এই পোস্ট টি Indian Sports||খেলা সংক্রান্ত MCQ এর সম্পর্কিত যেটা সর্বভারতীয় সমস্ত পরিক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ।।।।
1. বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?
Ans:-ইংল্যান্ডে
2. এফ, এ কাপের প্রবর্তন হয়েছিল কোন সালে?
Ans-1971 সালে
3.বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি?
Ans:-ইংল্যান্ডের শেফিল্ড ক্লাব।
4.আই এফ এ শিল্ড কোন্ সাল থেকে শুরু হয়?
Ans:-1973 সালে
5.কোন ভারতীয় দল সর্বপ্রথম আই, এফ এ মঞ্চ জয় লাভ করে?উত্তর: মোহনবাগান (১৯১১)।
6.সর্বপ্রথম আই, এফ. এ শিল্ড কোন্ দল জয় লাভ করে?
উত্তর: রয়্যাল আইরিশ রাইফেল।
7. ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম টুর্নামেন্ট কোনটি?
উত্তর: ট্রেডস কাপ।
8.কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল খেলা কোন সালে শুরু হয়?
উত্তর: ১৮৮৯ সালে।
9. ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত।
Ans:- ১৮৯২ সালে।
10.সর্বপ্রথম আন্তর্জাতিক ফুটবল ক্রীড়াপ্রতিযোগিতা কবে শুরু হয়?
Ans:-১৮৭২ সালে।
11.অলিম্পিক ফুটবলের খেলা কত সালে শুরু হয়?
উত্তর: ১৯০০ সালে।
12. কোন ভারতীয় দল ফুটবলের মধ্যে প্রথম ত্রিমুকুট বিজয়ী হয়?উত্তর: ইস্টবেঙ্গল।
13.প্রথম বিশ্বকাপে কটি দেশ যোগ দিয়েছিল?
উত্তর: ১৩টি দেশ।
14.) ভারত তথা এশিয়ার সবচেয়ে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি।
উত্তর: ডুরান্ড কাপ।
15. কবে প্রথম খেলোয়াড়দের জার্নিতে নম্বর লাগানোর প্রথা চালু হয়?
Ans-1939 সালে।
16.কলকাতার কোন দলের জার্সির রং লাল এবং হলুদ?
উত্তর: ইস্টবেঙ্গল-এর।
17.ডুরান্ড কাপের খেলা প্রথম কোন শহরে শুরু হয়ে ছিল?
উত্তর: সিমলাতে।
18.ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবের নামকী?
উত্তর: ক্যালকাটা ডালহৌসি ক্লাব।
19.ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পান?
উত্তর: পি. কে. ব্যানার্জী।
20: ভারতীয় ফুটবলের জনক হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? উত্তর: নগেন্দ্রনাথ সর্বাধিকারী-কে।
21. কোন খেলোয়াড়কে ফুটবলের যাদুকর বা সম্রাট বলা হয়?উত্তর: পেলে-কে।
22.কোন বিশিষ্ট ভারতীয় খেলোয়াড়কে চিনের প্রাচীর নামে অভিহিত করা হয়?
উত্তর: গোষ্ঠপালকে।
Indian Sports
23: এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়েছিল?
Ans–1956 সলে।
24.পালতোলা নৌকা কোন্ ফুটবল দলের প্রতীক?
উত্তর: মোহনবাগান দলের
25.কোন্ দেশ তিনবার বিশ্বকাপ জয় করে জুলেরিমে কাপ চিরদিনের জন্য নিয়ে যায়?
উত্তর: ব্রাজিল।
26: এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরুহয়েছিল?
উত্তর: ১৯৫৬ সালে।
27.বিশ্বকাপে হাজারতম গোলটি কে করেন?
উত্তর: রেনসেন ব্রিঙ্ক।
27. মহিলা ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পান?
উত্তর: শান্তি মল্লিক।
29.মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হয় কোন দেশ এবং কবে শুরু হয়?
উত্তর: ১৯৯১ সালে (চিনে)।
30.কোন ফুটবলার প্রথম ‘নাইট’খেলাধূলা উপাধি পেয়েছিলেন?
উত্তর: স্ট্যানলি ম্যাথুজ।
31.প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিতহয়?
উত্তর: ১৯৩০ সালে।
32. সবচেয়ে বেশিবার এশিয়ান গেমসের আসর কোথায় বসেছিল?উত্তর: ব্যাংককে।
33.প্রথম সাফ গেমসের আসব কোথায়বসেছিল?উত্তর: কাঠমান্ডুতে (নেপাল)।
34. কোন ভারতীয় ফুটবলার প্রথম বিদেশি ফুটবল ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করেন?
উত্তর: ভাইচুং ভুটিয়া।
35.’মাই লাইফ অ্যান্ড দি বিউটি’ বইটি কার আত্মজীবনী?
উত্তর: পেলের।
36. কোন খেলোয়াড় ফুটবল ও ক্রিকেট দুটিরই ২বিশ্বকাপ খেলেছেন?
Ans:- ভিভ রিচার্ডস।
37.আন্তর্জাতিক ফুটবল খেলার স্থিতিকাল কত মিনিট?
উত্তর: বিরতি সহ ৯৫ মিনিট।
Indian Sports
খেলা ধুলা সংক্রান্ত MCQ
38.আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠের আয়তন?
উত্তর: দৈর্ঘ্যে ১১০ মিটার এবং প্রস্থে ৭০ মিটার।
39. নিজাম গোল্ড কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত?
Ans:- ফুটবল
40.ফুটবলে (সাকার) খেলোয়াড়ের সংখ্যা কত?
Ans:-১১ জন।
41. রাজার খেলা কোন্ খেলাকে বলা হয়?
Ans:- ক্রিকেট
42.ভারতে ক্রিকেট খেলা কবে চালু হয়?
উত্তর: ১৭৯২ সালে।
43.প্রথম বিশ্বকাপ ক্রিকেটে কোন্ দেশ জয় করে?
উত্তর: ওয়েস্ট ইন্ডিজ।
44.কোন খেলোয়াড়কে বলা হত ব্যাক ব্র্যাডম্যান’?
উত্তর: লিয়ার কনস্ট্যানটাইন কে।
45.পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি?
উত্তর: ইংল্যান্ডের লর্ডস।
46.আম্পেয়ার যখন দুটি হাত মাথার ওপর উত্তোলিত করেন, তার দ্বারা কী বোঝানো হয়?
উত্তর: ওভার বাউন্ডারি।
47.টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের গৌরবকোন ভারতীয় অর্জন করেন?
উত্তর: হরভজন সিং।
48. সৌরভ গাঙ্গুলির ক্রিকেট টেস্ট খেলার সূচনাহয় কোন দলের বিরুদ্ধে?
উত্তর: শ্রীলঙ্কার।
49.কোনো কারণে ব্যাট করা বল হারিয়ে গেলে Lost Ball হিসাবে কত রান যোগ করা হবে?
উত্তর: ৬ রান।
50. রঞ্জিট্রফি কোন মহান খেলোয়াড়ের নামে নামাঙ্কিত?
উত্তর: রণজিৎ সিং-জি।
Indian Sports
||খেলা সংক্রান্ত MCQ––
51. আন্তঃ রাজ্যস্তরে কবে রঞ্জিট্রফি শুরু হয়?
উত্তর: ১৯৩৪ সালে।
52. ‘গুগলি’ শব্দটি কীসের সঙ্গে যুক্ত?
উত্তর: ক্রিকেট।
53. ক্রিকেট ব্যাটের ওজন কত হয়ে থাকে?
উত্তর: ২ পাউন্ড ৩ আউন্স।
54. হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল?
উত্তর: কনক।
55. ভারতে প্রথম হকি খেলার প্রচলন কবেহয়েছিল?
উত্তরঃ ১৮৭৫ সালে।
56. ‘ক্রিকেটের কাশি’ কোন স্টেডিয়ামকে বলাহয়?উত্তর: ইডেন গার্ডেন-কে।
57.ভারতের কোন পুরুষ প্রথম ইংলিশচ্যানেল পার হন?
উত্তর -মিহির সেন।
58.সৌরভ গাঙ্গুলির ক্রিকেট টেস্ট খেলার সূচনা হয় কোন দলের বিরুদ্ধে?
উত্তর: শ্রীলঙ্কার।
59.ভলিবল খেলায় সর্বাধিক কতজনখেলোয়াড় থাকে?
উত্তর: ৬+৬= ১২ জন।
60.অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে?
উত্তর: কে. ডি. যাদব (কুস্তিতে ব্রোঞ্জ পদকজয়ী)
SSC official website online apply— Click Here
Walnut Academy official link —– Click Here