আজকের SSC GD Constable পরীক্ষার প্রশ্নে যেটা জানতে পারলাম এখনো পর্যন্ত —
1.গান্ধীজি এর চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়?
২. লং টেনিস খেলায় কত জন palyer থাকে??
৩. বির্জু মহারাজ কোন ক্ষেত্রে যুক্ত??
4.কোন মৌর্য রাজার শাসনামলে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল?
5.তপন কুমার পট্টনায়ক কোন নৃত্যে সঙ্গীত নাটক আকাডেমি পুরস্কার জিতেছেন?
6. শব্দের তীব্রতা মাপার si একক কি??
7. উত্তর প্রদেশ এর নাচ।– কথক
8. বল্লভ ভাই প্যাটেল এর জন্মদিন –31 decembar
9. রাত্রে শব্দের তীব্রতা কত??
10. নেহেরু ট্রফি কোন খেলায় যুক্ত?
11.দুটি সংখ্যার অনুপাত 13:11,, যোগফল 7 হলে গসাগু কত?
12. লম্ব বৃত্তাকার চঙের বক্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছিল..
13.(0.1)2+ (0.01)2 =?
SSC GD official link— Click Here
4.বোনালু উত্সব কোন রাজ্যে পালিত হয়? (2024 )
ANSWER: তেলেঙ্গানা
Related Topics —
> বাথুকাম্মা নৃত্য উৎসব (SSC GD 2022),
> বোনাল ভারতের তেলেঙ্গানার মহাকালী দেবীকে কেন্দ্র করে একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব; (SSC MTS 2022)
মেদারাম যাত্রা উৎসব (Medaram Jatara Festival) হল এক দিনব্যাপী উৎসব ।
15.অন্ধ্রপ্রদেশের রাজ্যপালের নাম কি?
ANSWER: সৈয়দ আব্দুল নাজির
✍️Related Topics —-ভারতের 15 তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে, দ্রৌপদী মুমু ঝাড়খণ্ড রাজ্যের রাজ্যপাল ছিলেন (SSC GD 2022)
মেঘালয় রাজ্যের রাজ্যপাল: ফাণ্ড চৌহান (1৪ ফেব্রুয়ারি 2023) (SSC GD 2022)
উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল: আনন্দীবেন প্যাটেল (29 জুলাই 2019) (SSC GD 2022)
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপাল: সিভি আনন্দ বোস (23 নভেম্বর 2022) (SSC GD 2022)
অন্ধ্র প্রদেশের রাজ্যপাল সৈয়দ আব্দুল নাজির (20 February 2023 SSC GD)
6.বর্তমানে দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ কে?(2024)
ANSWER: 2022 সালের সেপ্টেম্বর মাসে ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছে: লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (SSC GD 2022)
✍️Related Topics –15 মে 2022 তারিখে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন: রাজীব কুমার (Dec 2023 Updated) (SSC GD 2021)মে 2022 সালে
CBSE-এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছিল: নিধি ছিব্বর (Nidhi Chhibber) (জানুয়ারি 2024) (SSC GD 2022)
28 December 2022 সালে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার (CVC) হিসাবে শপথ নিয়েছেন: প্রবীণ কুমার শ্রীবাস্তব (SSC GD 2022)
ভারত সরকার 2023 সালের সেপ্টেম্বরে অমিতাভ কান্ত কে দেশের G20 শেরপা হিসাবে নিযুক্ত করেছে। (SSC GD 2021) (Jan 2024 Updated)
16. আর্টিকেল 333 কোনটির সাথে সম্পর্কিত?
ANSWER: ধারা 333:- বিধানসভা ভারতের সংবিধানের ধারা 333 এর অধীনে 175 জন নির্বাচিত সদস্য এবং ইঙ্গো-ইন্ডিয়ান সম্প্রদায়ের মধ্য থেকে রাজ্যপাল কর্তৃক মনোনীত একজন সদস্য নিয়ে গঠিত।
Mathematics প্রশ্ন ও উত্তর —-
17.৫০০০ টাকা ধার্য মূল্যের ওপর প্রথমে ১০% ডিসকাউন্ট দিয়েছে তারপর আর কত % ডিসকাউন্ট দিয়েছে? যদি বিক্রয় মূল্য ৩১৫০ টাকা হয়।
18.যদি গোলকের ব্যাসার্ধ 42% বৃদ্ধি পায় তাহলে আয়তন কত %বৃদ্ধি পাবে?
19.. যদি পিতল ও দস্তার অনুপাত 25:12 হয়,, তবে মিশ্রণে মোট ধাতু 370 কেজি হয় তাহলে পিতলের পরিমাণ কত?
20.ঘর ভাড়া 40 % বৃদ্ধি পেলে কতজন মেম্বার কমলে কোন পরিবর্তন হবে না?
21. সরল সুদ ও চ্ক্র বৃদ্ধি সুদ কত বের করতে দিয়েছিল (সাধারন টাইপ এর)
22.দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 720… গসাগু 4 হলে লসাগু কতো?
23.চক্রবৃদ্ধি সুদের হারে যদি 10 বছরে 2 গুণ হয় তাহলে কত বছরে 4 গুণ হবে?
24.40 বছরে কোন মূলধন সরল সুদে 2/5গুণ হয় তাহলে সুদের হার কত?
25.360 মিটার লম্বা দুটি ট্রেন পরস্পর বিপরীত দিক থেকে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে ট্রেন দুটির গতিবেগ কত?
26.864 মিটার দূরত্বে একটি ব্যক্তি 12 মি/সে: এবং অন্য ব্যক্তিটিও 12 মি:/সে গতিতে একে অপরের দিকে এগিয়ে আসছে। তারা একে অপরকে কত সেঃ ক্রস করবে?
27.একটি আয়তক্ষেত্রের লম্বা ( মনে নেই যা খুশি%)বাড়ালে আয়তক্ষেত্রটির চওড়া কতটুকু কমালে ক্ষেত্রফল সমান হবে?
28. X এর 45% হল Y এর 15% এর সমান। তাহলে X ও Y এর অনুপাত কত?
29.একটি দ্রব্যের ক্রয়মূল্যের থেকে 60% বাড়িরে তাতে ২০% ডিসকাউন্ট দেয়। তাহলে তার লাভ্যাংশ শতকরা কত??
30.একটি শঙ্কুর ব্যাসার্ধ 70 সেমি,এবং উচ্চতা 17 সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত?
Hindi SSC GD Constable প্রশ্ন ও উত্তর —
31.हाथ से लिखी प्रति के लिए एक सोब्दो चुनिए।
(a) पांडुवर्ती(b) पांडुलिपि
(c) शिलालेख(d) प्रतिलिपि
32.उत्साह का विलोम शब्द क्या होगा ?
(a) निरुत्साह(b) जोशीला
(c) हतोत्साहित(d) इनमें से कोई नही
33.अपना उल्लू सीधा करना मुहावरे का क्या अर्थ है?
34.অমৃতসরের সন্ধি কবে হয়েছিল ?
ANSWER 1809 সালে ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল লক্ষ্ণৌ চুক্তি 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। (SSC GD 2022)
পুনা চুক্তি 1932, স্বাক্ষরিত হয়ে ছিল ড বি আর আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে (SSC জিডি 2021)
গান্ধী- আরউইন চুক্তি 1931 সালে স্বাক্ষরিত হয় (SSC জিডি 2021, 2022)
শিবাজী 1665 সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন জয়সিংহর সাথে (SSC CHSL 2022)
পুনের মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও-এর সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের 1802 সালের 31শে ডিসেম্বর বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। (SSC জিডি 2021)
35. দুটি শব্দ দেওয়া ছিল সেগুলো ক্রিকেট এর সাথে যুক্ত নয়।
EXTRA DETAILS:
ক্রিকেট-LBW (SSC GD 2022), ডেড বল, স্টামড, হিট উইকেট, হ্যাটট্রিক, মেডেন ওভার, গুগলি, লেগ বাই, নো বল, লেগ স্পিনার, ডট-বল, ফলো-অন, ডাক, রান, ড্রাইভ, উইকেট কিপার, পিচ, পপিং ক্রিজ, স্টাম্পিং (SSC GD 2022), বোলিং, লেগ ব্রেক, বাউন্সার, স্পিন বোলিং, স্লিপ, সিলি পয়েন্ট, কভার, পয়েন্ট, ডাকওয়ার্থ লুইস-স্টার্ন, ‘ফাইন লেগ’, ‘গালি’, ‘মিড্ উইকেট’
Economic প্রশ্ন ও উত্তর by Walnut Academy
36.নীতি আয়োগের অর্থ কি?
ANSWER: NITI হল National Institution for Transforming India এর সংক্ষিপ্ত রূপ। ( 2022)
> নীতি আয়োগ একটি সাংবিধানিক সংস্থা (Constitutional body নয় SSC MTS 2019)
1 January 2015 সালে, পরিকল্পনা কমিশন নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয়। ( 2022)
> ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া (NITI Aayog) ভারতে পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপিত করেছে।
2011 Sensus SSC GD Constable
37.2011 সাল আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সর্বাধিক?
ANSWER: কেরালা (SSC GD 2022)
আদমশুমারি 2011 সালের অনুসারে, ভারতের সাক্ষরতার হার 74.04% ( 2022)
আদমশুমারি 2011 সালের অনুসারে, ভারতে পুরুষদের সাক্ষরতার হার: 82.14% (SSC GD 2022)
2011 সালের আদমশুমারি অনুসারে, ভারতে মহিলাদের সাক্ষরতার হার: 65.46% ( 2022)
ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য ছিল কেরালা ( 2022)
কেরালা রাজ্যে সাক্ষরতার হার 93.91 শতাংশ।
আদমশুমারি 2011 অনুসারে ভারতে সর্বাধিক মহিলা সাক্ষরতার হার (highest female literacy rate) রয়েছে এমন রাজ্য ছিল: কেরালা ( 2022)
2011 সালের আদমশুমারি অনুসারে, ভারতের সর্বনিম্ন মহিলা সাক্ষরতার হার (lowest female literacy rate) রাজস্থান (52.66%) ( 2022,2024)
38. পান্না লাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
ANSWER : বাঁশী
> হরিপ্রসাদ চৌরাসিয়া (SSC MTS 2019, 2021, SSC CHSL 2022)
> বাঁশি (Flute):
> সুভাষ কামাদ> রাজেন্দ্র প্রসন্ন> নারায়ণ ঘোষ> টি মহালিঙ্গম> পান্নালাল ঘোষ
> বাঁশি সুশিরা ভাদ্য (Sushira Vadya) ধরনের যন্ত্রের বিভাগে আসে (SSC CHSL 2022)
39.UNDP এর HQ কোথায়?
ANSWER: নিউইয়র্ক সিটি