1. উদ্ভিদের কোন অংশ আলোর প্রতিকূলে বৃদ্ধি পায়?
► মূল।
2. কোন্ উদ্ভিদের মূল সবুজ?
▶ গুলঞ্চ উদ্ভিদের মূল সবুজ।
3. পত্রজ মূলের উদাহরণ দাও।
▶ পাথরকুচি।
4. কাণ্ডজ মূলের উদাহরণ দাও।
► বট।
5. পর্বজ মূলের উদাহরণ দাও।
▶ পান, গজপিপুল।
6. মূলজেব কোথায় দেখা যায়?
▶ কচুরিপানা।
7. কেয়া গাছের মূলত্র কীরূপ?
▶ কেয়া গাছের বহুযোজী মূলত্র দেখা যায়।
৪. আত্তীকরণ মূল কোথায় দেখা যায়?
▶ গুলঞ্চ।
9. কোন গাছে নিউমাটোফোর আছে?
▶ সুন্দরী, গরান।
10. বুলবিল কোথায় দেখা যায়?
▶ চুপড়ি আলু, কন্দপুষ্প ইত্যাদিতে।
11. ভাসমান মূল কোথায় দেখা যায়?
▶ কেশর দাম উদ্ভিদে।
12. হস্টোরিয়া কোথায় থাকে?
▶ স্বর্ণলতা উদ্ভিদে।
13. অধিমূল কোন গাছে থাকে?
▶ শিমূল গাছে।
14. আরোহী মূল কোথায় থাকে?
▶ পান, গজপিপুল।
15. ঠেসমূল কোথায় থাকে?
▶ কেয়া গাছে।
16. একটি করে বীরুৎ, গুল্ম ও বৃক্ষের উদাহরণ দাও।
▶ বীরুৎ-ধান; গুল্ম-জবা; বৃক্ষ-আম গাছ।
17. দুটি অশাখ বৃক্ষের উদাহরণ দাও।
▶ তাল, নারকেল।
18. কোন উদ্ভিদের ভৌম পুষ্পদণ্ড থাকে?
▶ পেঁয়াজের ভৌম পুষ্পদণ্ড থাকে।
19. একটি ব্রততী ও একটি রোহিণী উদ্ভিদের উদাহরণ দাও।
▶ ব্রততী-কুমড়ো; রোহিণী-মটর।
20. একটি অঙ্কুশ রোহিণী ও একটি কণ্টক রোহিণীর উদাহরণ দাও।▶ অঙ্কুশ রোহিণী-কাঁঠালিচাঁপা; কণ্টক রোহিণী-বেত।
NEET, JENPAS (UG ), Class Xi এর গুরুত্বপূর্ণ MCQ Structural anatomy of plants
21. একটি মিশ্র মুকুলের উদাহরণ দাও।
▶ আপেলের পুষ্পমুকুল।
22. সবচেয়ে বৃহত্তম মুকুল কোনটি ?
▶ বাঁধাকপি।
23. স্ফীত কন্দ, গ্রন্থিকন্দ এবং গড়ি কন্দের উদাহরণ দাও।
▶ স্ফীত কন্দ -আলু, গ্রন্থিকন্দ-আদা, গুঁড়ি কন্দ-ওল।
24. রানার ও সাকার এর উদাহরণ দাও।
>রানার -শুশনি, সাকার -চন্দ্র মল্লিকা
25. বক্র ধাবক ও হ্রস্ব ধাবকের উদাহরণ দাও।
> বক্র ধাবক- মেনথা ; হ্রস্ব ধাবক কচুরিপানা।
26. কাণ্ড আকর্ষ ও কান্ড কণ্টকের উদাহরণ দাও।
>কাণ্ড আকর্ষ-হাড়জোড়া, কাণ্ড কণ্টক-বেল।
27. পর্ণকাণ্ডের উদাহরণ দাও।
▶ ফণীমনসা।
28. ক্ল্যাডোড কাকে বলে? উদাহরণ দাও।
> একটি মাত্র পর্ব বিশিষ্ট পর্ণকান্ডকে ক্ল্যাডোড বলে। যেমন-শতমূলী।
29. বুলবিলের উদাহরণ দাও।
▶ চুপড়ি আলু।
30. অর্থকাণ্ডবেষ্টক ও উপাধান পত্রমূল কোন্ গাছের পাতায় দেখা যায়?
> অর্থকাণ্ডবেষ্টক কলা পাতা; উপাধান-আম পাতা।
Walnut A Competitive And Entrance Examination Cracker Institutions ( Structural anatomy of plants)
31. জালকাকার অভিসারী এবং সমান্তরাল অভিসারী শিরাবিন্যাস কোন্ পাতায় দেখা যায়?
▶ জালকাকার অভিসারী-তেজপাতা; সমান্তরাল অভিসারী-বাঁশপাতা।
32. জালকাকার অপসারী এবং সমান্তরাল অপসারী শিরাবিন্যাস কোন্ পাতায় দেখা যায়?
▶ জালকাকার অপসারী-কুমড়ো পাতায়; সমান্তরাল অপসারী-তাল পাতায়।
33.অভিমুখ উপরিপন্ন ও অভিমুখ তির্যকপন্ন কোন পাতায় দেখা যায়?
>অভিমুখ উপরিপন্ন-পেয়ারা; অভিমুখ তির্যকপন্ন-আকন্দ।
34. রক্তকরবীর পত্রবিন্যাস কীরূপ?
▶ আবর্ত পত্রবিন্যাস।
35. কোন্ গাছে পত্রনকশা দেখা যায়?
► মুক্তাঝুরি।
- বৃন্তলগ্ন ও বৃন্তমধ্যক উপপত্র কোথায় দেখা যায়?
▶ বৃন্তলগ্ন-গোলাপ, বৃত্তমধ্যক-রঙ্গন।
- ফলাকাকার ও আকর্ষীভূত উপপত্র কোথায় দেখা যায়?
▶ ফলাকাকার-মটর; আকর্ষীভূত-কুমারিকা।
- সচূড় পক্ষল ও অচূড় পক্ষল পাতা কোন্ গাছে পাওয়া যায়?
>সচূড় পক্ষল-গোলাপ, অচূড় পক্ষল-তেঁতুল।
- ত্রিফলক ও চর্তুফলক পাতা কোথায় দেখা যায়?
>ত্রিফলক-বেল, চতুফলক শুশনি।
- সমগ্র ফলক কণ্টকে পরিণত হয়েছে কোন্ উদ্ভিদে?
> ফণীমনসা।
- পর্ণবৃন্ত কোন্ উদ্ভিদে দেখা যায়?
>আকাশমণি।
- বৃন্ত কলসের আকৃতি ধারণ করেছে কোন্ উদ্ভিদে?
Ans:– কলসপত্রী।
- উপপত্র আকর্ষে রূপান্তরিত হয় কোন্ উদ্ভিদে?
Ans:- কুমারিকা।
- কোন্ গাছে উপপত্রক থাকে?
Ans:-শিম গাছে।
- সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও।
Ans:-সম্পূর্ণ-জবা, অসম্পূর্ণ-কুমড়ো।
46.অবৃন্তক ও সবৃন্তক ফুলের উদাহরণ দাও।
> অবৃন্তক -রজনী গন্ধা, সবৃন্তক – জবা
47. সুষম ও বিষম ফুলের উদাহরণ দাও।
>সুষম ফুল-গৃতরো, বিষম ফুল অপরাজিতা।
48. একগুচ্ছ ও দ্বিগুচ্ছ পুংকেশর কোন ফুলে দেখা যায়?
>একগুচ্ছ-জবা, দ্বিগুছ -মটর
49 . গর্ভপাদ ও গর্ভকটি ফুলের উদাহরণ দাও।
>গর্ভপাদ-সরষে, গর্ভকটি -মটর।
50. প্রান্তীয় ও অক্ষীয় অমরাবিন্যাস কোন ফুলে দেখা যায়?
> প্রান্তীয়-মটর, অক্ষীয়-জবা।
Thank-you 😊