত হয় ?
ANS: 2015 সালে
27) ভারতের অর্থনৈতিক সংস্কার কবে শুরু হয় ?
ANS: 1991 সালে
28) পশ্চিমবঙ্গের একটি স্পেশাল ইকোনমিক জোন হলো
ANS: ফলতা
29) কমনওয়েলথ গেমসের আয়োজক শহর কোনটি (2022)?
ANS: বার্মিংহাম
30) নঈ রোশনী ভারত সরকারের এই প্রকল্পটির কাদের সঙ্গে সম্পর্কিত ?
ANS: সংখ্যালঘু মহিলাদের ক্ষমতায়ন
31) নীলদর্পণ এর ইংরেজি অনুবাদ কে করেন?
ANS: মধুসুদন Dutta
32) city of palace নামে পরিচিত কোন শহর?
ANS: Hyderabad
33) My Life কার আত্মজীবনী ?
ANS: Bil Clinton
34) মার্কিন যুক্তরাষ্ট্রকে statue of Liberty দিয়েছিল কোন দেশ?
ANS: ফ্রান্স
35) which City is known as big apple ?
ANS: নিউইয়র্ক
36)WHOএর সদর দপ্তর কোথায় ?
ANS: জেনেভা
37) IBRD অন্য কি নামে পরিচিত ?
ANS: ওয়ার্ল্ড ব্যাংক
38) Unesco এর দপ্তর কোথায় অবস্থিত ?
ANS: প্যারিস
39) পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত?
ANS: 77%
40) কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা ?
ANS: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
41) নীরাজ চোপরা কোন খেলার সঙ্গে যুক্ত ?
ANS: জ্যাবলিন
42) URL – এর পুরো কথাটি কি ?
ANS: ইউনিফর্ম রিসোর্স লোকেটর
43) কম্পিউটারের জনক কাকে বলা হয় ?
ANS: চার্লস ব্যাবেজ
44) Google বর্তমান CEO কে ?
ANS: সুন্দর পিচাই
45) জাম্পবল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
ANS: বাস্কেটবল
46) মাকমোহন লাইন কোন দেশের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
ANS: India and Chaina
47) 49° প্যারালাল কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে ?
ANS: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা
48) গ্রাউন্ড জিরো কোথায় অবস্থিত ?
ANS: নিউইয়র্ক
49) ফ্যাদোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয় ?
ANS: সমুদ্রের গভীরতা
50) দার্শনিক উল কাকে বলা হয় ?
ANS: Zno কে
READ MORE