SSC GD Constable Question Analysis

1. Article 20 কিসের সঙ্গে সম্পর্কিত?

ANSWER: ধারা 20 যে কোনও ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য একাধিকবার বিচার ও শাস্তি হবে না (SSC MTS 2021)

Article 21/(ধারা 21)-জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা (Protection of Life and PersonalLiberty) (SSC GD 2021,22)

জরুরি অবস্থার সময় (During emergenos) ধারা 20-21 মৌলিক অধিকার (fundamental rights) স্থগিত করা যায় না ।(SSC 2022)

ধারা 21 (A) – 2002 সালে 86 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকারের (right to education) কথা বলা হয়েছে, (SSC GD 2022)

আর্টিকেল/ধারা 22 – কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা (‘protection again arrest and detention in certain cases”) (SSC GD 2022)

2. 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার কম?

ANSWER:- 2011 সালের আদমশুমারি অনুসারে, ভারতের সর্বনিম্ন মহিলা সাক্ষরতার হার (lowest female literacy rate) রাজস্থান (52.66%) (SSC GD 2022)

2011 সালের আদমশুমারি অনুসারে, ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য: বিহার(SSC MTS 2021, SSC GD 2022)

ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে, বিহার হল সর্বনিম্ন সাক্ষর রাজ্য যেখানে সাক্ষরতার হার 63.82% (SSC GD 2021)

2011 সালের আদমশুমারি অনুসারে, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন (SSC GD 2022)

2011 সালের আদমশুমারি অনুসারে, সাক্ষরতার হারের দিক থেকে তৃতীয়-নিম্ন রাজ্য: রাজস্থান (SSC MTS 2021)

3. দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?

ANSWER: ক্রিকেট✓

দ্য অ্যাশেজ (The Ashes), এশিয়া কাপ, সি.কে. নাইডু ট্রফি, দেওধর ট্রফি, দিলীপ ট্রফি, গাভাস্কার বর্ডার ট্রফি, জিডি বিড়লা ট্রফি, জিলিট কাপ, আইসিসি বিশ্বকাপ, ইরানি ট্রফি (SSC JE 2019), জওহরলাল নেহেরু কাপ, রানী ঝাঁসি ট্রফি, রঞ্জি ট্রফি (SSC MTS 2022, SSC GD 2022), রোহিনটন, বার্সিয়া ট্রফি, রথম্যানস কাপ, সাহারা কাপ, শারজাহ কাপ, সিঙ্গার কাপ, টাইটান কাপ, বিজয় হাজারে ট্রফি (SSC CGL 2018), বিজয় marchent ট্রফি, উইজডেন ট্রফি, উইলস ট্রফি, কুচবিহার ট্রফি, সৈয়দ মোশতাক আলী ট্রফি (SSC JE 2019)

4. ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

ANSWER: সানাই ওস্তাদ বিসমিল্লাহ খান,

একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, সানাই কে জনপ্রিয় করার কৃতিত্ব, (2001 সালে ভারত সরকারের কাছ থেকে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন (SSC CHSL 2022)

5. লোসার উৎসব কখন হয়?

ANSWER: “লোসার” সিকিমে নববর্ষ উৎসব হিসেবে পালিত হয়।

Realted topic — এটি তিব্বতি চন্দ্র ক্যালেন্ডার এর প্রথম মাসের প্রথম দিনে পালিত হয়। (SSC MTS 2022)

বিখ্যাত লোসুং উতসব (Losoong festival) সিকিম রাজ্যে পালিত হয় (SSC GD 2022)

বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের ভক্তদের দ্বারা উদযাপিত হয়, সিকিম রাজ্যে সাগা দাওয়া (Saga Dawa) নামে পরিচিত (SSC GD 2022)সিকিমে ভারতের বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারা প্রাথমিকভাবে সাগা দাওয়া (Saga Dawa) পালিত হয় (SSC GD 2022)

বুমচু উৎসব (Bumchu festival) প্রধানত ভারতের সিকিম রাজ্যে পালিত হয় (SSC GD 2022)

6. অনাকা আলাঙ্কা মনি কোন খেলার সাথে যুক্ত?

