1. নীচের কোনটি সবচেয়ে বড়ো একক?
[A] Km[B] আলোকবর্ষ[C] AU[D] পারসেক
2. কোনটি দৈর্ঘ্যের একক নয়?
[A] আলোকবর্ষ(B) ডিবাই[C] ফার্মি[D] মাইক্রন
3.কোনটির সবথেকে ছোট মাপ?
[A] মিটার [B] মিলিমিটার[C] অ্যাংস্ট্রম[D] ফার্মি
4.জলের ঘনত্ব c.g.s পদ্ধতিতে 1 g/cm³, S.I পদ্ধতিতে হবে-
[A] 10^-3 kg/m³[B] 10^3 kg/m³
[C] 10^-6 kg/m³ [D] 10^6 kg/m³
5. একটি মাত্রাহীন, এককহীন রাশি হলো-
[A] কোণ [B] সময়[C] আপেক্ষিক গুরুত্ব[D] ঘনকোণ
6. এককযুক্ত, মাত্রাহীন রাশি হলো-
[A] আণবিক গুরুত্ব[B] বেগ[C] দ্রাব্যতা[D] ঘনকোন
7.বলের মাত্রা হলো-
[A] [ MLT^-1] [B] [MLT^-2][C] [ML^2T^-1][D] [ML^2T^-2]
8. নীচের কোনটি স্কেলার রাশি?
[A] বল[B] ভরবেগ[C] কার্য[D] মন্দন
9. [LT^-2] যে ভৌত রাশির মাত্রা, তা হলো-
[A] বল[B] বেগ[C] ত্বরণ[D] দ্রুতি
10. বস্তুর ভার যে যন্ত্রের সাহায্যে মাপা হয়-
[A] সাধারণ তুলা[C] মাপনী চোঙ
[B] স্প্রিং তুলা[D] ল্যাকটোমিটার
11. চাপের c.g.s একক হল—
[A] ডাইন/সেমি²[C] পাউন্ডাল/ফুট
[B] নিউটন/মি[D] পাস্কাল
12. ‘আয়তন’-এর একক কোন ধরনের একক?
[A] মৌলিক[C] যে কোনো একটি
[B] লব্ধ[D] কোনোটিই নয়
13. বস্তুর ভর (M), ঘনত্ব (D) ও আয়তন (V) এর মধ্যে সম্পর্ক হলো-[A] M = D.V [B] D=M.V
[C] V =M.D[D] M= V/ D
14. কোনটি ভৌত রাশি?
[A] জল[B] কাঠ[C] শব্দ[D] ভর
15. কোনটি ভেক্টর রাশি?
[A] দ্রুতি [B] বেগ[C] কার্য[D] শক্তি
16. 1 মেগাওয়াট =___ওয়াট।
[A] 10^3[B] 10^6[C] 10^9[D] 10^12
17. গড় সৌরদিনের মান কত?
[A]1ঘন্টা [B] 6 ঘণ্টা [C] 12 ঘণ্টা[D] 24 ঘন্টা
18. ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত হবে-
[A] 1:2:3:4 [B]1:3:5:7 [C] 5:2:2:1 [D] 1:5:3:2
19. কোন এককটি লব্ধ একক?
[A] দূরত্ব [B] ভর [C] সময়[D] ক্ষমতা
20. কোনটি SI পদ্ধতিতে সময়ের একক?
[A] সেকেন্ড[B] মিনিট[C] ঘন্টা [D] দিন
Units and Measurements MCQ
21. বিকৃতির মাত্রা কোন রাশির মাত্রার সঙ্গে সমান?
[A] কোণ[B] পীড়ন [C] ঘাত[D] ইয়ংগুনাঙ্ক
22. আপেক্ষিক তাপের মাত্রা হল-
23. লীনতাপ-এর c.g.s. একক হল-
[A] Cal[B] Cal/g[C] J[D] J/কেজি
24. দীপন প্রাবল্যের SI একক হলো-
[A] ওয়াট [B] অ্যাম্পিয়ার
[C] ক্যান্ডেলা[D] লুমেন
25. শক্তি /ভর x দৈর্ঘ্য রাশিটির মাত্রা কোন রাশির মাত্রার সমান?
[A] ক্ষমতা[B] চাপ[C] বল[D] ত্বরণ
26. নীচের কোনটি মূল একক?
[A] আধান [B] কম্পাঙ্ক[C] চুম্বক মেরু[D] আলোকবর্ষ
27. ক্ষুদ্র সময় পরিমাপের যন্ত্র হলো-
[A] ঘড়ি[B] ঘন্টা [C] হাতঘড়ি[D] স্টপ ওয়াচ
28. দুটি রাশির একক একই, একটি স্কেলার, অন্যটি ভেক্টর উদাহরণ দাও–
[A] বেগ, ত্বরণ[B] সরণ, দ্রুতি
[C] বেগ, দ্রুতি [D] কার্য, শক্তি
29. এক মিটার =__ফুট।
[A] 2.5 [ B] 3 [C] 2.28 [D] 5
30. 1 Km = কত মাইল?
[A] 0.5 [B] 1.6 [ C] 1/1.6 [D] 1.5
🎄 সাতটি মৌলিক রাশি মনে রাখার Triks:–(“দৈত্য ভাই সমানে তাকিয়ে তালগাছ দেখতে পায়”)– Units and Measurements
- যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয় প্রয়োজন হয়?
[ A] প্রাকৃতিক রাশি
[B] স্কেলার রাশি
[C] ভৌতরাশি
[D] ভেক্টর রাশি
- কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত।
[A] ক্ষেত্রফল [B] ক্ষমতা [C] দ্রুতি [D] দর্পণ
33. স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়?
[A] ভর[B] ভার[C] ভর এবং ভার[D] কোনটাই নয়
34. নিচের কোনটি মাত্রাহীন রাশি?
[A] দ্রুতি [B] ক্ষমতা[C] ঘনত্ব [D] কোণ
35. এক ফার্মি হল-
A] 10^-10m [B] 10^-5m[C] 10^-12m[D] 10^-9m
36. নীচের কোন্ যন্ত্র জলের তড়িৎবিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়?
[A] পোটেনসিওমিটার[B] অ্যামমিটার
[C] ভোল্টামিটার[D] ভোল্টমিটার
37. কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার?
A] 1°C[B] 4°C [C] 2°C[D] 6°C
38. দৌড় প্রতিযোগিতার সময় করা হয়? দেখার জন্য কোনটি ব্যবহার করা হয় —-
[A] স্টপ ওয়াচ [B] রিস্ট ওয়াচ
[C] দেওয়াল ঘড়ি[D] জল ঘড়ি
39. নিচের কোনটি ভেক্টর রাশি?
[A] দৈর্ঘ্য[B] ভর [C] ভার[D] উষ্ণতা
40. তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি ২০ গ্রামের বাটখারা থাকে?[C] তিনটি[D] চারটি[A] একটি[B] দুটি
41. প্রাথমিক একক প্রকাশের কোন্ পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত হয়েছে?
[A] M.K.S.[B] C.GS[C] F.P.S.[D] S.I.
Trkis এর ব্যাখ্যা :-দৈত্য=দৈর্ঘ্য
ভাই= ভর
সমানে=সময়
তাকিয়ে=তাপমাত্রা
তালগাছ=তড়িৎ প্রবাহ
দেখতে =দীপন তীব্রতা
পায় =পদার্থের পরিমাণ(Units and Measurements)
42. ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে?
[A] আচার্য জগদীশচন্দ্র বসু (B) সত্যেন্দ্রনাথ বসু
[C] আচার্য প্রফুল্লচন্দ্র রায় [D] আচার্য প্রশান্তচন্দ্র মহলানবীশ
43. ওজন বাক্সে 1 গ্রামের ক’টি বাটখারা থাকে?
[A] একটি[B] দুটি[C] তিনটি [D] চারটি
44. অসমান ভর যুক্ত তুলাপাত্র দ্বারা গঠিত তুলাযন্ত্রের কোন বস্তুকে পর পর দুইবার ভিন্ন তুলাপাত্রে রেখে ভর নির্ণয় করা হল। বস্তুটির ভর 30 গ্রাম এবং 32 গ্রাম হলে, বস্তুটির আসল ভর কত?
[A] 30 গ্রাম [B] 32 গ্রাম[C] 30.5 গ্রাম[D] 31 গ্রাম
45. প্যারিসের আন্তর্জাতিক ওজন ও পরিমাণ কার্যালয়ে প্লাটিনাম এবং ইরিডিয়াম নির্মিত যে সংকর ধাতুর দন্ড 0℃ উষ্ণতায় রাখা হয়, তাতে প্লাটিনাম এবং ইরিডিয়াম ধাতুর অনুপাত কত?
[A] 1:9[B] 9:1[C] 4:1[D] 1:4
46. এক আলোকবর্ষের মান কত?
[A] 9.46 × 10 মিটার[B] 9.46 × 105 মিটার
[C] 9.46 × 10″ মিটার[D] 9.46 × 10 মিটার।
47. ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয়?
[A] নক্ষত্রদের মধ্যে দূরত্ব[C] পরমাণুর ব্যাস
[B] বস্তুর ঘনত্ব[D] ঘনকের ব্যাস
48. কোনো মৌলের পরমাণুর আকার কোন্ একক দ্বারা প্রকাশ করা হয়?
[A] ফার্মি[B] আংস্ট্রম [C] নিউটন[D] টেসলা
49. নিচের রাশিগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি?
[A] বল[B] চাপ[C] বেগ[D] ত্বরণ
50. CGS, MKS, FPS, SI পদ্ধতিতে নিচের কোন রাশি একক একই হয়?
[A] দৈর্ঘ্য[B] বল[C] ত্বরণ[D] সময়
Units and Measurements এর উত্তর —
1 thought on “Units and Measurements|| পরিমাপের একক”