এই পোষ্ট টি wbcs ছাড়াও, wb police, kp police, Food si, bank, railway প্রভৃতি বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পরট্যান্ট।
1) একটি নল কোনো চৌবাচ্চাকে 10 মিনিটে ও অপর একটি নল 15 মিনিটে পূর্ণ করতে পারে। নল দুটি একসঙ্গে খোলা থাকলে কত সময়ে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে ?
a) 6 মিনিটে√ b) ৪ মিনিটেc) 4 মিনিটে d) 5 মিনিটে
2)ঘড়িতে 9:30 সময় হলে ঘড়ির কাঁটা দুটিরমধ্যে কত কোণ হবে?
a) 75° b) 80° c) 90° (d) 105°√
3) A ও B যৌথভাবে একটি ব্যবসা শুরু করল।
A,B-এর তিনগুন অর্থ বিনিয়োগ করে এবং A এর বিনিয়োগকৃত সময়, B এর বিনিয়োগকৃত সময়ের দ্বিগুন।
যদি B 4000 টাকা লভ্যাংশ পায় তবে মোট লভ্যাংশ কত ?
(a) 24000 টাকা (b) 28000 টাকা√ (c) 30000 টাকা(d) 32000 টাকা
4)কোন আসল ৪ বছরে তিনগুণ হয়। কত বছরে তা 3 গুণ হবে? a) 22 বছর b) 20 বছর c)16 বছর √ d) 24 বছর
5)একটি ট্রেন গতি 12.5% বৃদ্ধি করে এবং গন্তব্যে 20 মিনিট আগে পৌঁছায়। যাত্রায় ট্রেনটির প্রকৃত গতি কত ? (a) 145 km / h (b) 160 km/h (c) 180 km/h √ (d) 220 km / h
6)যদি গতকালের আগের দিন শুক্রবার হয় তাহলে আগামীকালের দুদিন পর কোন দিন হবে ? (a) শনিবার (b) বৃহস্পতিবার √ (c) শুক্রবার d) রবিবার
Math Practice Set For Wbcs
7) দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে 36 কিমি/ঘন্টা এবং 45 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং ধীর গতিসম্পন্ন ট্রেনে বসে থাকা এক ব্যক্তি দ্রুত গতিসম্পন্ন ট্রেনটিকে ৪ সেকেন্ডে অতিক্রম করে দ্রুত গতিসম্পন্ন ট্রেনটির দৈর্ঘ্য হল-
(a) 100 মিটার (b) 80 মিটার (c) 120 মিটার (d) 180 মিটার√
8)প্রদত্ত শ্রেণীতে একটি সংখ্যা লুপ্ত আছে বিকল্পগুলি থেকে লুপ্ত সংখ্যা খুঁজে বের করে শ্রেণীটি সম্পূর্ণ কর।
43:57:: 111:? (a) 183√ (b) 133c) 156(d) 157
9) বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতমএকমাত্র প্রতিদ্বন্দীকে 144 ভোটে পরাস্ত করে । এইকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? (a) 1200 (b) 1800 (c) 700 (d) 600√
10)দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে 315 এবং 7; একটি সংখ্যা 35 হলে অপরটি কত? a) 55 b) 105 c)42 d) কোনটি নয়√
Math Practice Set For Wbcs
11)একটি ঘরের দৈর্ঘ্য 20 ফুট, প্রস্থ 15 ফুট ও b) 105 উচ্চতা 10 ফুট ।
ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? a) 600 বর্গ ফুট b) 700 বর্গ ফুট√ c) 800 বর্গ ফুটd) 750 বর্গ ফুট
12)একটি শ্রেণির 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর। ওই শ্রেণিতে 10 জন নতুন ছাত্র ভর্তি হওয়ার গড় বয়স 0.2 বছর বৃদ্ধি পায়। নতুন ছাত্রদের বয়সের গড় কত? a) 15.2 বছর b) 16 বছর √ c) 16.2 বছর(d) 16.4 বছর
13)রাম তিনটি বস্তু বিক্রি করলেন । প্রথম বস্তুটিকে 10% ক্ষতিতে, দ্বিতীয় বস্তুটিকে 20% লাভে এবং তৃতীয় বস্তুটিকে 25% ক্ষতিতে বিক্রি করলেন।
যদি বস্তু তিনটির বিক্রয়মূল্যের অনুপাত 1:4:5 হয়, তবে তার মোটের ওপর কত শতাংশ লাভ বা ক্ষতি হবে ? (a) 10% লাভ b) 10% ক্ষতি√ c) 12% লাভ(d) 12% ক্ষতি
14)একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি একটাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোটমূল্য হবে-
(a) 170 টাকা(b) 168 টাকা√ (c) 186 টাকা(d) 180 টাকা
15) একটি ট্যাঙ্ক 7 মিটার দীর্ঘ ও 4 মিটার চওড়া কত বেগে একটি পাইপ দ্বারা জল নির্গত করলে, যার প্রস্থ 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার গভীর, ট্যাঙ্কেরজলতল 6 ঘণ্টা 18 মিনিটে 4.5 মিটার বৃদ্ধি পাবে? a) 10 কিমি/ঘন্টা√ b) 12 কিমি/ঘন্টা c) ৪ কিমি/ঘন্টা d) কোনোটি নয়.
16)একজন ব্যক্তি একটি জিনিস 25% লাভে বিক্রি করে। যদি তিনি জিনিসটি 20% কম দামে কিনত এবং 10.50 টাকা কম দামে বিক্রি করত তার 30% লাভ হত। জিনিসটির ক্রয়মূল্য কত ? (a) 50√(b) 150 (c) 200(d) 250
Math Practice Set For Wbcs
17) √50-√72+√45 – √20 এর সরলতম মানকত? (a) √3-√3 (b) √5-√2(Ans) c) √2+√3 (d) √3+√2
18)একটি চোর 2.30 pm. এ একটি গাড়ি চুরি করে 60 কিমি গতিবেগে পালিয়ে যায়। 3 pm. এ চুরির ঘটনা সামনে আসে এবং গাড়ির মালিক অপর একটি গাড়ি নিয়ে 75 কিমি/ঘন্টা গতিতে রওনা হয়। সে কটার সময় চোরটিকে ধরতে পারবে ? a) 4.30 p.m. b) 4.45 p.m.c) 5p.m.√(Ans) (d) 5.15 pm.
19) A এবং B পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর B কাজ ছেড়ে দিল। বাকি কাজ 10 দিনে শেষ করল।B কত দিন কাজ করেছিল? a) 6 দিন√ (b) 7 দিনc) 5 দিন d) 9 দিন
20) এক ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হল। কত টাকায় সেটি বিক্রি করলে তার 10% লাভ হত ? (a) 610 b) 650c) 630 d) কোনোটিই নয়√
21)692 কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর প্রথম 2 বছর 3% সরল সুদের হারে, পরবর্তী ও বছর 7% সরল সুদের হার, 5 বছরের পরবর্তী সময়ের জন্য 13% সরল সুদের হারে ব্যাঙ্কে রাখা হল।6 বছরের শষে যদি কোন ব্যক্তি 1520 টাকা সুদ হিসাবে পান, তবে তিনি কত টাকা জমা
রেখেছিলেন ? a) 3600(b) 3700 c) 3800√ d) 3900
Math Practice Set For Wbcs and Mock Test
22) যদু প্রতি কিলোগ্রাম 80 টাকা দরের 20 কিলোগ্রাম চায়ের সঙ্গে প্রতি কিলোগ্রাম 100 টাকা দরের 10 কিলোগ্রাম চা মেশালেন ।
তিনি যদি সে সমস্ত মিশ্রিত চা বিক্রি করে 400 টাকা লাভ করতে চান, তবে প্রতি কিলোগ্রাম মিশ্রিত চায়ের বিক্রয়মূল্য কত হবে ? (a) 105 টাকাb) 90 টাকা c) 100 টাকা√(d) 95 টাকা
23) 1000 টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 10 টাকা হলে সুদের হার কত ? (a) 10%√(b) 5%c) 8%(d) 12%
24)একটি ব্যাঙ্ক একটি বিশেষ সঞ্চয় প্রকল্পে শতকরা 10% চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। তিন বছর পরে মূল অংশের কত শতাংশ বৃদ্ধি পাবে ? (a) 30% b) 33.1%√c) 31.3% (d) 32.1%
25)একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার । তল দেশের ছিদ্র দিয়ে ৪% জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত ?
(a) 340 লিটার b) 391 লিটার√c) 334 লিটার d) 389 লিটার
26) কোনো একটি নির্দিষ্ট সরল সুদের হারে 800 টাকা 3 বছরে 920 টাকায় পরিণত হবে।
যদি সুদের হার 4% বাড়ানো হত, 3 বছর পর মোট কত টাকা পাওয়া যাবে ?
a)1000 b) 1016√(ans)(c) 1024 d) 1050
27)কোনও পরীক্ষার পরীক্ষার্থীদের 80% ইংরিজিতে ও 85% গণিতে পাশ করল।
যদি উভয় বিষয়ে 73% পাশ করে থাকে, তবে উভয় বিষয়েই শতকরা কতজন ফেল করেছিল ? a) 18 জন b) 8 জন√(ans) c) 15 জন d) 6 জন
নিচে Mock Test এর ব্যবস্থা আছে, মক টেস্ট দিন আর নিজের মেধা নিজেই যাচাই করুন ———