Swami Vivekanand biography important topics

স্বামী বিবেকানন্দ এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ———-

Swami Vivekanand important topics and biography

১।প্র:স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন ?উঃ। স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি, বঙ্গীয় ১২৬৯ সনের পৌষ সংক্রান্তির দিনে, কৃষ্ণা সপ্তমী তিথিতে জন্মগ্রহণ করেন।

২।প্রঃ স্বামী বিবেকানন্দের পিতা ও মাতার নাম কী ?উঃ। স্বামী বিবেকানন্দের পিতার নাম বিশ্বনাথ দত্ত ও মাতার নাম ভুবনেশ্বরী দেবী।

৩। প্রঃ বিশ্বনাথ দত্তের পিতার নাম কী?

উঃ। বিশ্বনাথ দত্তের পিতার নাম দুর্গাচরণ দত্ত।

walnut Academy official website visit and improve your knowledge.

৪। প্রঃ শিশুকালে স্বামী বিবেকানন্দের ডাক নাম কী ছিল?

উঃ। শিশুকালে স্বামী বিবেকানন্দকে সকলে ‘বিলে’ বলে ডাকতেন।

৫। স্বামী বিবকানন্দ এর পূর্বনাম কী ছিল?

উঃ। স্বামী বিবেকানন্দের পূর্বনাম ছিল নরেন্দ্রনাথ দত্ত

৬। প্রঃ স্বামী বিবেকানন্দ কত বছর বয়সে পাঠশালায় ভর্তি হন?

উঃ। স্বামী বিবেকানন্দ ছয় বছর বয়সে পাঠশালায় ভর্তি হন।

৭। প্রঃ স্বামী বিবেকানন্দ পাঠশালার পর কোথায় ভর্তি হন? উঃ। স্বামী বিবেকানন্দ সাত বছর বয়সে বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন বিদ্যালয়েভর্তি হন।

৮। প্রঃ স্বামী বিবেকানন্দ প্রবেশিকা পরীক্ষায় পাশের পর কোথায় ভর্তি হন?

উঃ। স্বামী বিবেকানন্দ প্রবেশিকা পরীক্ষায় পাশের পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন।

৯। প্রঃ এরপর তিনি কোন্ কলেজে পুনরায় ভর্তি হন?

উঃ। এরপর তিনি জেনারেল এসেমব্লি কলেজে চলে আসেন।

১০। প্রঃ স্বামী বিবেকানন্দের কী গুণ ছিল?

উঃ। স্বামী বিবেকানন্দ ছিলেন প্রখর বুদ্ধিসম্পন্ন, সুন্দর ব্যবহার ছিল তাঁর। তাঁর রূপ ছিলঅপূর্ব এবং তিনি ছিলেন সুমিষ্ট কন্ঠের অধিকারী।

১১। প্রঃ স্বামী বিবেকানন্দের সঙ্গে শ্রীরামকৃষ্মের প্রথম কোথায় দেখা হয়?

উঃ। কলকাতায় বিবেকানন্দের বাড়ির কাছেই এক বাড়িতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর প্রথমআলাপ হয়।

১২। প্রঃ শ্রীরামকৃষ্ম স্বামী বিবেকানন্দকে কী নামে ডাকতেন?

উঃ। শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে ‘নরেন’ নামে ডাকতেন

১৩। প্রঃ স্বামীজি কত সালে বি.এ. পরীক্ষা দিয়েছিলেন?

উঃ। স্বামীজি ১৮৮৪ সালে বি. এ. পরীক্ষা দিয়েছিলেন।

১৪।প্রঃ কত খ্রিস্টাব্দে স্বামীজির পিতা দেহত্যাগ করেন?

উঃ । ১৮৮৪ খ্রিস্টাব্দে স্বামীজির পিতা (বিশ্বনাথ দত্ত) দেহত্যাগ করেন।

১৫। প্র: স্বামীজি বার বার মা কালীর কাছে কী প্রার্থনা করতেন?

উঃ। স্বামীজি বার বার বলতেন, ‘শুধু জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও।

১৬। প্রঃ স্বামীজির তীর্থে ঘোরার সময় কোন রাজার সঙ্গে দেখা হয়?

উঃ। স্বামীজির তীর্থে ঘোরার সময় রাজপুতনার আলোয়ারের রাজার সঙ্গে তাঁর দেখা হয়।

Swami Vivekanand important topics although biography of Indian real hero

১৭। প্রঃ তীর্থভ্রমণ কালে স্বামীজি কী কী নাম গ্রহণ করেছিলেন ?

উঃ। তীর্থ ভ্রমণকালে তিনি কখনো ‘বিবিদিষানন্দ’, কখনো বা ‘সচ্চিদানন্দ’ প্রভৃতি নাম গ্রহণকরেছিলেন।১৮। প্রঃ স্বামীজির প্রথম শিষ্য কে ছিলেন?

উঃ। স্বামীজির প্রথম শিষ্য ছিলেন শরচ্চন্দ্র গুপ্ত।

১৯। প্রঃ শরচ্চন্দ্র গুপ্ত শিষ্যত্ব গ্রহণের পর কী নামে পরিচিত হলেন ?

উঃ। শরচ্চন্দ্র গুপ্ত শিষ্যত্ব গ্রহণের পর স্বামী সদানন্দ বা গুপ্ত মহারাজ নামে পরিচিত হলেন।

২০। প্রঃ স্বামীজি দক্ষিণ ভারতের কোথায় একাকী ধ্যান করেছিলেন ?

উঃ। স্বামীজি কন্যাকুমারীর মন্দিরে মায়ের দর্শনে গিয়ে সমুদ্রের মধ্যে একটি পাথর দেখলেন, যার চারদিকে জল। তিনি সাঁতরে সেই পাথরে কাছে গেলেন এবং পাথরের ওপর বসেভারতবর্ষের দুঃখ, কষ্টের কথা চিন্তা করতে করতে একাকী ধ্যানে নিমগ্ন হলেন।

২১। প্রঃ স্বামীজি আমেরিকা যাওয়ার নির্দেশ কার কাছ থেকে পান ?

উঃ। স্বামীজি মাদ্রাজে থাকাকালীন একদিন দেখলেন যে, শ্রীরামকৃষ্ম সমুদ্রের ওপর দিয়ে হাঁটছেন এবং তাঁকে আমেরিকা যাওয়ার নির্দেশ দিচ্ছেন।

Swami Vivekanand important topics but——-

২২। প্রঃ স্বামীজির আমেরিকা যাওয়ার কারণ কী ছিল?

উঃ। সে সময়ে আমেরিকার চিকাগো শহরে পৃথিবীর নানা দেশ থেকে নানা ধর্মের প্রতিনিধিরা এসে এক ধর্ম সম্মেলনে মিলিত হয়েছিলেন।

২৩। প্রঃ আমেরিকা যাওয়ার সময় তাঁর পোশাকের ব্যবস্থা কে করেছিলেন? উঃ। আমেরিকা যাওয়ার সময় খেতরির রাজা স্বামীজির পোশাকের ব্যবস্থা করে দিয়েছিলেন।

২৪। প্রঃ কবে স্বামীজি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন?

উঃ। ১৮৯৩ খ্রিস্টাব্দের ৩১শে মে স্বামী বিবেকানন্দ বোম্বাই,then বন্দর থেকে আমেরিকা যাত্রা করেন।

২৫। প্রঃ ধর্ম সহাসভায় যোগ দেওয়ার জন্য কে তাঁকে চিঠি লিখে সাহায্য করেন? উঃ। ধর্ম সহাসভায় যোগ দেওয়ার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট তাঁকে একটি চিঠি লিখে দেন।

২৬। প্রঃ বিদেশে (আমেরিকায়) কে স্বামীজিকে বাড়িতে রেখে যত্ন করেছিলেন ?

উঃ। আমেরিকায় মিসেস হেল নামক এক মহিলা স্বামীজিকে বাড়িতে নিয়ে খুব যত্ন করে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন।

২৭। প্রঃ কবে চিকাগো শহরে ধর্ম সহাসভার সূচনা হয়েছিল?

উঃ। ১৮৯৩ খ্রিস্টাব্দের ১১ই সেপ্টেম্বর চিকাগো শহরের একটি বিরাট ঘরে ধর্ম মহাসভার

২৮। প্রঃ ধর্ম মহাসভায় বক্তৃতা দেওয়ার শুরুতে স্বামীজি কী বলেছিলেন?

উঃ। স্বামীজি তাঁর বক্তৃতার শুরুতেই আমেরিকাবাসীদের “হে আমেরিকাবাসী ভগিনী ও “ভ্রাতাগণ” (Sisters and Brothers of America) বলে সম্বোধন করেছিলেন।

Swami Vivekanand important topics also……

২৯। প্রঃ আমেরিকা সফর সেরে স্বামীজি কোথায় গেলেন?

উঃ। আমেরিকা সফর সেরে স্বামীজি ইংলন্ডে গেলেন।

৩০। প্রঃ ইংলন্ডের কোন্ বিদেশিনী স্বামীজির শিষ্যা হন?

