কয়েকটা উল্লেখযোগ্য টীকা —(Infectious Diseases and Treatment)
নাম | যে রোগ প্রতিরোধ করে |
1. DPT (Diphtheria Pertussis Tetanus) বা ট্রিপিল অ্যান্টিজেন 2. OPV (Oral Polio Vaccine) 3. BCG (Bacillus Calmette Guerin) 4. TAB (Thphoid-Paratyphoid A and B Vaccine) 5. TT (Tetanus Toxoid) 6. রেবিস ভ্যাক্সিন (Rabies Vaccine) 7. কলেরা ভ্যাক্সিন (Cholera Vaccine) ৪. স্মল পক্স ভ্যাক্সিন (Small Pox Vaccine) 9. M.M.R (Measles, Mumps and Rubella) 10. HBV (Hepatitis B Vaccine) | 1.ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস 2.পোলিও 3.যক্ষ্মা 4. টাইফয়েড এবং প্যরাটাইফয়েড 5.টিটেনাস বা ধনুষ্টংকার 6.জলাতঙ্ক 7.কলেরা 8.স্মলপক্স 9.হাম, মাম্পস এবং রুবেলা 10.হেপাটাইটিস-বি। |
যন্ত্র | ব্যবহার |
১. স্টেথোস্কোপ ২. মাইক্রোস্কোপ ৩. ক্লিনিক্যাল থার্মোমিটার ৪. এনডোস্কোপ ৫. পেসমেকার ৬. অপথ্যালমোস্কোপ ৭. স্ফিগমোম্যানোমিটার ৮. হিমোগ্লোবিনো মিটার ৯ . হিমোসাইটো মিটার ১০. ইলেকট্রোকার্ডিওগ্রাফ ১১. ইলেকট্রোএনসেফালোগ্রাম ১২. আলট্রাসোনোগ্রাফি ১৩. অটো অ্যানালাইজার ১৪. CT স্ক্যান ১৫. ডায়ালাইজার ১৬. উইনট্রোব টিউব ১৭. স্পিরিওমিটার ১৮. স্ফিগমোগ্রাফ ১৯. ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং | 1হৃৎপিন্ড, ফুসফুস, নিরীক্ষণ যন্ত্র 2.আণুবিক্ষণীক বস্তু পর্যবেক্ষণ করা হয় 3.মানবদেহের তাপমাত্রা পরিমাপ করা হয় 4.মানুষের দেহের কোনো ফাঁপাতন্ত্র সম্পর্কে পরীক্ষা করার বস্তু 5. হৃৎপিন্ডের সাহায্যকারী যন্ত্র 6.চক্ষু পরীক্ষা করা হয় 7.রক্তচাপ মাপক যন্ত্র 8.চক্ষু পরীক্ষা করা হয় 9.রক্তকোশ গণনা করা হয় 10.হৃৎপিন্ডের তড়িৎবিভব মাপক যন্ত্র 11.মস্তিষ্কের তড়িৎ বিভব মাপক যন্ত্র 12.বিভিন্ন রোগ নির্ণয়ে ব্যবহত হয় 13.রক্তের নমুনা বিশ্লেষণকারী যন্ত্র 14.বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ব্যবহার হয় 15.বৃক্কের কৃত্রিম ঝিল্লি বিশ্লেষণে ব্যবহার করা হয় 16.ESR পরিমাপ করা হয় 17.ফুসফুসের ক্ষমতা পরিমাপক যন্ত্র 18. পালস্ রেকর্ড করার যন্ত্র 19. বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ব্যবহার হয় |
মানব দেহের কয়েকটা রোগ ও তার সম্পর্কে ধারণা — (Infectious Diseases and Treatment)
রোগ | ধারণা |
১. কোয়াশিওরক, ম্যারাসমাস ২. গলগন্ড বা গয়টার ৩. ক্রেটিনিজম ৪. মিক্সিডিমা ৫. ম্যালেরিয়া ৬. কলেরা ৭. ইনফ্লুয়েঞ্জা ৮. এইডস ৯. টাইফয়েড ১০. নিউমোনিয়া ১১. ব্রঙ্কাইটিস ১২. নিউমোনিয়া ১৩. পোলিও ১৪. ফাইলেরিয়া ১৫. কুষ্ঠ ১৬. যক্ষ্মা ১৭. আমাশয় ১৮. ডেঙ্গু ১৯. চিকনগুনিয়া ২০. ডায়াবেটিস মেলিটাস (মধুমেহ) ২১. ডায়াবেটিস ইনসিপিডাস (বহুমুত্র) ২২. বামনত্ব ও অতিকায় ২৩. ডিপথেরিয়া ২৪. মেনিন জাইটিস ২৫. হুপিং কফ ২৬. প্যারালাইসিস ২৭. কালাজ্বর ২৮. পাইওরিয়া ২৯. মিসল্স (হাম ) ৩০. জলাতঙ্ক ৩১. হাঁপানি ৩২. প্লুরিসি ৩৩. হারপিস ৩৪. পীতজ্বর ৩৫. এনকেফেলাইটিস ৩৬. হেপাটাইটিস, চিকেনপক্স, মাম্পস ৩৭. দাদ, ছুলি ৩৮. অ্যাসকোরিয়াসিস ৩৯. সিস্টিসারকোসিস ৪০. গ্লুকোমা, হাইপারমেট্রোপিয়া, ক্যাটারাক্ট মায়োপিয়া ছানি বা | 1.প্রোটিনের অভাবে শিশুদের রোগ 2.থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণ জনিত রোগ 3.থাইরক্সিন হরমোনের অধঃক্ষরণ জনিত শিশুদের রোগ 4.থাইরক্সিন হরমোনের অধঃক্ষরণ জনিত প্রাপ্তবয়স্কদের রোগ 5.প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম নামক প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, প্রোটোজোয়া ঘটিত এবং স্ত্রী অ্যানোফিলিস মশাবাহিত রোগ 6.ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ 7.মিকসোেভাইরাস ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাস ঘটিত রোগ 8.HIV নামক ভাইরাসঘটিত রোগ 9. সালমোনেল্লা টাইফোসা নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ 10.জিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ 11.ফুসফুসের ব্রঙ্কিওলের প্রদাহজনিত রোগ 12.ডিপ্লোকক্কাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ 13.পোলিও মায়েলাইটিস নামক ভাইরাসঘটিত রোগ 14.উচেরেরিয়া ব্যানক্রফটি নামক কৃমি ঘটিত এবং স্ত্রী কিউলেক্স ইডিশ মশাবাহিত রোগ 15.মাইকো র্যাকটেরিয়াম লেপ্রি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ 16.মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কুলোসিস নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ 17.এন্টাবিমা ইস্টোলাইটিকা নামক আদ্যপ্রাণী ঘটিত রোগ 18.ভাইরাস ঘটিত ও স্ত্রী ইডিশ মশাবাহিত রোগ 19.ভাইরাস ঘটিত ও স্ত্রী ইডিশ মশাবাহিত রোগ 20.ইনসুলিন হরমোনের কম ক্ষরণে হয় 21. অ্যান্টি-ডাই-ইউরেটিক হরমোনের কম ক্ষরণে হয় ২২.প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে STH-এর যথাক্রমে কম ক্ষরণ ও অধিক ক্ষরন ২৩. ব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ ক্ষরণজনিত রোগ ২৪.মস্তিষ্কের আবরণী পর্দার প্রদাহজনিত রোগ ২৫.ব্যাসিলাস পারটুসিস নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ ২৬.নার্ভ ও পেশির দুর্বলতা জনিত রোগ ২৭. লেইস ম্যানিয়া দোনোভানি নামক পরজীবী ঘটিত এবং মশাবাহিত রোগ ২৮.মাড়ির রোগ ২৯.রুবেলা ভাইরাস ঘটিত রোগ ৩০.রেবিস ভাইরাস ঘটিত কুকুরবাহিত রোগ ফুসফুসের রোগ ৩১.হাঁপানি একটি শ্বাসকষ্ট জনিত রোগ। কার্যত এটি শ্বাসনালির অসুখ। এর ইংরেজি নাম অ্যাজমা যেটি এসেছে গ্রিক শব্দ Asthma থেকে। ৩২.ফুসফুসের প্লুরা পর্দায় জীবাণুঘটিত প্রদাহজনিত রোগ ৩৩.যৌনবাহিত রোগ যৌনাঙ্গে হারপিস প্রাথমিকভাবে HSV-2 এর সাথে যুক্ত। ৩৪.ইয়েলো ফিভারের ভাইরাস বহন করা মশার কামড় থেকে এই অসুখ ছড়ায়। এডিস ও হিমোগগাস প্রজাতির মশারা জঙ্গল, আধা-বসবাসযোগ্য এলাকা ও শহরাঞ্চলে বংশবিস্তার করে, যেখানে এই ভাইরাস বাঁদর, মানুষ ও উভয়ের মধ্যে পালা করে সংক্রামিত হয়। এডিস ইজিপ্টি মশা এই ভাইরাস বাঁদর ও মানুষের কাছ থেকে পায়। ৩৫এনসেফালাইটিস হল মস্তিষ্কের প্রদাহ জনিত রোগ। 36.ভাইরাস ঘটিত এবং স্ত্রী কিউলেক্স, ইডিশ মশাবাহিত রোগ ভাইরাস ঘটিত রোগ 37.ছত্রাক ঘটিত রোগ 38.অ্যাসকারিস নামক কৃমিঘটিত রোগ 39.টিনিয়া সোলিয়াম নামক কৃমিঘটিত রোগ 40.চোখের রোগ |