প্রশ্ন:-সরল সুদ কাকে বলে
উত্তর:-সরল সুদ বলতে বোঝায় কেবলমাত্র নির্দিষ্ট সময় পর মূলধনের উপর গণনা করা বাড়তি অর্থকে সরল সুদ বলে। simple interest Solution
👉উদাহরণ এর সাহায্যে ব্যাখ্যা —-
✍️100 টাকার 1 বছরের সুদ 5% বলতে বোঝায়, 100 টাকার 1 বছর পর বাড়তি অর্থ হিসেবে আমি পাব 5 টাকা, এই 5 টাকা হল 100 টাকার সরল সুদ।
✍️ 200 টাকার 1 বছরের সুদ 5% বলতে বোঝায়, 200 টাকার 1 বছর পর বাড়তি অর্থ হিসেবে আমি পাব 10 টাকা, এই 10 টাকা হল 200 টাকার সরল সুদ।
✍️200 টাকার 2 বছরের সুদ 5% বলতে বোঝায়, 200 টাকার 2 বছর পর বাড়তি অর্থ হিসেবে আমি পাব 20 টাকা, এই 20 টাকা হল 200 টাকার সরল সুদ।
1.বার্ষিক 8 পূর্ন 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করো।
2.2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করো।
3.দুই বন্ধু একসাথে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সুদে সরল সুদে একটি ব্যাঙ্ক থেক 15000 টাকা ধার নিলেন | 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে ? simple interest Solution
উত্তর: প্রশ্নানুসারে,
আসল (P)=1500015000
সময়(t)=4 বছর
বার্ষিক সরল সুদের হার (r%)= 12
মোট সুদ (I) = ?
সূত্রানুযায়ী,
মোট সুদ (I) =P×R×T/100
=1500×4×12/100=7200 টাকা
উত্তর: 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কে 7200 টাকা সুদে আসলে দিতে হবে।
👉👉👉 আজকে তোমাদের সঙ্গে online Math মকটেস্ট পর্ব- 20 । সরল সুদ এর Mock Test শেয়ার করছি।
আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে Start The Quiz এ ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও। simple interest Solution
তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।
আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ বা what’s up গ্রুপে জয়েন করার জন্য নিচের লিংকটিতে ক্লিক কর (simple interest Solution)