উঃ। ইংলন্ডের মিস্ মার্গারেট নোবেল নামে এক মহিলা স্বামীজির শিষ্যা হন।

৩১। প্রঃ মিস মার্গারেট নোবেল পরে কী নামে পরিচিতা হন?

উঃ। মিস্ মার্গারেট নোবেল পরবর্তীকালে ভগিনী নিবেদিতা নামে পরিচিতা হন।

৩২। প্রঃ স্বামীজি বিদেশ ভ্রমণ শেষ করে কবে কলম্বো ফেরেন?

উঃ। স্বামীজি ১৮৯৭ খ্রিস্টাব্দের ১৫ই জানুয়ারি কলম্বো জাহাজ ঘাটে নামলেন।

৩৩। প্রঃ স্বামীজি সিংহল থেকে ফিরে কবে ভারতের মাটিতে পদার্পণ করেন?

উঃ। স্বামীজি সিংহল থেকে পামবানে এসে ১৮৯৭ খ্রিস্টাব্দের ২০শে জানুয়ারি ভারতেরমাটিতে পদার্পণ করেন।

৩৪। প্রঃ স্বামীজি পুনরায় কলকাতায় ফেরেন কবে ?

উঃ। স্বামীজি বিদেশ সফর শেষ করে ১৮৯৭ খ্রিস্টাব্দের ২০শে ফেব্রুয়ারি কলকাতায় ফেরেন।

৩৫। প্রঃ স্বামীজি কলকাতায় ফিরে কোথায় ওঠেন?

উঃ। স্বামীজি কলকাতায় ফিরে শ্রীযুক্ত পশুপতিনাথ বসুর বাড়িতে ওঠেন।

৩৬। প্রঃ কবে কোথায় স্বামীজিকে অভিনন্দন পত্র দেওয়া হয়?

উঃ। ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৮শে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাটিতে এক জনসভায় তাকেঅভিনন্দন প্রদান করা হয়।

৩৭। প্রঃ কে স্বামীজির বক্তৃতা লিখে সমগ্র জগতে প্রচার করেন?

উঃ। গুডউইন সাহেব স্বামীজির বক্তৃতা সাঙ্কেতিক লিপিতে লিখে সমগ্র জগতে প্রচারকরেছিলেন।

Swami Vivekanand important topics then….

৩৮। প্রঃ স্বামীজি এর পর কোথায় কোথায় গিয়ে ধর্মপ্রচার করেন ?

উঃ। স্বামীজি কলকাতা থেকে কাশ্মীর, আলমোড়া, রাজপুতনা প্রভৃতি স্থানে গিয়ে ধর্মপ্রচার করেন।

৩৯। প্রঃ কবে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন?

উঃ। ১৮৯৮ খ্রিস্টাব্দের ৯ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন।

৪০। প্রঃ রামকৃষ্ণ মিশনের প্রথম স্থায়ী সেবাকেন্দ্র কোথায় ?

উঃ। সারগাছি আশ্রম রামকৃষ্ণ মিশনের প্রথম স্থায়ী সেবাকেন্দ্র।

৪১। প্রঃ স্বামী বিবেকানন্দ মিশনের কাজ হিসেবে কী কী নির্দেশ দিয়েছিলেন ?

উঃ। স্বামীজি নির্দেশে বলেছিলেন, মিশনের কাজ হল , সুতরাং শিক্ষার ব্যবস্থা করা, রোগীর সেবা করা, দুর্ভিক্ষ, বন্যা প্রভৃতি বিপদে মানুষকে সাহায্য করা, যথার্থ ধর্মের প্রচার করা, নানাভাবে সব ধর্মের লোকের সেবা করা।

৪২। প্রঃ স্বামীজির পোষা ‘কুকুর’ এবং ‘ছাগলের’ নাম কী ছিল?

উঃ। স্বামীজির পোষা কুকুরের নাম ছিল ‘বাঘা’ এবং ছাগলটির নাম ছিল “মটরু

Swami Vivekanand important topics
Swami Vivekanand biography and importance of life then we start

..then

৪৩। প্রঃ স্বামীজি কবে দেহত্যাগ করেন?

উঃ। স্বামীজি ১৯০২ খ্রিস্টাব্দের ৪ঠা জুলাই সন্ধ্যার পর ধ্যানে বসে ইহলোকে ত্যাগ করেন।

৪৪। প্রঃ স্বামীজির কয়েকটি বাণী লেখো :

উঃ। (ক) ‘জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর।।’

(খ) দাও আর ফিরে নাহি চাও।।’

(গ) ‘ফুল-বেলপাতা দিয়ে ভগবানের পূজা করলে যা ফল হয়, ভগবান ভেবে মানুষের সেবা করিলেও ঠিক তাই হয়।।’

Walnut Academy কর্তপক্ষ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk