Indian Geography MCQ And Mock Test

SSC GD Mock Test for wbcs, SSC GD Constable,WB FOOD SI and any other competition examination.

অবস্থান এবং সীমা :-

ভারত এশিয়া মহাদেশের একটি উল্লেখযোগ্য দেশ । এশিয়ার দক্ষিণভাগে ভারত মহাসাগরের শীর্ষে তিন দিকেই সমুদ্র দ্বারা ঘেরা এই দেশ। সমগ্র ভারত উত্তর ও পূর্ব গোলার্ধে প্রসারিত ।

ভারতের অক্ষাংশীয় বিস্তার:-

ভারত উত্তর অক্ষাংশ ৮°৪’থেকে ৩৭০৬’ উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত । ভারত দেশটি ৬৮০৭’ পূর্ব থেকে ১৭°২৫′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত । ভারতের ক্ষেত্রফল ৩২,৮৭,২৬৩ বর্গকিমি।

জনসংখ্যার বিচারে ভারতের স্থান দ্বিতীয়। (চীনের পর)বিশ্বের ২.৪% ভুমিভাগ ভারতের অন্তর্গত অথচ বিশ্বেরজনসংখ্যার প্রায় ১৭.৫% অংশ ভারতে বসবাস করে।

ভারতের উত্তরে নেপাল, ভুটান এবং চীন। দক্ষিনে শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগর। পূর্বে বাংলাদেশ, মায়ানমার এবং বঙ্গোপসাগর এবং পশ্চিমে পাকিস্তান এবং আরব সাগর অবস্থিত।

ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে মান্নার উপসাগর (Gulf of Mannar) |

ভারত দেশটির দক্ষিন তম বিন্দু কন্যাকুমারী ।

ভারতের সুদূর দক্ষিন তম বিন্দু(নিকোবর দ্বীপে অবস্থিত)ইন্দিরা পয়েন্ট

ভারতের উত্তর তম বিন্দু ইন্দিরা কল।

দেশের চতুর্দিক সীমা বিন্দু:—–SSC GD Mock Test

দক্ষিনতম বিন্দু – ইন্দিরা পয়েন্ট (গড়াতেনিকোবর দ্বীপ)

উত্তরতম বিন্দু – ইন্দিরা কোল (জম্মু-কাশ্মীর)

পশ্চিমী বিন্দু – রাঝার কোক (গুজরাট)

পূর্ব বিন্দু – কিবিথু (অরুনাচল প্রদেশ)

ভারতের দক্ষিণ সীমা কন্যাকুমারী

•ভারতের প্রমান সময় (Indian Standard Time) এলাহাবাদের নিকট নৈনী নামক স্থান থেকে পাওয়া যায় সে স্থানটি ৮২° ৩০’ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত । (বর্তমানে মির্জাপুর) এবং এই প্রমান সময় গ্রীনিচ মধ্য সময় (GMT)-এর তুলনায় ৫ ঘন্টা ৩০ মিনিট এগিয়ে।

ভারত আয়তনে উত্তর থেকে দক্ষিণ ৩২১৪ কিমি পর্যন্ত এবং পূর্ব থেকে পশ্চিমে ২৯৩৩ কিমি পর্যন্ত বিস্তৃত।

ভারতের সামুদ্রিক ভাগ অথবা সীমা ৭৫১৬.৬ কিমি পর্যন্ত বিস্তৃত এবং স্থলভাগ বা স্থলীয় সীমা ১৫,২০০ কিমি পর্যন্ত বিস্তৃত।

•ক্ষেত্রফলের বিচারে রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য।

•জনসংখ্যার বিচারে ভারতের সর্ববৃহৎ রাজ্য হল উত্তরপ্রদেশ । অর্থাৎ উত্তর প্রদেশ ভারতের জনসংখ্যার সবচেয়ে অধিক অংশ বাস করে।

•ক্ষেত্রফলের বিচারে গোয়া ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য।

পাঁচটি প্রধান ক্ষেত্রফল বিশিষ্ট রাজ্য—

রাজস্থান-3422239

মধ্য প্রদেশ–308245

মহারাষ্ট্র–307713

উত্তর প্রদেশ —275069

অন্ধ্র প্রদেশ- 240928

WB police এর Mock Test এর জন্যে—- Click Here

Online Mock Test

ভারতীয় ভূগোল এর মক টেস্ট দিতে নিচের লিংকে ক্লিক করুন।।।।।

1 / 20

1. ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা কত শতাংশে কূল ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়?

2 / 20

2. বিঘাপ্রতি ফলন কোন রাজ্যের সর্বোচ্চ?

3 / 20

3. ভারতের কোন রাজ্যে সেচ-সেবিত কৃষিজমির পরিমাণ সর্বনিম্ন?

4 / 20

4. কত সালে দামোদর উপত্যকা পরিকল্পনা গ্রহণ করা হয়?

5 / 20

5. ভারতের রূঢ় কাকে বলা হয় ?

6 / 20

6. ইরাকের বৃহত্তম তৈলখণির নাম কী ?

7 / 20

7. ক্যালিস্টো কোন গ্রহের উপগ্রহ ?

8 / 20

8. পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি কপার পাওয়া যায় ?

9 / 20

9. নীচের কোন শহরটিতে মহাকাল মন্দির আছে ?

10 / 20

10. শ্বেত কয়লা’ কাকে বলা হয় ?

11 / 20

11. ভারতের কোন রাজ্য লৌহ আকরিক উত্তোলনে প্রথম স্থান অধিকার করে ?

12 / 20

12. ঝুম চাষ কারা করে

13 / 20

13. ভারতের নিচের কোন অংশে খনিজ সম্পদের বৃহত্তম মজুদ পাওয়া যায় ?

14 / 20

14. UP-308 কোনটির প্রকার বিশেষ –

15 / 20

15. ভারতীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত –

16 / 20

16. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?

17 / 20

17. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

18 / 20

18. রাজস্থানের আরাবল্লি একটি ___পর্বত।

19 / 20

19. উৎপত্তি অনুসারে ভূপৃষ্ঠের পর্বতসমূহকে প্রধানত__টি শ্রেণিতে ভাগ করা হয়।

20 / 20

20. পৃথিবীর মোট __টি মহাদেশ আছে।

Your score is

The average score is 56%

0%

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk