আমাদের মনের যাবতীয় ভাব প্রকাশের জন্য আমরা বিভিন্ন ধরনের বাক্যের সাহায্য নিই। Game-Changing Kinds of Sentences by Meaning
মূলতঃ ছ’ ধরনের বাক্যের সাহায্যে আমাদের সমস্ত মানসিক চিন্তাভাবনা প্রকাশ করে থাকি। যেমন:
- আমরা সাধারণভাবে কোনও কথা বা ঘটনার কথা বিবৃত করতে পারি Assertive Sentence বা Statement-এর মাধ্যমে।
- কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি Interrogative Sentence বা Question-এর সাহায্যে।
- কখনও আদেশ, উপদেশ বা অনুরোধ করতে পারি Imperative Sentence ব্যবহার করে।
- আবার, আবেগ, দুঃখ, আনন্দ কিংবা হতাশাও প্রকাশ করতে পারি Exclamatory Sentence-এর মাধ্যমে।
- কোনও কোনও সময় প্রার্থনা বা মনের ইচ্ছাও প্রকাশ করতে পারি যে বাক্য দিয়ে তা হল Optative Sentence
- যে বাক্যে গুরুত্ব বা জোর দিয়ে কোনও কথা বলতে পারি তাকে Emphatic Sentence বলা হয়।
সুতরাং অর্থের রকমফের অনুযায়ী বাক্য ছ’ ধরনের এবং প্রয়োজনমতো কয়েকটি ধরনের ক্ষেত্রে তাদের Affirmative (হ্যাঁ-সূচক) ও Negative (না-সূচক) রূপ হয়ে থাকে।
নীচে বিভিন্ন প্রকার Sentence সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হল।
Assertive Sentence or Statement (বিবৃতিমূলক বাক্য):–
নেতাজী সুভাষচন্দ্র ভারতর গৌরব-Netaji Subhashchandra is the pride of India.
শিবাজী সাহসী যোদ্ধা ছিলেন-Shivaji was a brave soldier.
ভারতবর্ষ স্বাধীন দেশ-India is an independent country.
কলকাতায় বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে-People of various communities live in Kolkata.
দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি পরাজিত হয়েছিল-Germany was defeated in the Second World War.
সূর্য পূর্বদিকে ওঠে-The sun rises in the east.
বারাণসী পৃথিবীর প্রাচীনতম নগরী বলে পরিচিত-Varanasi is known to be the oldest city of the world.
প্রাচীন গ্রীসদেশ ইউরোপের গর্ব-The ancient Greece was the pride of Europe.
ঘূর্ণিঝড়ে দুশো লোক মারা গিয়েছিল-Two hundred people lost their lives in the cyclone.
বাবু রাজেন্দ্রপ্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন-Babu Rajendraprasad was the first President of India.
মানুষ জল ছাড়া বাঁচতে পারে না-Man cannot live without water.
কোনও লোকই সম্পূর্ণ স্বাধীন নয়-No man is totally free.
সতীশ খুব বুদ্ধিমান নয়-Satish is not very intelligent.
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য ):—
তুমি কে?-Who are you?
তোমরা ক’জন ভাইবোন?-How many brothers and sisters are you ?
রবীন্দ্রনাথকে কে না জানে?-Who does not know Rabindranath?
সে কি প্রতিদিন স্কুলে যায়?-Does he go to school everyday?
কমলের কি কোনও বন্ধু আছে?-Has Kamal any friend?
তুমি কাঁদছ কেন?-Why are you weeping?
আমরা কি এখানে একা?-Are we alone here?
তোমার বাবা কী করেন?- What is your father?
Note: ওপরের বাক্যগুলির মাধ্যমে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। এই ধরনের বাক্যকেInterrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে।
তুমি কি যাবে না?-Will you not go?
স্বপন কি এটা জানে না?-Does not Swapan know it?
তুমি কি দুধ খাও না?-Do you not take milk?
তুমি পড়ছ না কেন?-Why are you not reading?
সে কি রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ পড়ে নি?-Has he not read Rabindranath’s Shesher Kabita?
Interrogative Sentence:—
তুমি কে?-Who are you ?
তোমরা ক’জন ভাইবোন।-How many brothers and sisters are you?
রবীন্দ্রনাথকে কে না জানে?-Who does not know Rabindranath?
সে কি প্রতিদিন স্কুলে যায়?-Does he go to school everyday?কমলের কি কোনও বন্ধু আছে?-Has Kamal any friend?
তুমি কাঁদছ কেন?-Why are you weeping?
আমরা কি এখানে একা?-Are we alone here?
তোমার বাবা কী করেন?-What is your father?
তোমার বাবা কি ভালো আছেন-Is your father well?
Note: ওপরের বাক্যগুলির মাধ্যমে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। এই ধরনের বাক্যকেInterrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে
আকাশে মেঘ নেই– There is no cloud in the sky.
এই গ্রামে একটি স্কুল আছে- There is a school in this village.
এই ক্লাসে অনেক ছেলে আছে-There are many boys in this class.
এই কুপে জল নেই-There is no water in this well.
এই গ্রামে একটি ধনী লোক বাস করতেন-There lived a rich man in this village.
দ্বারে একটি ভিক্ষুক দাঁড়িয়ে ছিল-There stood a beggar at this door.
এই বাগানে অনেক গাছ আছে-There are many trees in this garden.
এই গ্রামে একটি বৃদ্ধ চাষি বাস করত- There lived an old farmer in this village.
Note: এই sentence গুলিতে ‘There’ এর নির্দিষ্ট কোনও অর্থ নেই। এখানে শুধু sentence আরম্ভ(introduce) করার জন্য There ব্যবহার হয়েছে। তাই এই ধরনের ‘There’ কে Introductory There বলা হয়।
এই ধরনের বাক্যের গঠনরীতি দেখঃ