Wbcs Practice Set:-Practice WBCS question papers online at Walnut Exam Prep. The free practice set of WBCS previous year papers are available with multiple choice answers. The model question papers of WBCS are listed below. Wbcs Practice Set part-1
1. হিদাসপিস বা ঝিলমের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(a) রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে(b) আলেকজান্ডার ও পুরুর মধ্যে(c) চন্দ্রগুপ্ত ও ধননন্দের মধ্যে(d) এদের কারও মধ্যে নয়
2. মটরগাছের আকর্ষ প্রধানত কোন্ অঙ্গের রূপান্তর?
(a) পাতা(b) ফুল(c) ফল(d) মূল
3. কোন্ কোশ অঙ্গাণুটি ‘আত্মঘাতী থলি’ নামে পরিচিত?
(a) ব্রাইবোজোম(b) মাইটোকন্ড্রিয়া(c) গলগিবডি(d) লাইসোজোম
4. ডিমিট্রিয়াস বা ডিমিট্রি কোন্ বংশের রাজা?
(a) পারস্য(b) ব্যাকট্রিও গ্রিক (c) পার্থিয়(d) শক
5. নীচের কোন্ ধাতু এবং অধাতু উভয়ের মতো আচরণ করে?
(a) নিয়ন(b) আর্গন(c) ক্লিপটন(d) বোরন
6. কোন্ শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে?
(a) বেসোফিল(b) মনোসাইট(c) ইওসিনোফিল(d) নিউট্রোফিল
7. আসিফ আলি জারদারির রাজনৈতিক দলের নাম-(a) পাকিস্তান মুসলিম লিগ(b) পিপলস ন্যাশনাল পার্টি(c) ন্যাশনাল ফোরাম অফ্ পাকিস্তান(d) পাকিস্তান পিপলস্ পার্টি
৪. পশ্চিমবঙ্গের মোট জেলা ক-টি?
(a) 18(b) 23(c) 17(d) 16
9. সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করেন?
(a) ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন(b) ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড(c) লর্ড লিটন(d) এ. বি. আলেকজান্ডার
10.একটি বড়ো বরফের খণ্ড 0°C তাপমাত্রায় বায়ুতে রাখা আছে। এতে একটি ছোটো গর্ত করে অল্প জল ঢালা হলে, সেই জলটি-
(a) জমে 0°C তাপমাত্রায় বরফ হয়ে যাবে(b) পুরোনো উষ্ণতায় জলই থেকে যাবে(c) 0°C তাপমাত্রায় জল থেকে যাবে(d) জমে বরফ হয়ে যাবে যদি বরফ খণ্ডটি বড়ো হয় এবং জল থেকে যাবে যদি ছোটো হয়
11.হিজুবুল্লা জঙ্গি সংগঠনের আসল ঘাঁটি যে দেশে-
(a) প্যালেস্তাইন(b) সিরিয়া(c) জর্ডন(d) লেবানন
12.ভারতে অবস্থিত নীচের কোন দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরি খুঁজে পাওয়া গেছে-
(a) নিকোবর(b) পাককৌরি দ্বীপ(c) ব্যারেন দ্বীপ(d) মায়া বন্দর দ্বীপ
13. বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে কারণ-
(a) ঘর্ষণ কমে যায়(b) ঘর্ষণ বেড়ে যায়(c) ঘর্ষণ শূন্য হয়ে যায়(d) গাড়ির উপর অধিক বল প্রয়োগ করা যায় না
14. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল-
(a) গাঙ্গেয় বদ্বীপ(b) মিসিসিপি বদ্বীপ(c) ইরাবতী বদ্বীপ(d) গোদাবরী বদ্বীপ
15. গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
(a) আমেরিকা, 1913(b) ইংল্যান্ড, 1917(c) ডেনমার্ক, 1921(d) স্কটল্যান্ড, 1925
16. কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে-
(a) পৃথিবীর কেন্দ্রে(b) পৃথিবীর থেকে অসীম দূরত্বে(c) পৃথিবীর পৃষ্ঠে(d) পৃথিবীর কেন্দ্র থেকে অসীম দূরত্ব পর্যন্ত ওজনেরএকই মান হবে
17. ছোটোনাগপুর মালভূমি এই শিলায় গঠিত-
(a) প্রাচীন আগ্নেয়শিলা ও রূপান্তরিত শিলা(b) পাললিক শিলা(c) পলিমাটি(d) লাভাপ্রবাহ
18. বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল-
(a) 1986 সালে(c) 2000 সালে(b) 1995 সালে(d) 2005 সালে
19. স্থির উয়তায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন-(a) বেড়ে, যাবে(b) কমে যাবে(c) একই থাকবে(d) গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে
20. ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনায় প্রকৃত সূচনা হয়েছিল কোন্ পরিকল্পনার সময় থেকে?
(a) সপ্তম পরিকল্পনা(b) অষ্টম পরিকল্পনা(c) নবম পরিকল্পনা(d) দশম পরিকল্পনা
21. সংগীত অনুষ্ঠানের জন্য তৈরি হলঘরের দেয়ালে শব্দ-
(a) প্রতিসরিত হবে(b) শোষিত হবে(c) প্রতিফলিত হবে(d) বিবর্ধিত হবে
22. ইউরিয়া হল গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন-
(a) ল্যাভয়সিয়র(c) হোলার(b) বারজেলিয়াস(d) পাস্তুর
23. কোন্ যৌগটি তড়িৎযোজী?
(a) অক্সিজেন অণু (b) সোডিয়াম ক্লোরাইড(c) জল(d) অ্যামোনিয়া
24. পরমাণুর ভিতর নিউট্রন এর-
(a) সংখ্যা ইলেকট্রন ও প্রোটনের সমান(b) ঘূর্ণন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে(c) প্রভাব পড়ে নিউক্লিয়া আধানে(d) সংখ্যার বিভিন্নতা সমস্থানিক (আইসোটোপ) যৌাগের উৎপত্তির কারণ
25. বদ্ধ রক্তসংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন?
(a) ডারউইন(c) মেন্ডেলb) উইলিয়াম হার্ভে(d) হিপোক্রিটাস
26. আয়তনের হিসাবে ভারতের কোন জেলা বৃহত্তম।
(a) বাস্তার(b) বান্দু
(c) লে-ডাক(d) বর্ধমান
27. সিকান্দর শাহ কত খ্রীঃ নিহত হন?
(a) ১৩৮৯ খ্রীঃ(b) ১৩৯০ খ্রীঃ(c) ১৯৮০ খ্রীঃ(d) ১ ৩৯১ খ্রীঃ
28. ‘ইন দিস লাইন অব ফায়ার’ লিখেছেন-(a) কপিল দেব(b) এ. পি. জে. আব্দুল কালাম(c) পারভেজ মুশারফ(d) অমর্ত্য সেন
29. ICDS প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হল-
(a) সিলেবাস ভিত্তিক শিক্ষা(b) গতানুগতিক শিক্ষা পদ্ধতি(c) প্রথা বহির্ভূত শিক্ষা(d) আচার বিধিমূলক শিক্ষা
30. কোন বয়সের শিশুরা রাত্রি ১০টার পর মায়ের দুধ গ্রহণ করে?
(a) ৮-১০ মাস(b) ৮-১২ মাস(c) ১০-৩৬ মাস(d) ১৮-৩৬ মাস
31. ____ ‘র মধ্যে উর্বর মাটিকে দোয়াব বলে।
(a) বিপাশা ও ইরাবতী নদী(b) বিপাশা ও শতদ্রু নদী(c) বিপাশা ও চন্দ্রভাগা নদী(d) কোনোটিই নয়
32. কীসের জন্য গান্ধিজি চম্পারণ আন্দোলন করেছিলেন?
(a) হরিজনদের অধিকার সুরক্ষা(b) আইন অমান্য আন্দোলন(c) হিন্দু সমাজের ঐক্যরক্ষা(d) নীল চাষিদের সমস্যা সমাধান
33. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়?
(a) ফেব্রুয়ারি 11, 1922(b) ফেব্রুয়ারি 20, 1922(c) ফেব্রুয়ারি 19, 1922(d) ফেব্রুয়ারি 28, 1922
34. দুধ হল একপ্রকার দ্রবণ যাকে বলা হয়-
(a) ইমালসন (b) জেল(c) ফেনা(d) সল
35. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী হল-
(a) সুবর্ণরেখা(b) দামোদর(c) কংসাবতী(d) শিলাবতী
36. কোন্ হিন্দু সন্ত হিন্দু-মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন?
(a) চৈতন্য(b) রামানুজ(c) রবিদাস(d) নামদেব
37. ইউলিন ও আয়োডিনের বিক্রিয়া ঘটালে যে বর্ণ ধারণ করে তা হল__
(a) বর্ণহীন(b) হলুদ(c) লাল(d) নীল
38. মানবদেহে প্রতি 100 ml রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা__
(a) 70-100 mg(b) 80-100 mg(c) 80-120 mg(d) 90-130 mg
39. কে আলিকোটের যুদ্ধের সময় বিজয় নগরের রাজা ছিলেন?
(a) রাম রায়(b) সদাশিব রায়(c) অচ্যুৎ রায়(d) তিমুরল
40. ভারতের প্রথম শ্রমজীবী সমিতি কোন্টিকে বলা যেতে পারে?
(a) মুম্বাই শ্রমিক সমিতি(b) মুম্বাই মিলহ্যান্ড সমিতি(c) ভারতীয় শ্রমজীবী ইউনিয়ন(d) কলকাতার ছাপাখানা সমিতি
41. কৃষি ও গ্রামোন্নয়নের জাতীয় ব্যাংক (NABARD) কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল__
(a) 1981(b) 1982(c) 1983(d) 1984
42. কোন্ পত্রিকাটি নব্যবঙ্গ কর্তৃক প্রকাশিত হয়?
(a) ফ্রি ইন্ডিয়া(b) জ্ঞানান্বেষণ(c) সমাচার দর্পণ(d) সংবাদ
43. নিম্নোক্ত কোল্টি বহুরূপের (পলিমফিক) প্রজাতি?
(a) গিরগিটি(b) মাকড়সা(c) গরিলা(d) পিপীলিকা
44. ভারতে দুধ উৎপাদন সবচেয়ে বেশি হয় কোথায়?
(a) উত্তরপ্রদেশ(c) গুজরাট(b) পাঞ্জাব(d) হরিয়ানা
45. আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
(a) কর্তার সিং(b) মোহন সিং(c) রাসবিহারী বসু(d) সুভাষচন্দ্র বসু
46. ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারি ভাবে ঘোষিত হয় কত সালে?
(a) 1818 সালে(b) 1882 সালে(c) 1835 সালে(d) 1853 সালে
47. ভারতীয় সংবিধানের কোন্ সংশোধনী দ্বারা ভোটদাতাদের নূন্যতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে?
(a) 12 তম(b) 48 তম(c) 61 তম(d) 63 তম
48. কার রাজসভায় রাশিয়া পর্যটক নিশিতিন এসেছিলেন?(a) তৃতীয় মহম্মদ শাহ(b) মহম্মদ শাহ(c) তাজউদ্দিন শাহ্(d) উক্ত কেউ নন
49. ভারতীয় সংবধানে ক’টি সিডিউল রয়েছে?
(a) 24 টি(b) 12 টি(c) 3 টি(d) 399টি
50. কত সালে অশোক কলিঙ্গ আক্রমণ করেন?
(a) 259 খ্রিঃ পূঃ(b) 255 খ্রিঃ পূঃ(c) 265 খ্রি: পূ:(d) 261 খ্রিঃ পূঃ
Wbcs Practice Set Answer key:—
1. (b) 2. (a) 3. (d) 4. (b) 5. (d) 6. (c) 7. (d) 8. (b) 9. (b) 10. (c) 11. (d) 12. (c) 13. (a) 14. (a) 15. (a) 16. (c) 17. (a) 18. (b) 19. (a) 20. (b) 21. (b) 22. (c) 23 (b) 24. (c) 25. (b) 26. (c) 27. (a) 28. (c) 29. (c) 30. (b) 31. (a) 32. (d) 33. (a) 34. (a) 35. (b) 36. (a) 37. (d) 38. (c) 39. (c) 40. (d) 41. (b) 42. (b) 43. (a) 44. (a) 45. (b) 46. (c) 47. (c) 48. (a)49. (b) 50. (d) |