Indian Sports

এই পোস্ট টি Indian Sports||খেলা সংক্রান্ত MCQ এর সম্পর্কিত যেটা সর্বভারতীয় সমস্ত পরিক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ।।।।

1. বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?

Ans:-ইংল্যান্ডে

2. এফ, এ কাপের প্রবর্তন হয়েছিল কোন সালে?

Ans-1971 সালে

3.বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি?

Ans:-ইংল্যান্ডের শেফিল্ড ক্লাব।

4.আই এফ এ শিল্ড কোন্ সাল থেকে শুরু হয়?

Ans:-1973 সালে

5.কোন ভারতীয় দল সর্বপ্রথম আই, এফ এ মঞ্চ জয় লাভ করে?উত্তর: মোহনবাগান (১৯১১)।

6.সর্বপ্রথম আই, এফ. এ শিল্ড কোন্ দল জয় লাভ করে?

উত্তর: রয়্যাল আইরিশ রাইফেল।

7. ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম টুর্নামেন্ট কোনটি?

উত্তর: ট্রেডস কাপ।

8.কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল খেলা কোন সালে শুরু হয়?

উত্তর: ১৮৮৯ সালে।

9. ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত।

Ans:- ১৮৯২ সালে।

10.সর্বপ্রথম আন্তর্জাতিক ফুটবল ক্রীড়াপ্রতিযোগিতা কবে শুরু হয়?

Ans:-১৮৭২ সালে।

11.অলিম্পিক ফুটবলের খেলা কত সালে শুরু হয়?

উত্তর: ১৯০০ সালে।

12. কোন ভারতীয় দল ফুটবলের মধ্যে প্রথম ত্রিমুকুট বিজয়ী হয়?উত্তর: ইস্টবেঙ্গল।

13.প্রথম বিশ্বকাপে কটি দেশ যোগ দিয়েছিল?

উত্তর: ১৩টি দেশ।

14.) ভারত তথা এশিয়ার সবচেয়ে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি।

উত্তর: ডুরান্ড কাপ।

15. কবে প্রথম খেলোয়াড়দের জার্নিতে নম্বর লাগানোর প্রথা চালু হয়?

Ans-1939 সালে।

16.কলকাতার কোন দলের জার্সির রং লাল এবং হলুদ?

উত্তর: ইস্টবেঙ্গল-এর।

17.ডুরান্ড কাপের খেলা প্রথম কোন শহরে শুরু হয়ে ছিল?

উত্তর: সিমলাতে।

18.ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবের নামকী?

উত্তর: ক্যালকাটা ডালহৌসি ক্লাব।

19.ভারতীয় ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পান?

উত্তর: পি. কে. ব্যানার্জী।

20: ভারতীয় ফুটবলের জনক হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? উত্তর: নগেন্দ্রনাথ সর্বাধিকারী-কে।

21. কোন খেলোয়াড়কে ফুটবলের যাদুকর বা সম্রাট বলা হয়?উত্তর: পেলে-কে।

22.কোন বিশিষ্ট ভারতীয় খেলোয়াড়কে চিনের প্রাচীর নামে অভিহিত করা হয়?

উত্তর: গোষ্ঠপালকে।

Indian Sports

23: এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়েছিল?

Ans–1956 সলে।

24.পালতোলা নৌকা কোন্ ফুটবল দলের প্রতীক?

উত্তর: মোহনবাগান দলের

25.কোন্ দেশ তিনবার বিশ্বকাপ জয় করে জুলেরিমে কাপ চিরদিনের জন্য নিয়ে যায়?

উত্তর: ব্রাজিল।

26: এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরুহয়েছিল?

উত্তর: ১৯৫৬ সালে।

27.বিশ্বকাপে হাজারতম গোলটি কে করেন?

উত্তর: রেনসেন ব্রিঙ্ক।

27. মহিলা ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পান?

উত্তর: শান্তি মল্লিক।

29.মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হয় কোন দেশ এবং কবে শুরু হয়?

উত্তর: ১৯৯১ সালে (চিনে)।

30.কোন ফুটবলার প্রথম ‘নাইট’খেলাধূলা উপাধি পেয়েছিলেন?

উত্তর: স্ট্যানলি ম্যাথুজ।

31.প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিতহয়?

উত্তর: ১৯৩০ সালে।

32. সবচেয়ে বেশিবার এশিয়ান গেমসের আসর কোথায় বসেছিল?উত্তর: ব্যাংককে।

33.প্রথম সাফ গেমসের আসব কোথায়বসেছিল?উত্তর: কাঠমান্ডুতে (নেপাল)।

34. কোন ভারতীয় ফুটবলার প্রথম বিদেশি ফুটবল ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করেন?

উত্তর: ভাইচুং ভুটিয়া।

35.’মাই লাইফ অ্যান্ড দি বিউটি’ বইটি কার আত্মজীবনী?

উত্তর: পেলের।

36. কোন খেলোয়াড় ফুটবল ও ক্রিকেট দুটিরই ২বিশ্বকাপ খেলেছেন?

Ans:- ভিভ রিচার্ডস।

37.আন্তর্জাতিক ফুটবল খেলার স্থিতিকাল কত মিনিট?

উত্তর: বিরতি সহ ৯৫ মিনিট।

Indian Sports

খেলা ধুলা সংক্রান্ত MCQ

38.আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠের আয়তন?

উত্তর: দৈর্ঘ্যে ১১০ মিটার এবং প্রস্থে ৭০ মিটার।

39. নিজাম গোল্ড কাপ কোন্ খেলার সঙ্গে যুক্ত?

Ans:- ফুটবল

40.ফুটবলে (সাকার) খেলোয়াড়ের সংখ্যা কত?

Ans:-১১ জন।

41. রাজার খেলা কোন্ খেলাকে বলা হয়?

Ans:- ক্রিকেট

42.ভারতে ক্রিকেট খেলা কবে চালু হয়?

উত্তর: ১৭৯২ সালে।

43.প্রথম বিশ্বকাপ ক্রিকেটে কোন্ দেশ জয় করে?

উত্তর: ওয়েস্ট ইন্ডিজ।

44.কোন খেলোয়াড়কে বলা হত ব্যাক ব্র্যাডম্যান’?

উত্তর: লিয়ার কনস্ট্যানটাইন কে।

45.পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি?

উত্তর: ইংল্যান্ডের লর্ডস।

46.আম্পেয়ার যখন দুটি হাত মাথার ওপর উত্তোলিত করেন, তার দ্বারা কী বোঝানো হয়?

উত্তর: ওভার বাউন্ডারি।

47.টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের গৌরবকোন ভারতীয় অর্জন করেন?

উত্তর: হরভজন সিং।

48. সৌরভ গাঙ্গুলির ক্রিকেট টেস্ট খেলার সূচনাহয় কোন দলের বিরুদ্ধে?

উত্তর: শ্রীলঙ্কার।

49.কোনো কারণে ব্যাট করা বল হারিয়ে গেলে Lost Ball হিসাবে কত রান যোগ করা হবে?

উত্তর: ৬ রান।

50. রঞ্জিট্রফি কোন মহান খেলোয়াড়ের নামে নামাঙ্কিত?

উত্তর: রণজিৎ সিং-জি।

Indian Sports

||খেলা সংক্রান্ত MCQ

51. আন্তঃ রাজ্যস্তরে কবে রঞ্জিট্রফি শুরু হয়?

উত্তর: ১৯৩৪ সালে।

52. ‘গুগলি’ শব্দটি কীসের সঙ্গে যুক্ত?

উত্তর: ক্রিকেট।

53. ক্রিকেট ব্যাটের ওজন কত হয়ে থাকে?

উত্তর: ২ পাউন্ড ৩ আউন্স।

54. হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল?

উত্তর: কনক।

55. ভারতে প্রথম হকি খেলার প্রচলন কবেহয়েছিল?

উত্তরঃ ১৮৭৫ সালে।

56. ‘ক্রিকেটের কাশি’ কোন স্টেডিয়ামকে বলাহয়?উত্তর: ইডেন গার্ডেন-কে।

57.ভারতের কোন পুরুষ প্রথম ইংলিশচ্যানেল পার হন?

উত্তর -মিহির সেন।

58.সৌরভ গাঙ্গুলির ক্রিকেট টেস্ট খেলার সূচনা হয় কোন দলের বিরুদ্ধে?

উত্তর: শ্রীলঙ্কার।

59.ভলিবল খেলায় সর্বাধিক কতজনখেলোয়াড় থাকে?

উত্তর: ৬+৬= ১২ জন।

60.অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে?

উত্তর: কে. ডি. যাদব (কুস্তিতে ব্রোঞ্জ পদকজয়ী)

SSC official website online apply Click Here

Walnut Academy official link —– Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk