ভারতের অর্থনীতি বাংলা ভাষায়……
Indian Economy in Bengali
১. অর্থনীতির জনক কাকে বলা হয় ?
উঃ অ্যাডাম স্মিথ।
২. A country is poor because it is poor- কার উক্তি ?
উঃ রাগনার নার্কসে।
৩. HDI (Human Development Index) এর সৃষ্টি কর্তা কে ?
উঃ মেহবুব-উল-হক।
৪. ‘Financial Year’- কত তারিখ থেকে গণনা করা হয় ?
উঃ 1st এপ্রিল – 31st মার্চ।
৫. ‘Wealth of Nations’ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ অ্যাডাম স্মিথ।
৬. ‘National Income Committee’- গঠিত হয় কার সভাপতিত্বে ?উঃ প্রশান্তচন্দ্র মহলানবীশ।
ভারতের অর্থনীতি MCQ//
Indian Economy in Bengali
৭. ভারতে জাতীয় আয়ের পরিমাপ কে করে ?
উঃ সেন্ট্রাল স্ট্যাটিসটিকাল অর্গানাইজেশন (CSO)।
৮. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন ডিসি।
৯. স্বল্প সুদের নীতি কী নামে পরিচিত ?
উঃ চিপমানি পলিসি।
১o. কোন সংস্থা বিশ্ব অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে ?
উঃ IMF (International Monetary Fund)স্থাপিত হয়েছিল ?
উঃ ১৯৩৫ সালে।
১৫. নীতি আয়োগের বর্তমান চেয়ারপার্সন কে রয়েছেন ?
উঃ নরেন্দ্র মোদী।
১৬. জাতীয় উন্নয়ন পর্ষদ ( National Development Council ) কবে গঠিত হয় ?
উঃ ১৯৫২ সালের ৬ই আগস্ট।
১৭. NABARD কবে গঠিত হয় ?
উঃ ১৯৮২ সালে।
১৮. হলুদ বিপ্লব কীসের সঙ্গে যুক্ত ?
উঃ Oil Seeds.
১৯. নীল বিপ্লব কীসের সঙ্গে যুক্ত ?
উঃ মাছ।
২০. Indian Oil Corporation কত সালে প্রতিষ্ঠত হয় ?
উঃ ১৯৬৪ সালে।
২১. RBI এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উঃ মুম্বাই
২২. State Bank of India -এর আগের নাম কী ছিল ?
উঃ ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
২৩. ভারতের First payment Bank কোনটি ?
উঃ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক(২০১৭)।
২৪. VAT- এর পুরো নাম কী ?
উঃ Value Added Tax.
২৫. Who is the first chairman of National planing commission- ?
উঃ পন্ডিত জহরলাল নেহেরু।
২৬. ভারতে প্রথম অর্থনীতির পরিকল্পনা কে করেছিলেন ?
উঃ স্যার এম বিশ্বে শ্বরাই(১৯৩৪)।
২৭. 500 ও 1000 টাকার নোট বাতিল করা হয়েছিল কবে?
উঃ ২০১৬ সালের ৮ই নভেম্বর।
২৮. Community Development Program সালে হয়েছিল ?
উঃ ১৯৫২ সালে।
২৯. ভারতের অর্থনীতি কি ধরনের ?উঃ মিশ্র অর্থনীতি (Mixed Economy)
৩০. CRR এর পুরো নাম কি ?
উঃ Cash Reserve Ratio.
Next