SSC GD Math practice set এটি শুধু মাত্র ssc gd এর জন্যই নয় এই অঙ্কগুলো বিগত বিভিন্ন পরীক্ষাই এসেছে তাই দেরি না করে তাড়াতাড়ি শুরু করুণ প্রক্টিস আর নিজের মেধা কে বাড়ান।
1. কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা 391 ও 48 সম্পূর্ণরূপে বিভাজ্য?
2. কোন্ গরিষ্ঠ সংখ্যা দ্বারা 19809 এবং 9009 কে ভাগ করলে কোন ভাগশেষ থাকবে না?
3. 64 এবং 124-এর গ.সা.গু. তাদের ল.সা.গু.-র মধ্যে কতবার আছে?
4. 162 ও 198 উভয়ই কোন্ কোন্ সংখ্যা দ্বারা বিভাজ্য?
5. বৃহত্তম কোন্ সংখ্যার দ্বারা 122 এবং 343 কে ভাগ করলে প্রত্যেকবার3 ভাগশেষ থাকবে?
6. কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা 943 ও 1257 কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 7 অবশিষ্ট থাকবে?
7. কোন্ গরিষ্ট সংখ্যা দ্বারা 6525 ও 7890 কে ভাগ করলে যথাক্রমে 25 এবং 40 অবশিষ্ট থাকবে?
৪. কোন্ ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 36, 48, 56 ও 64 দ্বারা বিভাজ্য?
9. ক্ষুদ্রতম কোন্ সংখ্যাকে 18, 21, 24 ও 30 দ্বারা ভাগ করলে প্রত্যেক বার 9 ভাগ শেষ থাকবে?
10. কোন্ লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফলটি 56, 64, 72 ও ৪০ দ্বারা বিভাজ্য?
11. কোন্ ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফলটি 30, 36, 42 ও 48 দ্বারা বিভাজ্য হবে?
12. 5 অঙ্কের কোন্ বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 276 হবে?
13. 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার গুণনীয়ক 173 হবে?
14.5 অঙ্কের কোন্ বৃহত্তম সংখ্যা 12, 16, 18 ও 21 দ্বারা বিভাজ্য?
15. 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 21, 24 ও 36 দিয়ে ভাগ করলে কোন ভাগশেষ থাকে না?
16. 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফলটি 40, 48, 56 ও 64 দ্বারা বিভাজ্য হবে?
17.6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাতে 3 যোগ করলে যোগফলটি 35, 45, 55 ও 60 দ্বারা বিভাজ্য হবে?
18. দুটি সংখ্যার গুণফল 9984 এবং তাদের গ.সা.গু. 81, সংখ্যাদুটির ল.সা.গু. কত?
19. দুটি সংখ্যার গ.সা.গু, এবং ল.সা.গু.র সমষ্টি 680 এবং ল.সা.গু.টি গ.সা.গু-র 84 গুণ। যদি একটি সংখ্যা 56 হয়, তবে অন্যটি কত?
20. চারটি ঘন্টা একসঙ্গে বেজে পরে যথাক্রমে 10, 12, 16 ও 18 সেকেও অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পরে আবার একসঙ্গে ঘন্টাগুলি বাজবে?
21. সকালে 10 টার সময় 3 টি ঘন্টা একসঙ্গে বেজে পরে যথাক্রমে 24, 32, 36 সেকেণ্ড অন্তর বাজতে লাগল। আবার কখন একসঙ্গে বাজবে এবং একসঙ্গে বাজার আগে প্রথম ঘন্টাটি মোট কতবার বাজরে?
22. একটি গাড়ির সামনের চাকার পরিধি 2 ডেমি., 7 সেমি. এবং পিছনের চাকার পরিধি 4 ডেসিমি. 5 সেমি. হলে কোন লঘিষ্ট দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণসংখ্যক বার ঘুরবে?
23. এমন কোন সংখ্যা আছে কি যার দ্বারা 400 এবং 600 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 93 এবং 13 হবে?
24. কোন বৃহত্তম পাত্র দ্বারা 18 ডেলি. 2 লি. ও 33 ডেলি. 6 লি. দুধকে সম্পূর্ণ রূপে মাপা যায়?
25. সমান দরে 4 টা. 20 প. এবং 5 টা. 60 পয়সা দিয়ে কয়েকটি করে কলম কেনা হল। প্রতিটি কলমের মূল্য অধিক পক্ষে কত হতে পারে?
SSC GD Math practice set
26. কোন্ ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 20, 24 ও 30 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 17, 21 ও 27 ভাগশেষ থাকবে?
27. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 86, 64 ও 31 কে ভাগ করলে প্রত্যেকবার ভাজক অপেক্ষা 2 কম ভাগশেষ থাকবে?
28. 23759143 থেকে কোন ক্ষুদ্রতম ও কোন্ বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে অন্তরফলগুলি 25, 35, 91, 130 ও 150 দ্বারা বিভাজ্য হবে?
29. এক লক্ষের নিকটতম কোন্ সংখ্যা 2, 3, 4, 5, 6, 7 দ্বারা বিভাজ্য?
30. 336 টা. 496 টা. দুটি বিলের টাকা একই রকম মুদ্রা দ্বারা দিতে হবে। সর্বাপেক্ষা কত বেশি মূল্যের মুদ্রা ব্যবহার করা যায়?
31. সমান ওজনের কতকগুলি গোলার ওজন 875 কি.গ্রা.। তার থেকে 637 কি. গ্রা. ওজনের কতকগুলি গোলা ব্যবহার করা হয়েছে। এক একটি গোলার সর্বাধিক ওজন কত হতে পারে?
32. কোন্ লঘিষ্ঠ সংখ্যা দ্বারা 215 কে গুণ করলে 516-এর গুণিতক হবে?
33. তিনটি গ্রহ একদিন আকাশে একসঙ্গে থাকতে দেখা গেল, তারা সূর্যের চারদিকে যথাক্রমে 87, 232 ও 1218 দিনে একবার করে ঘোরে। কতদিন পরে ঐ গ্রহগুলি পুনরায় একত্রিত হবে?
34. চারটি ঘড়ি যথাক্রমে 1 ঘন্টা, 1 ঘ. 20 মি., 1 ঘ. 30 মি. এবং 1 ঘ. 40 মি. অন্তর বাজে। সকালে 10 টায় একত্রে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে?
35. দুটি সংখ্যার গ.সা.গু. 12 এবং ল.সা.গু. 336; একটি সংখ্যা 48 হলে, অন্যটি কত হবে?
MCQ Test এর জন্যে আমাদের webiste — Click Here
36. কতকগুলি সিড়ি পার হয়ে উঠে ছাদে উঠতে হয়। একবারে 2টি ধাপ করে উঠলে শেষে 1টি ধাপ থাকে, 3 টি করে উঠলে 2 টি ধাপ, 4টি করে উঠলে ওটি ধাপ এবং 5টি করে উঠলে 4টি ধাপ থেকে যায়। ন্যূনপক্ষে সেই সিঁড়িতে কত গুলি ধাপ আছে?
37. কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা 5191 এবং 5854 কে ভাগ করলে প্রতিক্ষেত্রেই 4 অবশিষ্ট থাকবে?
38. 8, 12, 16, 20 দ্বারা কোন নিম্নতম সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 5 অবশিষ্ট থাকবে?
39. 1625, 2281 ও 4218 কোন্ বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৪, 4 এবং 5 থাকবে?
40. ক্ষুদ্রতম কোন্ সংখ্যার সঙ্গে 1 যোগ করলে 12, 16, 18 দ্বারা বিভাজ্য?
41.4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 125 এর গুণিতক?
42. কোন ক্ষুদ্রতম সংখার থেকে 7 বিয়োগ করার পর ভাগশেষ 48, 64, 90 ও 120 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য?
43. 5 সংখ্যার কোন্ ক্ষুদ্রতম সংখ্যা 12, 16, 28 দ্বারা বিভাজ্য?
44. 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় কর যাকে 12, 16, 18 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে?
45. 4 অঙ্কের বৃহত্তম ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় কর যাদের গ.সা.গু. 248।
46. দুটি সংখ্যার গ. সা.গু. এবং ল. সা.গু. যথাক্রমে 13 ও 819। একটি সংখ্যা 91 হলে অন্যটি কত?4
7. দুটি সংখ্যার গ.সা.গু. 168 এবং তাদের ল.সা.গু. 3060288; একটি 12096, অন্যটি কত?
48. 4 টি ঘন্টা একসঙ্গে বাজার পর 12, 18, 24 এবং 30 সেকেন্ড বিরতি দিয়ে বাজে। কতক্ষণ পর আবার একসঙ্গে বাজেবে?
49. কোন্ বৃহত্তম পাত্রে 15 কি.গ্রা. 4 হে.গ্রা. এবং 35 ঝিগ্রা. দুধ পূর্ণ করা যাবে?
SSC GD Math practice set
50. দুটি রসিদের একটি 2 টাকা 31 প. অন্যটি 4 টাকা 40প.। এগুলিকে সমান মুদ্রায় দিতে হলে বৃহত্তম কোন্ মুদ্রা ব্যবহার করতে হবে?
51. 100000-এর নিকটতম কোন্ সংখ্যা 2, 3, 4, 5, 6 এবং 7 এর দ্বারা বিভাজ্য?
52. দশ হাজারের নিকটতম কোন্ সংখ্যা 11, 22 এবং 33 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য?
53. একটি গাড়ির চাকার পরিধি 1মি. 19 সেমি, এবং পিছনের চাকা 1মি.53 সে.মি.। কোন লঘিষ্ঠ দূরত্বের মধ্যে চাকা দুটি পূর্ণসংখক বার ঘুরবে?
54. কোন সংখ্যা দিয়ে 400 এবং 600 কে ভাগ করলে 9 এবং 13 ভাগশেষ থাকবে?