আজকের এই পোস্ট টি নবোদয়, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর, রামকৃষ্ণ মিশন পুরুলিয়া, রহড়া, আসানসোল, মালদা, পুরুলিয়া সৈনিক স্কুল, সিস্টার নিবেদিতা প্রভৃতি স্কুলে যে অ্যাডমিশন টেষ্ট হয় তার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে তাড়াতাড়ি নিচের পড়া গুলো পড় আর পড়ার পর নিচে মক টেষ্ট এর অপশন আছে সেইখানে গিয়ে মক টেষ্ট দিয়ে এসো, তাহলে নিজের কতটা প্রিপারেশন হয়েছে নিজে বুঝতে পারবে।।( Navodaya And Ramkrishna Mission Math Practice)
গুণনীয়ক:—
একটি সংখ্যা যদি অপর কতকগুলি সংখ্যার প্রত্যেকটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তবে ওই সংখ্যা গুলির প্রত্যেকটিই পূর্ববর্তী সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। যেমন- 6 সংখ্যাটি 3 ও 2 প্রত্যেকের দ্বারা বিভাজ্য, কাজেই 3 ও 2, 6-এর উৎপাদক।
কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা সসীম।
✓ সাধারণ গুণনীয়ক:—-
দুই বা তার বেশি সংখ্যক সংখ্যার গুণনীয়ক একই হলে, ওই গুণনীয়ককে সংখ্যা গুলির সাধারণ গুণনীয়ক বলে।
যেমন-16-এর গুণনীয়ক গুলি হল 1, 2, 4, 8, 16
24-এর গুণনীয়ক গুলি হল 1, 2, 3, 4, 6, 8, 12, 24
তাহলে 16 ও 24-এর সাধারণ গুণনীয়ক গুলি হল 1, 2, 4,8
গুণিতক: —-
কোনো সংখ্যা দিয়ে যে যে সংখ্যা বিভাজ্য, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসীম। যেমন- 5-এর ওটি গুণিতক হল 5, 10, 15 |
✓ সাধারণ গুণিতক: —
দুই বা তার বেশি সংখ্যক সংখ্যার গুণিতক একই হলে, ওই গুণিতককে ওই সংখ্যা গুলির সাধারণ গুণিতক বলে।
যেমন-12-এর কয়েকটি গুণিতক 12, 24, 36, 48
24-এর কয়েকটি গুণিতক 24, 48, 72, 96.
তাহলে 12 ও 24-এর দুটি সাধারণ গুণিতক হল 24 ও 48।
✓ মৌলিক উৎপাদক:——Navodaya And Ramkrishna Mission Math Practice
কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বলতে সেইসব মৌলিক সংখ্যাকে বোঝায়, যাদের দ্বারা ওই সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজ্য।
যেমন- 36-এর উৎপাদকগুলি হল 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এদের মধ্যে 2, 3 হল মৌলিক সংখ্যা, তাই 36-এর মৌলিক উৎপাদকগুলি হল 2 ও 3.
(N.B) মনে রাখতেই হবে যে গুলো —
1. যে-কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট।
2. যে-কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য অথবা অনির্দিষ্ট।
3. কেবলমাত্র শূন্য (০)-এর গুণিতক সংখ্যা একটি, সেটি সে নিজেই।
4. প্রতিটি সংখ্যাই তার নিজের গুণনীয়ক।
5. 1 প্রতিটি সংখ্যার গুণনীয়ক।
6. কোনো সংখ্যার গুণনীয়ক, সংখ্যাটির থেকে ছোটো অথবা তার সমান হয়।
7. কোনো সংখ্যার গুণিতক সংখ্যাটির থেকে বড়ো অথবা তার সমান হয়।
৪. প্রতিটি সংখ্যাই তার নিজের গুণিতক।
9.1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখা 25 টি।
Navodaya And Ramkrishna Mission Math Practice মক টেষ্ট এ অংশ গ্রহণ করার জন্য নিচের লিংকে ক্লিক করুন —
Ramkrishna Mission Narendra pur Official Notification
লসাগু গসাগু এর মক টেষ্ট দিতে — Click Here