মা সারদা দেবী এর বাণী ও জীবনী

1. শ্রী শ্রী মা সারদা দেবী এর জন্ম কোথায় হয়??

Ans::- জয়রাম বাটী গ্রামে সারদা দেবীর জন্ম।

2. সারদা দেবী এর বিবাহ পূর্ব নাম কি ছিল?

Ans::- তার বিবাহপূর্ব নাম ছিল সারদামণি মুখোপাধ্যায়।

3. কত বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত সারদা মা এর বিবাহ হয়?

Ans::-মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয়।

4.তার জীবনীকারদের মতে সারদা দেবী ও ঠাকুর রামকৃষ্ণ দেবের সংসার জীবন কেমন ছিল?

Ans::-তার জীবনীকার দের মতে, গার্হস্থ্য ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন।

5.শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদা দেবী কোথায় অতিবাহিত করেন?

Ans::-শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদা দেবী অতিবাহিত করেন জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন ভবনে।

6.সারদা দেবী এর সমগ্র জীবন কেমন ছিল?

Ans::- তার সমগ্র জীবন ছিল স্বামী, ভ্রাতা ও ভ্রাতৃ-পরিবারবর্গ এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গিত।

7.সারদা দেবীকে জননীর আসনে বসাতেন কারা??

Ans::- শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন।

8. সারদা দেবী এর জন্ম কবে হয়?

Ans:-১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সনের ৮ পৌষ, হিন্দু পঞ্জিকা অনুসারে, অগ্রহায়ণ কৃষ্ণা সপ্তমী তিথিতে।

9. মা সারদা দেবী এর পিতার নাম কি?

Ans:- তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়।

10.মা সারদা দেবী এর মাতার নাম কি ছিল?

Ans:- তার মাতা ছিলেন শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন।

11.জন্মের পর প্রথমে সারদা দেবীর কি নাম রাখা হয়েছিল ?

Ans:-জন্মের পর প্রথমে সারদা দেবীর নাম রাখা হয়েছিল “ক্ষেমঙ্করী”। পরে “ক্ষেমঙ্করী” নামটি পালটে “সারদামণি” রাখা হয়।

12. মা সারদা দেবী এর প্রিয় খাবার কি ছিল?

Ans::- সারদা দেবী ও রামকৃষ্ণদেবের ছিল অতি পছন্দের মিষ্টান্ন। জানা যায়, মুড়ি দিয়ে বোঁদে খেতে খুবই বেশি ভালবাসতেন। বাড়িতে অতিথি এলে তিনি বোঁদে আর মুড়ি দিয়ে খেতেও দিতেন। গ্রামবাংলার মেয়ে হওয়ায় গ্রাম এর মাঠে-ঘাটে পাওয়া শুষনি শাক ও আমরুল শাক ছিল মায়ের অতি পছন্দের খাবার।

13.সারদা মঠ কোথায় অবস্থিত?

Ans:- দ্বারকায় সারদা মঠ অবস্থিত।

14. সারদা দেবী এর মৃত্যু কবে হয় ??

Ans:- মৃত্যু ২১ জুলাই ১৯২০৪ শ্রাবণ , ১৩২৭ বঙ্গাব্দ(৬৬ বছর)

1.“আমি সত্যেরও মা, অসত্যেরও মা”

2.“একশো জনকে খাওয়াতে হবেনা কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্ত দেখলে তাকে একটু খেতে দিও”

3.“সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে”

4.“ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে কি রোজই রুইমাছ ওঠে? অনেক মাল-মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা এসে পড়ল, কোনোদিন বা নাই পড়ল, তাই বলে বসা ছেড়ো না । জপ বাড়িয়ে দাও”

5.”জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর না, জগৎ তোমার”

6.“কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয়”

7.“যখন জীবনে সুসময় আসে, তখন ধ্যান চিন্তা আসে”

8.“যিনি ব্রহ্ম, তিনিই শক্তি আর তিনিই মা | দরকার নেই ফুল,চন্দন,ধূপ,বাতি, উপাচারের মাকে আপন করে পেতে শুধু মনটাকে দেও তাঁরে”

9.“কাজের সঙ্গে সকাল সন্ধ্যে জপ-ধ্যান না করলে, কি করছো না করছো বুঝবে কি করে”

10.“যে অল্পেতে তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়”

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk