সরল সুদ সমাধান//simple interest Solution

প্রশ্ন:-সরল সুদ কাকে বলে

উত্তর:-সরল সুদ বলতে বোঝায় কেবলমাত্র নির্দিষ্ট সময় পর মূলধনের উপর গণনা করা বাড়তি অর্থকে সরল সুদ বলে। simple interest Solution

👉উদাহরণ এর সাহায্যে ব্যাখ্যা —-

✍️100 টাকার 1 বছরের সুদ 5% বলতে বোঝায়, 100 টাকার 1 বছর পর বাড়তি অর্থ হিসেবে আমি পাব 5 টাকা, এই 5 টাকা হল 100 টাকার সরল সুদ।

✍️ 200 টাকার 1 বছরের সুদ 5% বলতে বোঝায়, 200 টাকার 1 বছর পর বাড়তি অর্থ হিসেবে আমি পাব 10 টাকা, এই 10 টাকা হল 200 টাকার সরল সুদ।

✍️200 টাকার 2 বছরের সুদ 5% বলতে বোঝায়, 200 টাকার 2 বছর পর বাড়তি অর্থ হিসেবে আমি পাব 20 টাকা, এই 20 টাকা হল 200 টাকার সরল সুদ।

1.বার্ষিক 8 পূর্ন 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করো।

simple interest Solution

2.2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করো।

simple interest Solution

3.দুই বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সুদে সরল সুদে একটি ব্যাঙ্ক থেক 15000 টাকা ধার নিলেন | 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে ? simple interest Solution

উত্তর: প্রশ্নানুসারে,

আসল (P)=1500015000

সময়(t)=4 বছর

বার্ষিক সরল সুদের হার (r%)= 12

মোট সুদ (I) = ?

সূত্রানুযায়ী,

মোট সুদ (I) =P×R×T/100

=1500×4×12/100=7200 টাকা

উত্তর: 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কে 7200 টাকা সুদে আসলে দিতে হবে।

👉👉👉 আজকে তোমাদের সঙ্গে online Math মকটেস্ট পর্ব- 20 । সরল সুদ এর Mock Test  শেয়ার করছি।

আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে Start The Quiz এ ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও। simple interest Solution

তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ বা what’s up গ্রুপে জয়েন করার জন্য নিচের লিংকটিতে ক্লিক কর (simple interest Solution)

মক টেষ্ট এ অংশ গ্রহণ করার জন্য নিচের বক্সে স্টার্ট বাটন ক্লিক করুন।

সরল সুদ এর Mock Test এর জন্য নিচে ক্লিক করুন।

1 / 20

1. 150 টাকা সুদ হিসেবে আয় করতে বার্ষিক 4% হারে ছয় মাসের জন্য সরল সুদ হিসাবে কত টাকা দিতে হবে?

2 / 20

2. কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?

3 / 20

3. বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি।

4 / 20

4. যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি।

5 / 20

5. মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে । বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি।

6 / 20

6. বার্ষিক 6 % সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি ।

7 / 20

7. কৌশিক একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি।

8 / 20

8. বার্ষিক 8 পূর্ন 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি।

9 / 20

9. দুই বন্ধু একসঙ্গে একটি ছোটো ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি।

10 / 20

10. উৎপলবাবু তাঁর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে-আসলে তাঁকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি।

11 / 20

11.

2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি।

12 / 20

12. 1 টাকার 1 মাসের সুদ1 পয়সা হলে বার্ষিক সুদের হার হবে-

13 / 20

13. 5 বছরে সুদ ও আসলের অনুপাত 3: 10 হলে সুদের হার হয়-

14 / 20

14. সুদের হার বার্ষিক 6% কথার অর্থ হল 100 টাকার________ -এর সুদ 6 টাকা।

15 / 20

15. বার্ষিক 5% সুদের হারে কত টাকার দৈনিক সুদ 1 টাকা ?

16 / 20

16. কোনো আসলের ৪ বছরের সুদ-আসলের 30% হলে কত বছরের সুদ-আসলের সমান হৰে ?

17 / 20

17. পরিমলবাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পের প্রতি মাসের প্রথম দিন 2400 টাকা করে জমা করেন| ব্যাংকে বার্ষিক সুদের হার 5% হলে, পরিমল বাবু 6 মাসের শেষে সুদে আসলে কত টাকা পাবেন? 

18 / 20

18. বার্ষিক 5% হার সরল সুদে 500 টাকার 2বছর 6 মাসের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে?

19 / 20

19. কোনো মূলধনের একটি নির্দিষ্ট বার্ষিক সুদের হারে 2 বছর ও 3 বছরের চক্রবৃদ্ধি সুদেমূলে যথাক্রমে 4840 টাকা ও 5324 টাকা হলে, বার্ষিক সুদের হার হবে 

20 / 20

20. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ঐ টাকার পরিমাণ কত?

Your score is

The average score is 51%

0%

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk