Periodic Classification Periodic Classification||মৌলসমূহের শ্রেণিবিন্যাস এবং ধর্মের পর্যাবৃত্তি Important MCQ For Neet, Jenpas (ug), jee…
1.নীচের মৌলগুলির মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার হার বৃদ্ধি পাওয়ার ক্রম__
(a) C, N, Si, P(b) N, Si, C, P
(c) Si, P, C, N(d) P, Si, N, C
2.Na, Mg, Al এবং Si-এর প্রথম আয়নায়ন বিভবের ক্রম__
(a) Na < Mg > AI < Si (b) Na > Mg > Al > Si
(c) Na > Mg < Al < Si (d) Na > Mg > Al < Si
3.নীচের মৌলগুলির ইলেকট্রন আসক্তির ক্রম___
(a) F > Cl > Br(b) F > Cl < Br
(c) F < Cl > Br(d) F < Cl < Br
4.সর্বোচ্চ আয়নীভবন বিভব বিশিষ্ট মৌল__
(a) বোরন(b) কার্বন
(c) নাইট্রোজেন(d) অক্সিজেন
5.ধাতুকল্প কোনটি?
(a) C(c) Pb(b) As(d) Mg
6.নীচের জোড়গুলির কোনটিতে দুটি মৌলই পর্যায় সারণির একই গ্রুপে আছে?
(a) Mg, Ba(b) Mg, Na
(c) Mg, Cu(d) Mg, Cl
7.নীচের জোড়গুলির কোনটিতে দুটি মৌলই পর্যায় সারণির একই পর্যায়ে আছে?
(a) Na, Ca(b) Na, Cl
(c) Ca, Cl(d) Cl, Br
৪. পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলির যে ধর্ম বৃদ্ধি পায়___
(a) আয়নীভবন শক্তি (b) হাইড্রক্সাইড যৌগগুলির দ্রাব্যতা
(c) সালফেট যৌগগুলির দ্রাব্যতা (d) তড়িৎ-ঋণাত্মকতা
9.নীচের কোন্ সেটটি প্রথম আয়নন বিভবের সঠিক ক্রম নির্দেশ করে?
(a) K > Na > Li(c) B > C > N
(b) Be > Mg > Ca(d) Ge > Si > C
10. প্রথম আয়নীভবন বিভব হ্রাসের সঠিক ক্রম__
(a) C > B > Be > Li(b) C > Be > B > Li
(c) B > C > Be > Li(d) B > Li > B > C
Periodic Classification ||মৌলসমূহের শ্রেণিবিন্যাস এবং ধর্মের পর্যাবৃত্তি Class 11 Periodic Classification
11. নীচের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি?
(a) F- ( b) 0- (c) O+ (d) Na+
12.নীচের কোনটি টিপিক্যাল মৌল (typical element)?
(a) Li (b) Mg (c) C (d) Be
13. পর্যায় সারণির সবচেয়ে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল___
(a) নাইট্রোজেন(c) ক্লোরিন
(b) অক্সিজেন(d) ফুরিন
14. কোন্ পরিবর্তনটিতে সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন?
(a) M- (g) → M (g)
(b) M (g) → M+(g)
(c) M +(g) → M²+ (g)
(d M2+ (g)→M3+ (g)
15. নীচের কোনটি আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম নির্দেশ করে?
(a) S²-> C1-> K > Ca2+(b) Ca2+ > K+ > C1->S2-
(c) Cl-> S²-> K+ > Ca2+(d) S2-> Ca2+ > K > Cr
16. সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকতে পারে না যে মৌলটি সেটি হল
(a) Na(c) Hg
(b) Br(d) Ga
17. কোনো পর্যায়ে যে মৌলটির পারমাণবিক আয়তন সবচেয়ে বেশি সেটি যে শ্রেণিতে অবস্থিত____
(a) 1 (IA) (b) 14 (VB) (c) 18 (0) (d) 17 (VIIB)
18. ব্যাসার্ধের সঠিক ক্রম_____
(a) N < Be < B(b) F- <O²- <N³-
(c) Na < Li < K(d) Fe3+ <Fe2+ < Fe4+
19. Be, B, C, N, O মৌলগুলির প্রথম আয়নীভবন বিভবের সঠিক ক্রম___
(a) Be <B<C<O<N(b) B Be<C<N<O
(c) Be<B<C<N<O(d) B Be<C<O<N
20. F, Cl, Br, I-এর মধ্যে সবচেয়ে কম প্রথম আয়নীভবন বিভব__
(a) ফ্লুরিন(b) ক্লোরিন
(c) ব্রোমিন(d) আয়োডিন
Periodic Classification MCQ ||মৌলসমূহের শ্রেণিবিন্যাস এবং ধর্মের পর্যাবৃত্তি Class 11 Periodic Classification
21. হ্যালোজেন মৌলগুলির ইলেকট্রন আসক্তির ক্রম___
(a) F > Cl > Br> l (b) F <Cl < Br <1
(c) Cl > F > Br> I (d) F <Cl <Br>I
22. পর্যায় সারণির কোনো শ্রেণি বরাবর যেটির পরিবর্তন হয় না, তা হল___
(a) তড়িৎ-ঋণাত্মকতা (b) পরমাণুর আকার
(c) ইলেকট্রন আসক্তি (d) যোজক ইলেকট্রন
23. কোন্ পরমাণুটির প্রথম আয়নীভবন বিভব সর্বোচ্চ?
(a) K(b) Na (c) Rb(d) Sc
24. যে আয়নটি CO-এর সঙ্গে সম ইলেকট্রনীয়___
(a) 02-(b) O2+, N-(c) CN- (d) N2+
25. ল্যান্থানাইড মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস___
(a) (n-2)f1-14 (n – 1)s² d1 ns²
(b) (n-2)f1-14 (n-1) d0-1 ns2
(c) (n-2)f1-14 (n-1)s² p6 d10 ns²
(d) (n-2)f 10-14 (n – 1)s² p6 d1 or 0 ns2
26. সন্ধিগত মৌলের ইলেকট্রন বিন্যাস__
(a) ns² nd1-10 (b) ns2 np²(n-1)d1-10
(c) ns1-2 (n-1)d1-10 (d) ns2 npb(n-1)d1-10
27. কোন্ আয়নটি পরাচুম্বকীয় (paramagnetic) ?
(a) Zn2+(b) Ni2+(c) Cu+(d) কোনোটিই নয়
28. সন্ধিগত মৌলগুলি প্রায়ই পরাচুম্বক ধর্ম দেখায়, কারণ____
(a) উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের জন্য (b) ফাঁকা কক্ষকের উপস্থিতি
(c) এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতির জন্য
(d) IA এবং IIA-এর মৌলগুলির তুলনায় এরা কম তড়িৎ-ধনাত্মক মৌল.
English Study Metrial এর জন্য — Preposition click Here
29. সবচেয়ে সক্রিয় ধাতুটির নাম___ Periodic Classification Of element
(a) Na(b) Fe(c) Hg(d) Cs
30. Zr এবং Hf-এর সদৃশ রাসায়নিক ধর্মের কারণ___
(a) তাদের একই ধরনের ইলেকট্রন বিন্যাস
(b) একই পরমাণুর আকার
(c) একই আয়নীভবন শক্তি
(d) নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় প্রভাব
Periodic Classification ____ উত্তর