ANSWER: স্কোয়াশ• সৌরভ ঘোষাল: স্কোয়াশ

7. হর্ষবর্ধন নিয়ে কিছু একটা ছিলো

৪. সরোজিনী নাইডুর জাতীয় কংগ্রেজে কত সালে সভাপতিত্ব করেন?

ANSWER: ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি :সরোজিনী নাইডু (1925, কানপুর অধিবেশন)

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন: অ্যানি বেসান্ত।

9. লাবনী লোকনৃত্য কোন রাজ্যের?

ANSWER:—মহারাষ্ট্র

লাভণী (Lavani) (SSC GD 2022)

‘ধানগাড়ি গাজা’ (Dhangari Gaja)( SSC GD 2022)

‘পোভাদা নৃত্য’ (Povada dance) (SSC MTS 2020)

‘ওয়াঘ্যা মুরালি’ নৃত্য (Waghya Murali dance) (SSC MTS 2021)

কোলি (Koli) নৃত্য (SSC GD 2022)

তামাশা (SSC GD 2022)

10.কোন দেশ আগে ভারতের অধীনে ছিল অপশনে পাকিস্তান আর বাংলাদেশ ছিল।

12. ভারতে সবুজ বিপ্লবের কৃষকের উপর প্রভাব?

ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল মধ্য 1960-এর দশকে ধান এবং গমের উচ্চ ফলনশীল জাত প্রবর্তনের মাধ্যমে। (SSC GD 2022)

ভারতে সবুজ বিপ্লবে উচ্চ ফলনশীল বৈচিত্র্য (High Yielding Variety) ধরনের বীজ গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করেছিল (SSC GD 2022)

সবুজ বিপ্লবের মূল লক্ষ্য ছিল: উচ্চ ফলনশীল বিভিন্ন ধরনের (High Yielding Variety) খাদ্য শস্যেরউৎপাদন বৃদ্ধি করা। (SSC GD 2022)

ভারতে, সবুজ বিপ্লবের লক্ষ্য ছিল: জাতীয় খাদ্য নিরাপত্তা (national food security) (SSC GD 2022) সবুজ বিপ্লবের ফলে ভারতে খাদ্যশস্যের আমদানি (import) হ্রাস পায়। (SSC GD 2022)

সবুজ বিপ্লবের সুবিধা: খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা (Self-sufficiency in food grains) (SSC GD 2022)

11.সাইমন কমিশন ভারতে কবে আসে?

ANSWER: 1928 সালে।

সাইমন কমিশন 1927 সালে গঠিত হয়,1927 সালে ।

এই সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল: কমিশনের কোন ভারতীয় সদস্য ছিল না ।

Simon Commission (সাইমন কমিশনের ) উদ্দেশ্য ছিল ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা. (SSC MTS 2022)

12.রাধা শ্রীধর কোন নৃত্যের সঙ্গে যুক্ত?

ANSWER: রাধা শ্রীধর 2018 সালে ভরতনাট্যম এ সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার জিতেছেন। (SSC GD 2022)

ভারতনাট্যম (Bharatnatyam):

রুক্মিনী দেবী অরুন্দালে (SSC GD 2021, 2022),

তাঞ্জোর বালাসরস্বতী (SSC GD 2022),

আলারমেল ভাল্লী (SSC GD 2022),

নর্থকি নটরাজ (SSC GD 2022),

মীনাক্ষী সুন্দরম পিল্লাই (SSC GD 2022),

ই কৃষ্ণ আইয়ার (SSC GD 2022),

রাধা শ্রীধর (SSC GD 2022)

ভান্নাদিল পুদিয়াভেটিল ধনঞ্জয়ন এবং শান্তা ধনঞ্জয়ন (SSC GD 2022)

C. V. চন্দ্রশেখর (SSC GD 2022)

13.পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্য যন্ত্র এর সঙ্গে যুক্ত?

