IQ Test Online And Solutions || নিজের মানসিক বুদ্ধি কত জানুন।

এই পোস্ট এর মাধ্যমে নিজের IQ জানুন। IQ Test Online And Solutions

বুদ্ধ্যঙ্ক (IQ) :–বিনের মানসিক বয়সের ধারণার উপর ভিত্তি করে উইলিয়াম স্টার্ন বুদ্ধির পরিমাপ সংখ্যা দ্বারা প্রকাশের জন্য সূচকের ধারণার প্রবর্তন করেছিলেন। এই সূচক হল বুদ্ধ্যঙ্ক বা I.Q

I.Q=(মানসিক বয়স (Mental Age )÷দৈহিক বয়স )(Chronological Age) ‘x 100

বুদ্ধ্যঙ্ক অনুযায়ী শ্রেণিভাগ (Terman)

140 এর বেশি = প্রতিভাবান।

120-139 = অতি উন্নত বুদ্ধি বা উচ্চ মেধাসম্পন্ন ।

110-119 = মেধাবী বা বুদ্ধিমান।

90-110 = স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন বা গড়

80-89 = স্বল্প বুদ্ধিসম্পন্ন

70-79 = খুবই স্বল্প বুদ্ধিসম্পন্ন।

70 এর নীচে ক্ষীণ বুদ্ধিসম্পন্ন বা মানসিক প্রতিবন্ধী।

70 এর নীচে ও 50 এর উপরে শিক্ষার্থী 10-11 বছর পর্যন্ত প্রথম শ্রেণিতেই থাকে।

পরিবেশগত সুবিধা পেলে 14-15 বছরে চতুর্থ শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হতে পারে।

70 থেকে 85 I.Q হলে বেশির ভাগই ৫ম ও ৬ষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা অর্জনে সক্ষম হন।

যথেষ্ট অনুশীলন ও সুযোগ পেলে তারা অষ্টম শ্রেণী পর্যন্ত যেতে পারে।

85 থেকে 115 I.Q হলে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।অল্প সংখ্যক অনুশীলন, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে ডিগ্রি লাভ করতে পারে।

115 এর বেশি I.Q হলে শিক্ষার্থীরা ভালো শিক্ষার্থী হিসাবে বিবেচিত হয়

বিজ্ঞানের ক্ষেত্রে দরকারSpatial Reasoning, Perceptual Mechanical ability.

মানবিক পাঠক্রম ক্ষেত্রে দরকার Verbal ability, Memoryword fluency.

বাণিজ্য বিভাগের জন্য দরকার – Numerical ability. memory,reasoning ability.

প্রয়োজনীয় বুদ্ধ্যঙ্ক বা I.Q

উচ্চ বৃত্তিজীবী ক্ষেত্রে 120 এর বেশি

সাধারণ দক্ষতা সম্পন্ন 100-114

প্রযুক্তি শাখার জন্য -114

বিজ্ঞান শাখার জন্যে -108

মানবিক শাখার জন্য 106

বাণিজ্য শাখার জন্য 104

সাধারণ বৃত্তিজীবী 115

আধাদক্ষ শ্রমিক-95-100

অদক্ষ শ্রমিক 90-95

প্রতিভাবান কারা -(IQ Test Online And Solutions নিজের বুদ্ধি নিজেই যাচাই করুন)

টারম্যানের মতে, প্রতিভাবানদের বুদ্ধ্যঙ্ক হবে 140 বা তার বেশি এদের বিকাশ দ্রুত এবং প্রায় 30 বছর বয়স পর্যন্ত ,এদের মধ্যে অনুসন্ধিৎসা, কৌতূহল প্রবল আকারে দেখা কাজে ঝুঁকি আছে সেই ধরনের কাজ এরা পছন্দ করে। মূর্ত চিন্তা থেকে বিমূর্ত চিন্তার প্রতি এদের আগ্রহ বেশি দেখা যায়। ক্ষতিকারক দিক হল খারাপ হাতের লেখা, বাকপটু, সমালোচক, অশান্ত চিন্তা ,ত্বরন বৃদ্ধিকরনের মাধ্যমে এদের শিক্ষা দেওয়া হয়।

পিছিয়ে পরা কারা::-

যে শিক্ষার্থী তার সমবয়সী বা অন্যান্য শিশুদের মতো শিক্ষালাভ করতে পারে না তাদের শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া শিশু বলে। এই ধরনের শিশু দের I.Q 70 থেকে 85 এর মধ্যে থাকে,12% শিশু এই পর্যায়ে পড়ে।

বৈশিষ্ট্য ::- (ক) মনোযোগের বিস্তার অল্প

(খ) প্রতিক্রিয়া সময় দীর্ঘ হয়

(গ) বিমূর্ত চিন্তা ক্ষমতার অভাব

(ঘ) দেরিতে শেখে, তাড়াতাড়ি ভুলে যায়।

(5) মৌলিক চিন্তা থাকে না

(6) মানসিক রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

নিজের I.Q কত জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন –

—–Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk