আজকে তোমাদের সঙ্গে online Gk মকটেস্ট পর্ব-01 Statics Gk এর Mock Test শেয়ার করছি। আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে Start The Quiz এ ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও।
Online কুইজ প্রতিযোগিতাই অংশগ্রহণ এর জন্য নিচের join করুন।
মক টেষ্ট টি শুরু করার আগে এই পোষ্ট টি ভাল করে পরে নিন — wb-police-mock-test
wb-police-mock-test-
সমপ্রায় ভূমি দেখা যায় রাঁচি হাজারিবাগ অঞ্চলে মহারাষ্ট্রের লাভা মালভূমির আর এক নাম ডেকান ট্রাপ ৷
জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বত।
মধ্য ভারতের সাতপুরা হল একটি স্তূপ পর্বত
বাঁকুড়ার শুশুনিয়া হল একটি ক্ষয়জাত পাহাড়ের উদাহরণ।
হিমালয়ের উৎপত্তি ঘটেছে টেথিস সাগর থেকে
সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থান করে।
ভূপৃষ্ঠে লাভা সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত গঠিতহয় ।
পর্বতের অনেক উঁচু শৃঙ্গ থাকে।
পর্বত যখন দৈর্ঘ্যে বহুদুর বিস্তৃত হয় তাকে পর্বত শ্রেণি বলে।
ভঙ্গিল পর্বতে ভাঁজের উচ্চ অংশকে বলে ঊর্দ্ধভঙ্গ
ভূপৃষ্ঠে স্থলভাগ ও জলভাগ
পৃথিবীর আদি যুগের সু বিস্তৃত জল ভাগটির নাম ছিল প্যানথালাসা।
পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরটি হল প্রশান্ত মহাসাগর।
আয়তনের দিক থেকে ইউয়েন পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ।
আয়তন অনুসারে মহাদেশ গুলির মধ্যে অ্যান্টার্কটিকার স্থান পঞ্চম
সম্পূর্ণরূপে উত্তর গোলার্ধে অবস্থিত মহাদেশ ইউরোল।
আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ ।
wb-police-mock-test-
পৃথিবীর স্থলভাগের অধিকাংশই হল সমভূমি।
পাহারের উচ্চতা সাধারণত ৩০০ থেকে ১০০০মিটারের মধ্যে হয় ।
আগ্নেয় পর্বতের আর এক নাম সঞ্চয়জাত পর্বত।
রাজস্থানের আরাবল্লি একটি ক্ষয়জাত পর্বত।
মালভূমির উচ্চতা সধারণত ৩০০ থেকে ৬০০ মিটার হয় ।
পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম পামির।
একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ তিব্বত মালভূমি ।
একটি পলি সমভূমির উদাহরণ গঙ্গা সমভূমি।
পামির মালভূমির গড় উচ্চতা ৪,৮০০ মিটারেরওবেশি।
ভূ প্রকৃতিকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায় ।
পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ১,০০০মিটার এর বেশি হয় ।
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট।
উৎপত্তি অনুসারে ভূপৃষ্ঠের পর্বতসমূহকে 4টি শ্রেণিতে ভাগ করা হয়।
মহীখাতে পলি সঞ্চিত হয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়।