প্রাথমিক টেট শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি|child Psychology

🌍 প্রিয় ছাত্রছাত্রী

আজকে তোমাদের সঙ্গে online Mock Test শিশু মনস্তত্ত্ব ও pedagogy এর মকটেস্ট পর্ব- 14 শিশু মনস্তত্ত্ব ও pedagogy এর Mock Test  শেয়ার করছি। আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে Start The Quiz এ ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও।

1. শিক্ষা মনোবিজ্ঞান হলো ——

👉 মনোবিজ্ঞানের ফলিত শাখা।

2.”I wish to psychologize education”   কে বলেছেন?

👉পেস্তালসি

3.”A child is a book Life is by product of activities and education is born out of these activities ” এই উক্তিটি কার?

👉জন ডিউই

4. ” Teacher is the maker of man কে বলেছেন?

👉জন অ্যাডামস

5. “which the teacher is to learn from page to page” কে বলেছেন?

👉 রুশো

6. ” Psychology is the science of consciousness” উক্তিটি কার –

👉 Angel

7. মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন?

child Psychology

👉 অ্যারিস্টটল

7. মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন?

👉 অ্যারিস্টটল

8. মনোবিদ্যা আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান কথাটি কে সর্বপ্রথম বলেছেন?👉 ম্যাকডুগাল

9. মনোবিদ্যার বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের —

👉মানসিক প্রক্রিয়া

10. মনোবিদ্যার আলোচনা থেকে আত্মা, মন, চেতনা ও এদের সমার্থক শব্দের ব্যবহার বর্জন করেছেন-

👉 ওয়াটসন

11. ” শিক্ষা মনোবিদ্যার কাজ হল বিদ্যালয়ে শিখন এবং শিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা” এই কথাটি বলেছেন—- –

👉 বার্নার্ড

12. শিক্ষাক্ষেত্রে মনোবিদ্যা এর প্রয়োগ শুরু হয় অষ্টাদশ শতাব্দীর যে বিখ্যাত চিন্তাবিদের সময় থেকে তিনি হলেন-

👉রুশো

13. মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন-

👉 জোয়ান হারবার্ট

14. কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির উদ্ভাবক হলেন

👉👉 – জার্মান শিক্ষাবিদ ফ্রেডরিক ফ্রয়েবেল

child Psychology
child Psychology

Walnut Academy এর মক টেস্ট দেওয়ার পর সাথে সাথে নিজে রেজাল্ট পেয়ে যাবে এবং সঠিক ভুল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সেখানে বিভিন্ন চাকরির পরিক্ষার সমস্ত বিষয়ের মক টেস্ট দেওয়া রয়েছে। নিচের লিঙ্ক থেকে ক্লিক করে সেই মক টেস্ট ফ্রিতে দেওয়া যাবে। আমরা আশা করছি এর ফলে অনেক ছাত্র-ছাত্রী উপকৃত হবে।

Topic- শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি 
F.M-20

শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি

1 / 20

1. আদি এবং অকৃত্রিম একটি শিক্ষা সহায়ক উপকরণ হল ?

2 / 20

2. শিক্ষিত জনসমাজে ব্যবহৃত মার্জিত কথ্যভাষার স্বীকৃত তথা মানারূপ হল –

3 / 20

3. কোন পাঠের ক্ষেত্রে মানস – দৈহিক প্রক্রিয়াগুলি বর্তমান থাকে ?

4 / 20

4. কত বছর বয়সে শিশুর শব্দভান্ডার দ্রুত হারে বৃদ্ধির পেতে থাকে ?

5 / 20

5. অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতির নাম কি ?

6 / 20

6. Inductive Method এই পদ্ধতির সৃষ্টি হয়েছে কিসের জন্য ?

7 / 20

7. ব্যাকরণ শেখানোর শ্রেষ্ঠ পদ্ধতি হল-

8 / 20

8. বিদ্যালয়ে বাংলা কবিতা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কোন দিকটি প্রভাবিত করবে না বলে আপনি মনে হয় ?

9 / 20

9. ধ্বনিতত্ত্ব বোঝার পক্ষে যথেষ্ট সহায়ক বিষয় হল-

10 / 20

10. NCF, 2005 অনুসারে, একজন শিক্ষকের ভূমিকা হতে হবে:

11 / 20

11. 6-14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে –

12 / 20

12. নীচের কোনটি প্রেষণা শিক্ষণ হিসাবে মনে করা হয় ?

13 / 20

13. ব্ল্যাকবোর্ড নিচের কোন ধরণের শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে পড়ে ?

14 / 20

14. একজন অভিভাবক কখনো বিদ্যালয়ে আসেন না সাক্ষাৎ করতে। আপনি কি করবেন ?

15 / 20

15. কিন্ডারগার্টেন ব্যবস্থার উদ্ভাবক কে ?

16 / 20

16. কিভাবে একজন শিক্ষক সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারবেন ?

17 / 20

17. পরিবার হল কোন ধরনের শিক্ষার কোন মাধ্যম ?

18 / 20

18. শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীতে আগ্রহ সৃষ্টির জন্য শিক্ষকের উচিত-

19 / 20

19. নীচের কোন স্থানে শিশুদের জ্ঞানমূলক বিকাশকে সবচেয়ে ভালোভাবে বোঝা যায় ?

20 / 20

20. কে শিশুর বুদ্ধি উন্নয়নের চারটি স্তরের কথা উল্লেখ করেছেন ?

কিছুক্ষন অপেক্ষা করুন

Your score is

The average score is 70%

0%

READ MORE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

1 thought on “প্রাথমিক টেট শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি|child Psychology”

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk