বর্তমান সময়ে রামকৃষ্ণ মিশনের ভর্তির পরীক্ষায় যথেষ্ট পরীক্ষার্থী প্রস্তুতি নেই এবং কাট অফ মার্কস ও যথেষ্ট বেশি।। তাই পড়াশোনা যথেষ্ট করতে হয় সেইজন্য আমাদের জিকে পার্ট রহরা রামকৃষ্ণ মঠ অ্যাডমিশন টেস্ট জিকে প্রশ্ন উত্তর পার্ট :-2 Rahara Ramkrishna Mission Important Gk খুবই গুরুত্ব পূর্ণ।
কিছু টিপস :—- বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বা পরীক্ষার খাতায় হাতে লেখা এর গুরুত্ব কোনো অংশে কমেনি। পরিচ্ছন্ন ও সুন্দর হাতের লেখা শিক্ষক ও পরীক্ষক-উভয়েরই দৃষ্টি আকর্ষণ করে। Rahara Ramkrishna Mission
36)কালপুরুষ দেখতে কেমন?
উত্তর :– কালপুরুষ নক্ষত্র মন্ডল হলো একটি বিখ্যাত নক্ষত্র মন্ডল। যেটি দেখতে অনেকটা ধনুর্বাণধারী শিকারি মানুষের মতো।এই মণ্ডলে একটি নির্দিষ্ট প্যাটার্নে সাতটি উজ্জ্বল নক্ষত্রের অবস্থান। ইংরেজিতে এর নাম ওরিয়ন (গ্রিক পুরাণের একজন শিকারি)।
37) উত্তরায়ণ ও দক্ষিণায়ণ কোন কোন তারিখে হয়?
উত্তর :–উত্তরায়ণ শুরু হয় শীতকালে এবং প্রতি বছর 21 ডিসেম্বর শুরু হয়। দক্ষিণায়ন শুরু হয় 21 জুন বা 22 জুন ।
38)শুকতারা বা সন্ধ্যাতারা আসলে কী?
উত্তর :–শুকতারা বা সন্ধ্যাতারা আসলে হলো শুক্র গ্রহ।
39)আমাদের দেশে তৈরী দুটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো।
উত্তর -আমাদের দেশে তৈরী দুটি কৃত্রিম উপগ্রহের নাম হলো ভাস্কর, আর্যভট্ট, রোহিণী এবং এডুস্যাট ইত্যাদি।
40)সপ্তর্ষিমণ্ডল কোন সময় দেখা যায়?
উত্তর :–উত্তরগোলার্ধ থেকে সারা বছরই এই তারামণ্ডলকে দেখা যায়।
৪১) বছরের সবচেয়ে ছোট দিন হয় কোন তারিখে?
উত্তর :–২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয়ে থাকে।
৪২) বছরের সবচেয়ে বড় দিন হয় কোন তারিখে?
উত্তর :-২১ জুন উত্তর গোলার্ধে আমরা পাই দীর্ঘতম দিন।
৪৩) মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে?
উত্তর ::মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুইটি। এগুলির নাম হলো ফোবোস ও ডিমোস।
৪৪) বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ আছে?
উত্তর :-বৃহস্পতি গ্রহের ৯৫ টি উপগ্রহ আছে।
৪৫) মানবদেহের শ্বাসযন্ত্রটির নাম কী?
উত্তর :–মানবদেহের শ্বাসযন্ত্রটির নাম ফুসফুস।
৪৬) মানবদেহের কোথায় খাদ্য হজম হয়?
উত্তর :– মুখ গহবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র প্রভৃতি স্থানে খাদ্য হজম হয়।
৪৭) পুষ্টি কাকে বলে? উত্তর :–যে সমস্ত জটিল রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহের ভিতরে খাদ্যবস্তু থেকে উপাদান সংগ্রহের মাধ্যমে জীবের দেহ গঠনের কাজ চলে তাকে বলে পুষ্টি।
৪৮) কোন খাদ্য থেকে আমরা খনিজ পদার্থ পাই?
উত্তর ::— খাদ্যলবন,খাদ্যশস্য, রুটি, মাংস, মাছ, দুধ, দুগ্ধ, বাদাম, ফল এবং শাকসবজির
৪৯) স্নেহ জাতীয় খাদ্যগুলি কী কী?
উত্তর :–স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্যগুলি হলো মাখন, ঘি, দুধ, মাংস,পনির, ভালডা, চকলেট, বাদাম ইত্যাদি।
৫০) শিশুদের খাদ্য কেমন হওয়া উচিত?
উত্তর :– শিশুদের খাদ্য স্বাস্থ্যকর ও সহজ পাচ্য হওয়া উচিত।
৫১) মানুষ কীসের সাহায্যে বাইরের উত্তেজনায় সাড়া দেয়?
উত্তর :- মানুষ স্নায়ু তন্ত্রের সাহায্যে বাইরের উত্তেজনায় সাড়া দেয়?
৫২) আর্সেনিক মিশ্রিত জল পান করলে আমাদের কী ক্ষতি হয়?
উত্তর :আর্সেনিক মিশ্রিত জল পান করলে আমাদের আরসিনোকোসিস রোগ হয়।
৫৩) শ্বাসকার্য কাকে বলে?
উত্তর :–যে প্রক্রিয়ায় শ্বসনতন্ত্রের মাধ্যমে জীব দেহের কোষে অক্সিজেন পরিবাহিত হয় এবং দেহ থেকে কার্বন-ডাই-অক্সাইড অপসারিত হয় তাকে শ্বাসক্রিয়া বলে।
৫৪) কোথা থেকে আমরাপুষ্টি পাই?
উত্তর :=- খাদ্য থেকে আমরাপুষ্টি পাই।
৫৫) মাথা ও করোটির মধ্যে কী থাকে?
উত্তর :–মেনিঞ্জেস হল টিস্যুর তিনটি স্তর যা মাথার খুলি এবং মস্তিষ্কের মধ্যে থাকে:ডুরা ম্যাটার: সবচেয়ে বাইরের স্তরঅ্যারাকনয়েড: মধ্যম স্তরপিয়া ম্যাটার: সবচেয়ে ভিতরের স্তর।
৫৬) নিঃশ্বাস কাকে বলে?
উত্তর :- ফুসফুস থেকে বের করে দেওয়া কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস যেটা নাকের মাধ্যমে বের করে দেয় সেটাই নিশ্বাস।
৫৭) ‘হাতের তালু ঘষা’ কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে?
উত্তর :– ‘হাতের তালু ঘষা’ যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে।
৫৮) ‘বাঁশিতে ফুঁ দেওয়া’ কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে?
উত্তর :-বাঁশিতে ফুঁ দেওয়া’ যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে।
৫৯) দুটি তৃণজাতীয় উদ্ভিদের নাম লেখো।
উত্তর :– দুটি তৃণজাতীয় উদ্ভিদের নাম হলো ধান, গম, ভুট্টা ইত্যাদি।
৬০) দুটি বিলুপ্ত প্রাণীর নাম লেখো।
উত্তর :– ডোডো পাখি,ইউরোপের একটি বিলুপ্ত বন্য বলদ।
Rahara Ramkrishna Mission Important Gk Part -1
Click Here
রহরা রামকৃষ্ণ মিশন অফিসিয়াল ওয়েবসাইট — Click Here |
☘️ Walnut অগ্নি ব্যাচ ☘️
এখানে নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া, সরিষা, সারগাছি এই সমস্ত রামকৃষ্ণ মিশন-এ অ্যাডমিশনের জন্য কোচিং দেওয়া হয়। এছাড়াও নবোদয়, সৈনিক স্কল এবং সিষ্টার নিবেদিতা স্কলে অ্যাডমিশনের জন্য কোচিং দেওয়া হয়।
N.B-বাংলা ও ইংরেজী দুই মাধ্যমের ব্যবস্থা আছে।
ঠিকানা –কান্দি, মুর্শিদাবাদ Mobile No:–7001772463