STATIC GK||সাধারণ জ্ঞান এই টপিকটি সর্ব ভারতীয় সব ধরনের পরীক্ষার জন্য অপরিহার্য
STATIC GK||সাধারণ জ্ঞান——
১। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী ?
উঃ। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।
২। ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী ?
উঃ। নির্মলা সিতারামন।
৩। মানুষের শরীরে কতগুলি হাড় আছে?
উঃ। মানুষের শরীরে ২০৬টি হাড় আছে।
৪। একজন সুস্থ মানুষের নাড়ীর স্পন্দন মিনিটে কত বার হয়?
উঃ । একজন সুস্থ মানুষের নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে ৭২ বার হয়।
STATIC GK||সাধারণ জ্ঞান
৫। আমাদের শরীরের প্রত্যঙ্গ কাকে বলে ?
উঃ। আমাদের দুটি হাত ও দুটি পা কে প্রত্যঙ্গ বলে।
৬। উদ্ভিদ কাকে বলে ?
উঃ। মাটি ভেদ করে যা জন্মায় তাকে উদ্ভিদ বলে। যেমন — গাছ।
৭। রাতে ফোটে এমন তিনটি ফুলের নাম লেখো।
উঃ। জুঁই, বেল ও শিউলি।
৮। কোন্ পশুর একপাটি দাঁত আছে?
উঃ। গরুর এক পাটি দাঁত আছে।
STATIC GK||সাধারণ জ্ঞান
৯। কোন্ পাখিকে দর্জি পাখি বলে?
উঃ। টুনটুনি পাখিকে দর্জি পাখি বলে।
১০। কোন্ কোন্ পাখি কথা বলে ?
উঃ। ময়না, টিয়া, কাকাতুয়া, ইত্যাদি পাখি কথা বলে।
১১। তোমার জানা দুটি যাযাবর পাখির নাম লেখো।
উঃ। পাপিয়া, পানকৌড়ি।
১২। কোন্ পতঙ্গ কাজ করে সবেচেয়ে বেশি কিন্তু খায় খুব কম। ?
উঃ। মৌমাছি সবচেয়ে বেশি কাজ করে। কিন্তু খায় খুব কম।
১৩। পিঁপড়ের কয়টি পা ও কয়টি ডানা ?
উঃ। পিঁপড়ের ছয়টি পা ও চারটি ডানা।
১৪। মাছ কীভাবে শ্বাসকার্য চালায়?
উঃ। মাছ কানকোর সাহায্যে শ্বাসকার্য চালায়।
১৫। সূর্যগ্রহণ কোন্ তিথিতে হয়?
উঃ। অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়।
১৬। রামধনু কখন দেখা যায়?
উঃ। বৃষ্টির পর আকাশ যদি মেঘযুক্ত ও রৌদ্রোজ্জ্বল থাকে তবে সূর্যের বিপরীত দিকে
আকাশে রামধনু দেখা যায়।
১৭। দ্বীপ কাকে বলে ?
উঃ। চারিদিকে জল মাঝখানে স্থল এমন জায়গাকে দ্বীপ বলে।
১৮। সাগর কাকে বলে ?
উঃ। বিশাল ও বিস্তৃত জলরাশিকে সাগর বলে।
STATIC GK||সাধারণ জ্ঞান🫴🫴
১৯। কলকাতায় কবে পাতাল রেল চালু হয়?
উঃ। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর (এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত)।
২০। সুবক্তগীনের রাজধানীর নাম কী ছিল?
উঃ। সুবক্তগীনের রাজধানীর নাম গজনি।
২১। পারস্যের প্রথম রাজার নাম কী ?
উঃ। পারস্যের প্রথম রাজার নাম সাইরাস।
২২। হর্ষবর্ধনের রাজধানীর নাম কী ছিল ?
উঃ। হর্ষবর্ধনের রাজধানীর নাম থানেশ্বর।
২৩। ‘ঠাকুরমার ঝুলির লেখক কে?
উঃ। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
২৪। বাংলায় প্রথম কে রামায়ণ রচনা করেন? উঃ। কৃত্তিবাস ওঝা।
২৫। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় কে?
উঃ। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় ব্রাজিলের পেলে।
২৬। ইংল্যান্ডের জাতীয় খেলা কী?
উঃ। ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট।
২৭। ভারতের জাতীয় বাণী কী ?
উঃ। ভারতের জাতীয় বাণী ‘সত্যমেব জয়তে’।
২৮। গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে ?
উঃ। হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে।
২৯। পৃথিবীতে কবে দিন ও রাত সমান হয় ?
উঃ। ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীতে দিন ও রাত সমান হয়।
STATIC GK||সাধারণ জ্ঞান👇👇👇
৩০। অজন্তা কী জন্য বিখ্যাত ?
উঃ। অজন্তা একটি গুহা মন্দির, মধ্যযুগের উন্নত ভাস্কর্য শিল্পের জন্য বিখ্যাত।
৩১। গঙ্গার কোন্ অংশের নাম হুগলি ?
উঃ। হুগলি শহর থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নাম হুগলি।
৩২। পশ্চিমবঙ্গের কোন্ জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
উঃ। পুরুলিয়া জেলায় (১৩০ সেমি.) ।
৩৩। পৃথিবীর কোন্ মহাদেশে মরুভূমি নেই?
উঃ। ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই।
৩৪।পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্যের নাম কী?
উঃ। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ দ্রব্যের নাম কয়লা।
৩৫। বর্তমান কর্ণাটক রাজ্যের আগের নাম কী ছিল ?
উঃ। বর্তমান কর্ণাটক রাজ্যের আগের নাম ছিল মহীশূর।
৩৬। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো জেলা কোনটি ?
উঃ। দক্ষিণ ২৪ পরগনা (৯,৯৬০ বর্গ কিমি)।
WBP POLICE officials websites- 👇👇👇
Click Here READ MORE