শিশু মনস্তত্ত্ব ও পেডাগজী এর গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর
Child Psychology||শিশুশিক্ষা পার্ট –1 প্রাইমারী TET ও C TET এর জন্য খুবই গুরুত্বপূর্ণ
1. শিক্ষা মনোবিজ্ঞান হলো ——
👉 মনোবিজ্ঞানের ফলিত শাখা।
2.”I wish to psychologize education” কে বলেছেন?
👉পেস্তালসি
3. কার উক্তি “A child is a book Life is by product of activities and education is born out of these activities ” ?
👉জন ডিউই
4. কার উক্তি” Teacher is the maker of man ?
👉জন অ্যাডামস
5. কার উক্তি “which the teacher is to learn from page to page” ?
👉 রুশো
6. কে বলেছেন ” Psychology is the science of consciousness” –
👉 Angel
7. মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন?
👉 অ্যারিস্টটল
8. মনোবিদ্যা আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান কথাটি কে সর্বপ্রথম বলেছেন?
👉 ম্যাকডুগাল
9. মনোবিদ্যার বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের —
👉মানসিক প্রক্রিয়া
10. মনোবিদ্যার আলোচনা থেকে আত্মা, মন, চেতনা ও এদের সমার্থক শব্দের ব্যবহার বর্জন করেছেন-
👉 ওয়াটসন
11. কে বলেছেন যে ” শিক্ষা মনোবিদ্যার কাজ হল বিদ্যালয়ে শিখন এবং শিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা” — –
👉 বার্নার্ড
12. শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যা এর প্রয়োগ শুরু হয় অষ্টাদশ শতাব্দীর যে বিখ্যাত চিন্তাবিদের সময় থেকে তিনি হলেন-
👉রুশো
13. মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন-
👉 জোয়ান হারবার্ট
14. কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির উদ্ভাবক হলেন
👉👉 – জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবেল
15. সমাজমিতি কৌশল এর উদ্ভাবক হলেন-
👉ডক্টর. জে এল মোরেনো
16. দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হল –
👉আত্মার সম্বন্ধীয় বিদ্যা
17. Republican বইটি কে লিখেছেন–
👉 প্লেটো
18. “Psychology” শব্দটি নেওয়া হয়েছে কোন গ্রিক শব্দ –
👉 Psyche & Logos থেকে
19. কোন বিষয়টি মনোবিজ্ঞান দ্বারা নির্ধারিত নয় –
👉 শিক্ষার লক্ষ্য
20. শিল্পকে কেন্দ্র করে যে মনোবিদ্যা গড়ে উঠেছে তাকে বলা হয়।
👉 শিল্পাশ্রয়ী মনোবিদ্যা
21. শিক্ষাদানের সাফল্য নির্ভর করে-
👉শিক্ষণ পদ্ধতির উপর
22. মনোবিজ্ঞানের বিষয় হিসেবে একমাত্র আচরণকে যারা স্থান দিয়েছেন তাদের মধ্যে প্রধান হলেন –
👉জন ব্রোড্রাস ওয়াটসন
23. উনবিংশ শতাব্দীর মনোবিদ গণের পরিবর্তে কোন কথাটি ব্যবহার করতেন?
👉চেতনা
24. কোন বিজ্ঞান ছাড়া শিক্ষার্থীর অগ্রগতি যথাযথভাবে পরিমাপ করা সম্ভব নয়?
👉রাশিবিজ্ঞান
25. সমাজবিজ্ঞান কে কেন্দ্ৰ করে গড়ে উঠেছে –
👉সামাজিক মনোবিদ্যা
26. নিয়ন্ত্রিত শিক্ষা দ্বিতীয় স্তর কোনটি –
👉প্রাথমিক শিক্ষা27. বাল শিক্ষালয় কোন শিক্ষার অঙ্গ ?
👉প্রাক প্রাথমিক
28. প্রাথমিক এবং উচ্চশিক্ষার সংযোগকারী স্তরটি হল-
👉মাধ্যমিক স্তর
29. দেড় বছর বয়স থেকে আড়াই বছর বয়স পর্যন্ত সময়কালকে বলে –
👉প্রান্তীয় শৈশব স্তর
30. সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম হল- 👉 ক্রীড়া ভিত্তিক শিক্ষা
31. গণিত শিখনের ক্ষেত্রে দুর্বলতা দেখা যায় –
👉 Dyscalculia
32. পঠন অসামঞ্জস্যতা কোনটি?
👉Dyslexia
33. Oral Disability হলো-
👉Aphasia
34. কে বলেছেন যে “Learning Disability”-
👉 Krick
35. “Arousal তথ্যটি যে বিষয়ের সঙ্গে যুক্ত –
👉প্রেষণা
36. মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো-
👉 অভিনবত্ব
37. ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা কোন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে?
👉পেপার পেন্সিল
38. যে সকল উপাদান গুলি আবেগকে প্রভাবিত করে –
👉অনুভূতি
39. স্পিয়ারমান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তথ্য প্রকাশ করেন তা হল –
👉 দ্বি উপাদান তত্ত্বে
40. অস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে কোন পদ্ধতি পরীক্ষার জন্য জরুরী-
👉 Case Study
41. বুদ্ধির একক উপাদান তত্ত্ব প্রবর্তন করেন –
👉 স্টার্ন
42. বুদ্ধির বহু উপাদান তত্ত্ব(Multiple factor theory) –
👉 থর্নডাইক
43. Instinct এবং Emotion” হলো একই প্রণালীর দুটি ক্ষেত্র ” কে বলেছেন?
👉Dr Lehman
44. বহুমুখী বুদ্ধির তত্ত্ব ( Multiple Intelligence) –
👉গার্ডনার
45. “Expectancy” তত্ত্বটি যে বিষয়ের সাথে যুক্ত সেটি হল –
👉 প্রেষণা
46. James এর মতে আমরা যদি যৌগিক প্রকাশকে চেপে রাখি তাহলে কি হবে —
👉 আবেগ অদৃশ্য হয়ে যাবে
47. বুদ্ধির বাছাই তত্ত্ব কে প্রবর্তন করেন-
👉থম্পসন
48. বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব কে প্রবর্তন করেন –
👉গিলফোর্ড
49. General Intelligence ObjectivityDetermined and Measured ” বইটি কেলিখেছেন?
👉 স্পিয়ারম্যান
50. বুদ্ধির উচ্চ ক্রম পর্যায় ভিত্তিক তত্ত্ব-
👉 বার্ট ও ভারনন
Read More