(ক) অঙ্কে লেখো: সাত শতক পাঁচ দশক নয় একক।
(খ) ০-১১১ কে তিনটি দশমিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করো।
(গ) এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কী?
(ঘ) ১ লিটারের অর্ধেক =কত সেন্টিলিটার?
(ঙ) প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত?
(চ) একটি চাকা সম্পূর্ণ এক পাক ঘুরলে চাকাটি কতটা পথ অতিক্রম করবে?
(ছ) ৭ ও ৭ সহস্রাংশের পার্থক্য কত? (Ramakrishna Mission Admission Math For Agni Batch)
(জ) এককের অঙ্ক ৫ এরূপ মৌলিক সংখ্যা কয়টি?
(ঝ) ৪-এর বর্গমূলের বর্গ কত?
(ঞ) এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফলও একটি মৌলিক সংখ্যা।
(ট) কোন্ সংখ্যার ৩ গুণের অর্ধেক ১৫?
(ঠ ) ৫-১১-এর সঙ্গে কত যোগ করলে নিকটতম পূর্ণসংখ্যাটি পাওয়া যায়?
(ড) ৩০-এর বৃহত্তম ও ক্ষুদ্রতম গুণনীয়কের তফাৎ কত?
(ঢ) ১৩-এর প্রথম পাঁচটি গুণিতকের গড় কত?
(ণ ) ৯৫৬ সংখ্যাটির একক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটির মান কত হ্রাস বা বৃদ্ধি পাবে?
(ত) একটি শহরে টেলিফোন নম্বর শুরু ২৬০০৫৪ এবং শেষ ২৭৮৯৫৪। ওই শহরে মোট কতগুলি ফোন নম্বর আছে?
Walnut A Competitive And Entrance Examination Cracker Institution — Click Here(Ramakrishna Mission Admission Math)
(থ) তুমি দুই অঙ্কের যে-কোনো একটি সংখ্যা নাও, সংখ্যাটি থেকে উহার অঙ্কগুলির সমষ্টি বিয়োগ করো। বিয়োগফলটি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে?
(দ) ৪১৭ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য কিনা তা বিভাজ্যতার নিয়মে উত্তর দাও।
(ধ) একটি সপ্তভুজের অন্তঃকোণের মোট পরিমাণ কত?
(ন) তুমি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলে, এবার একপাক ঘুরে আবারপূর্বদিকে মুখ করে দাঁড়ালে। তুমি কত পরিমাণ কোণ ঘুরলে? (প) বর্গাকার ভূমিবিশিষ্ট একটি পিরামিডের শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি?
(ফ) একটি বিন্দুকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের চারটি বৃত্ত অঙ্কন করা হল। ওই বৃত্তগুলিকে কীরূপ বৃত্ত বলা হবে?
(ব) একটি চতুর্ভুজের দুটি কর্ণ অঙ্কনের ফলে ওই চিত্রে মোট কয়টি ত্রিভুজ উৎপন্ন হয়?
(ভ ) একটি অর্ধগোলকের কয়টি সমতল আছে?
(ম) একটি পিরামিডের ভূমিটি হল পঞ্চভুজ। ওই পিরামিডের কয়টি তল ত্রিভুজাকৃতি?