ANSWER: সেতার (Sitar)•

পণ্ডিত রবিশঙ্কর (SSC CHSL 2022)পণ্ডিত রবিশঙ্করকে 1999 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ভারতরত্ন প্রদান করা হয়।

‘ইলিয়াস খান (লখনউ-শাজাহানপুর ঘরানা) (SSC MTS 2022)

বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে (SSC GD 2021)

14. একটা ফুটবল টিম এ কতজন খেলোয়াড় থাকে?

ANSWER: মাঠে একটি ফুটবল দলের 11 জন খেলোয়াড় থাকে (SSC MTS 2022)

বাস্কেটবল খেলাটি প্রতিটি দলে 5 জন খেলোয়াড়দের নিয়ে তৈরি দুটি দলেরমধ্যে খেলা হয়। (SSC GD 2022)

ভলিবল খেলাটি প্রতিটি দলে 6 জন করে খেলোয়াড় থাকে। (SSC GD 2022)

একটি ফিল্ড হকি দলে 11 জন খেলোয়াড় থাকে (SSC GD 2022)

কাবাডি খেলায় এক সময়ে উভয় পক্ষের 7 জন খেলোয়াড়কে মাঠের অনুমতি দেওয়া হয় (SSC GD 2022)

15.অঞ্জুম চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত?

ANSWER: ক্রিকেট ।

অনজুম চোপড়া – নয়াদিল্লি (SSC GD 2022)

স্মৃতি মান্ধানা – মহারাষ্ট্র (SSC GD 2021)

ভাসু পরাঞ্জপে – ক্রিকেট (SSC GD Constable 2021)

16.FIFA U-17 World Cup 2023 কোথায় হয়েছিলো?

ANSWER:– ইন্দোনেশিয়া।

আর্জেন্টিনা FIFA U-17 World Cup 2023 winner: জার্মানি

FIFA Women’s World Cup 2023 এর বিজেতা: স্পেন

17.রতন টাটা এর উদ্যোগে রত্ন পুরস্কার কোন রাজ্যে দেওয়া হয়েছিল?

ANSWER: মহারাষ্ট্র সরকারের তরফে উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত করা হয় শিল্পপতি রতন টাটাকে।

18. রুক্মিণী দেবী কোন নাচের সঙ্গে যুক্ত?

ANSWER: ভারতনাট্যম রুক্মিণী দেবী অরুন্ডেল 1956 সালে ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত হন। (SSC MTS 2022)

19.2011 অনুসারে সবচেয়ে লিঙ্গানুপাত কোথায় হয়েছিলো?

ANSWER: সর্বাধিক লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কেরালা (প্রতি 1000 জন পুরুষে 1084 জন মহিলা) (SSC MTS 2021,2022, SSC GD 2021,2022)

জনসংখ্যায় প্রতি 1000 পুরুষের মধ্যে নারীর সংখ্যাকে লিঙ্গ অনুপাত বলা হয় SSC MTS 2021)

2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত (প্রায়) প্রতি 1000 পুরুষে 940 জন মহিলা (SSC MTS 2021)

2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে 943 জন মহিলা (SSC CHSL 2022)

সর্বাধিক লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য কেরালা প্রতি 1000 জন পুরুষে 1084 জন মহিলা) (SSC GD 2021,2022)

সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্যও হরিয়ানা প্রতি 1000 জন পুরুষে 877 জন মহিলা) (SSC GD 2021,2022)

2011 সালের আদমশুমারি অনুসারে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম: দমন ও দিউ (SSC MTS 2022)

আদমশুমারি 2011 সালের অনুসারে, ভারতে দ্বিতীয় সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে পুদুচেরিতে 1000 জন পুরুষে 1038 জনমহিলা) (SSC MTS 2021)

আদমশুমারি 2011 সালের অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি পুদুচেরি তে (SSC GD Constable 2022)

20.হরপ্পা স্থল কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

ANSWER:– হরপ্পা শহরটি সিন্ধু নদীর বাম-তীরবর্তী উপনদী ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত।

মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার অন্তর্গত (SSC MTS 2022)

সিন্ধু উপত্যকা সভ্যতায়, লোথাল শহরটি সবরমতী এর একটি উপনদীর পাশে অবস্থিত ছিল। (SSC GD 2021)

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk