আমাদের প্রিয় ছাত্র ছাত্রী আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন রামকৃষ্ণ মিশন যেমন নরেন্দ্রপুর,রহরা, পুরুলিয়া, আসানসোল, টাকি, ব্যারাকপুর, মালদা প্রভৃতি স্কুলে অ্যাডমিশন এর সাধারণ জ্ঞান নিয়ে ।। Narendrapur Ramakrishna Mission Gk তাই দেরি না করে তাড়াতাড়ি পড়াশোনা শুরু করো।।
১) মেরুদণ্ড বা শিরদাঁড়া কাকে বলে?
উত্তর :–মেরুদণ্ড বা শিরদাঁড়া হল মানুষের দেহের এক গুরুত্বপূর্ণ অংশ, যা পিঠের মাঝখানে অবস্থিত। এটি একটি লম্বা হাড়ের কাঠামো, যা আমাদের শরীরের গঠন ও স্থিতিশীলতা প্রদান করে।
২) কোন প্রাণীকে কৃষকের বন্ধু বলা হয়?
উত্তর :– কেঁচো কে কৃষকের বন্ধু বলা হয়।
৩) মাছেরা কীসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
উত্তর :– মাছেরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
৪) ব্যাঙাচি কি ?
উত্তর :– ব্যাঙের বাচ্চা কে ব্যাঙাচি বলা হয়।
৫) উড়তে পারেনা এমন দুটি পাখির নাম লেখো?
উত্তর :– কিউই (Kiwi), পেঙ্গুইন (Penguin), উটপাখি (Ostrich), এমু (Emus) প্রভৃতি পাখি উড়তে পারে না।
৬) কীট বলতে আমরা কী বুঝি?
উত্তর :– পতঙ্গ, কীট বা পোকা বা কীটপতঙ্গ হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত অমেরুদন্ডী প্রাণী। যাদের একটি শ্রেণী যাদের একটি করে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, একটি দেহ তিন খণ্ডের (মস্তক বা মাথা , ধড় ও উদর বা পেট )।
Narendrapur Ramakrishna Mission, রহরা, পুরুলিয়া, আসানসোল, টাকি, ব্যারাকপুর, মালদা প্রভৃতি স্কুলে, এছাড়াও নবোদয়, সৈনিক স্কুল এ পরীক্ষার প্রস্তুতি এর কোচিং নিতে যোগাযোগ করুন –7001772463
৭) মূল কাকে বলে?
উত্তর :- মূল বা শিকড় হলো উদ্ভিদের মাটির নিচের অংশ। যা উদ্ভিদ কে জল ও খাদ্য দ্রব্য শোষনে সাহায্য করে।
৮) বীজ কাকে বলে?
উত্তর :– ফুলের পরাগরেণু দ্বারা ডিম্বক নিষিক্ত হবার পর পরিপক্ব ডিম্বককে বীজ বলে। যেমন : ভুট্টা,ধান, গম, পেঁপে বীজ ইত্যাদি ৷
৯) ব্যাং-এর ছাতা কোন জাতীয় উদ্ভিদ?
উত্তর :- ছত্রাক জাতীয় উদ্ভিদ। (ছত্রাক এক প্রকার অসবুজ সালোকসংশ্লেষণ ক্ষমতাহীন মৃতজীবী উদ্ভিদ।)
১০) মরুভূমিতে কোন জাতীয় গাছ দেখা যায়?
উত্তর :– মরুভুমি তে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। যাদের পাতা কাঁটাই রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধের জন্য।
১১) বীজের অঙ্কুরোদ্গমকাকে বলে?
উত্তর :– অঙ্কুরোদগম হল সাধারণত একটি বীজের মধ্যে থাকা একটি উদ্ভিদের বৃদ্ধি৷ এটি চারা তৈরির একটি ফলাফল
১২) কোন কোন উদ্ভিদ থেকে জীবনদায়ী ঔষধ তৈরী হয়?
উত্তর :– আমলকি, হরিতকি, বাসক, তুলসী প্রভৃতি উদ্ভিদ থেকে জীবনদায়ী ঔষধ তৈরী হয়।
১৩) উদ্ভিদের ভ্রুণ কোথা থেকে খাদ্য পায়?
উত্তর :–উদ্ভিদের ভ্রুণ বীজ থেকে খাদ্য পায়।
১৪) শক্তি কাকে বলে?
উত্তর :- কাজ করার সামর্থ কে শক্তি বলে।
১৫) ফল ও বীজের মধ্যে সম্পর্ক কী?
উত্তর :-একটি বীজ-বহনকারী গঠন যা ফুল গাছে পাওয়া যায় বা এটিকে অ্যাঞ্জিওস্পার্ম বলা হয় ফল হিসাবে পরিচিত। এটি একটি উদ্ভিদে ফুল ফোটার পর বীজে উপস্থিত ডিম্বাশয় থেকে গঠিত হয়। অ্যাঞ্জিওস্পার্ম ফলের সাহায্যে বীজ ছড়িয়ে দেয়।
১৬) বল ও শক্তির মধ্যে সম্পর্ক কী?
উত্তর :–বল এবং শক্তির মধ্যে সম্পর্ক হল: E = বল × দূরত্ব। বল প্রয়োগের ফলেই কাজ হয়। এবং এই বল প্রয়োগ করতে প্রয়োজন হয় শক্তির।
১৭) বাষ্পশক্তি কাকে বলে?
উত্তর :- জলকে ফুটিয়ে বাষ্প তে পরিণত করতে যে শক্তি লাগে তাকে বাষ্প শক্তি বলে।
১৮) মাধ্যকার্ষণ কাকে বলে?
উত্তর :- কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে।
১৯) বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?
উত্তর :–টমাস এডিসন বা টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন।
২০) গতিশক্তি কাকে বলে?
উত্তর :-কোনো গতিশীল বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে।
২১) তাপশক্তি কাকে বলে?
উত্তর :-তাপশক্তি হল সেই শক্তি যা পদার্থের তাপমাত্রা থেকে আসে । পদার্থ যত বেশি গরম, অণুর কম্পন তত বেশি এবং তাই তাপ শক্তি তত বেশি।
২২) বৈদ্যুতিক বাল্ব কোন শক্তির সাহায্যে জ্বলে?
উত্তর :–বৈদ্যুতিক বাল্ব তড়িৎ শক্তির সাহায্যে জ্বলে।
২৩) কোন যন্ত্রের সাহায্যে দেহের উত্তাপ মাপা হয়?
উত্তর :– থার্মোমিটার যন্ত্রের সাহায্যে দেহের উত্তাপ বা তাপমাত্রা মাপা হয়।
২৪) কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়?
উত্তর :– 0 °(ডিগ্রি) সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয়?
২৫) কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয়?
উত্তর :– 100°ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয়।
২৬) উষ্ণতা মাপার সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেন?
উত্তর :-অ্যান্ডার্স সেলসিয়াস উষ্ণতা মাপার সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেন।
২৭) উষ্ণতা মাপার ফারেন হাইট স্কেল কে আবিষ্কার করেন?
উত্তর :– পদার্থবিদ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট উষ্ণতা মাপার ফারেন হাইট স্কেল কে আবিষ্কার করেন।
২৮) পারদ কী?
উত্তর :-পারদ হল একরকম এর তরল ধাতু।
২৯) উষ্ণতা কাকে বলে?
উত্তর :– তাপমাত্রা বা উষ্ণতা হল একটি ভৌত রাশি, যা গরম ও ঠান্ডার পরিমাণ প্রকাশ করে। তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে।
৩০) কুয়াশা কী?
উত্তর :-কুয়াশা হল ভূমির সংস্পর্শে থাকা মেঘমালা।
৩১) তাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর :–তাপ মাপার জন্য ক্যালোরিমিটার যন্ত্র ব্যবহার করা হয়।
৩২) পৃথিবী থেকে সূর্য কত দূরে অবস্থিত?
উত্তর :–পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব আনুমানিক ১৫ কোটি কিলোমিটার।
৩৩) সূর্যের সবচেয়ে কাছের ও দূরের গ্রহের নাম কী?
উত্তর :-কাছের গ্রহ বুধ, দূরের গ্রহ নেপচুন। (সূর্য থেকে দূরত্বের ক্রমে তারা; বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন ।)
৩৪) কক্ষপথ কাকে বলে?
উত্তর :-যে নির্দিষ্ট পথ ধরে পৃথিবী বা অন্যান্য গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথকে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ বলা হয় ।
৩৫) ধ্রুবতারা থাকে আকাশের কোন দিকে?
উত্তর :– ধ্রুবতারা উত্তর আকাশে দেখা যায়।
রহরা রামকৃষ্ণ মিশন এর পরীক্ষার আরও ডিটেলস জানতে ভিজিট করুন --- Click Here
রামকৃষ্ণ মিশন এবং নবোদয় এর কোচিং এর জন্য ক্লিক করুন :– Admission Now |