রাজ্য প্রশাসনের প্রধান হলেন রাজ্যপাল।সংবিধানের 153 নম্বর অনুচ্ছেদ অনুসারে প্রত্যেক রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকেন। সংবিধানের 154(1) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের শাসনবিষয়ক সমস্ত ক্ষমতা ন্যস্ত হয়েছে রাজ্যপালের হাতে এবং তিনি নিজে অথবা তাঁর অধস্তন কর্মচারীদের মাধ্যমে এই দায়িত্ব পালন করেনসাধারণতঃ প্রত্যেক অঙ্গরাজ্যের আলাদা আলাদা রাজ্যপাল থাকে। কিন্তু 1956 সালের সপ্তম সংশোধনীতে বলা হয়েছে একজন ব্যক্তি একসাথে একাধিক রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হতে পারবেন। একাধিক রাজ্যের জন্য একজন রাজ্যপাল নিযুক্ত থাকলে সংশ্লিষ্ট রাজ্যপালের বেতনের কত অংশ কোন্ রাজ্য বহন করবে তা নির্ধারণ করেন রাষ্ট্রপতি। ভারতের রাজ্যপাল কে কিভাবে হয় নীচে বিশ্লেষণ করা হল:–
ভারতের রাজ্যপাল কে এবং কিভাবে হওয়া যায় তার জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা / শর্তাবলী:—-
(i) ভারতীয় নাগরিক
(ii) ন্যূনতম বয়স: 35 বছর
(iii) কেন্দ্রীয় অথবা রাজ্য আইনসভার সদস্য হওয়া চলবে না
(iv) রাজ্য আইনসভার সদস্য হওআর যোগ্যতা তাকতে হবে
(v) কোনও লাভজনক পদে আসীন থাকা চলবে না।
ভারতের রাজ্যপাল কে শপথবাক্য পাঠ করান সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি (প্রধান বিচাপপতির অনুপস্থিতে সংশ্লিষ্ট হাইকোর্টের সিনিয়রমোস্ট জাজ)
ভারতের রাজ্যপালের কে এবং তার শাসনতান্ত্রিক ক্ষমতা:–
সংবিধানের 154(1) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের শাসনবিষয়ক সমস্ত ক্ষমতা ন্যস্ত হয়েছে রাজ্যপালের হাতে এবং তিনি নিজে অথবা তাঁর অধস্তন কর্মচারীদের মাধ্যমে এই দায়িত্ব পালন করেন।
ভারতের রাজ্যপাল কে কে নিয়োগ করেন ???
যে যে পদাধিকারীদের, তাঁরা হলেন-
• রাজ্যের মুখ্যমন্ত্রী ।
•রাজ্য মন্ত্রী মন্ডলী।
• অ্যাডভোকেট জেনারেল।
• স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ।
•রাজ্যের নির্বাচন কমিশনার।
ভারতের রাজ্যপাল কে এবং তার আইন সংক্রান্ত ক্ষমতা:—
•রাজ্য আইনসভা গঠিত হয় বিধান সভা, বিধান পরিষদ এবং রাজ্যপালকে নিয়ে, তাই রাজ্যপাল রাজ্য আইনসভার সদস্য না হলেও রাজ্য আইনসভার একটি অবিচ্ছেদ্য অংশ।
•রাজ্যপাল রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করেন এবং স্থগিত রাখতে পারেন [147(1) নং ধারা] এবং বিধানসভা ভেঙে দিতে পারেন।
•প্রত্যেক নতুন অধিবেশনের শুরুতে এবং নির্বাচনের পর নবগঠিত রাজ্য আইনসভার প্রথম অধিবেশনে সভাকে সম্বোধিত করে নিজের ভাষণ রাখেন।
•যে যে রাজ্যে আইনসভা দ্বীকাক্ষিক সেখানে, বিধান পরিষদের 1/6 অংশ সদস্যদের মনোনয়ন।
•কোনও বিল রাজ্য আইনসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের কাছে যায় তাঁর স্বাক্ষরলাভের জন্য। রাজ্যপালেরর স্বাক্ষর ব্যতিরিকে আইনসভার উভয়কক্ষের অনুমোদিত কোনও বিল আইনের স্বীকৃতি লাভ করতে পারে না।
•অর্থবিল ছাড়া অন্য যে কোনও বিলের ক্ষেত্রে, রাজ্যপাল চাইলে কোনও বিলে স্বাক্ষর প্রদানের আগে পুনর্বিবেচনার জন্য আইনসভায় প্রেরণ করতে পারেন। কিন্তু পুনর্বিবেচনার পর বিলটি পরিবর্তিত বা অপরিবর্তিত যে রূপেই আসুক না কেন, রাজ্যপাল তাতে স্বাক্ষরদানে বাধ্য থাকেন।
•অর্থবিলের ক্ষেত্রে বিলটি আইনসভায় অনুমোদন লাভের পর রাজ্যপালের কাছে এলে রাজ্যপাল অবিলম্বে বিলটিতে স্বাক্ষর দানে বাধ্য থাকেন।
•রাজ্য আইনসভার দু’টি অধিবেশনের মধ্যবর্তী সময়ে রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন। কিন্তু রাজ্য আইনসভার পরবর্তী অধিবেশন শুরু হওয়ার ছ’সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্সটি কে আইনসভার অনুমোদন লাভ করতে হয়। রাজ্য আইনসভার পরবর্তী অধিবেশন শুরুর ছ’সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যদি কোনও কারণে অর্ডিন্যান্সটই আইনসভার অনুমোদন লাভ না করে তাহলে রাজ্যপালের ঘোষিত অর্ডিন্যান্সটি তার প্রয়োগ-যোগ্যতা স্বীকৃতি। বৈধতা হারায়।
ভারতের রাজ্যপাল কে এবং তার অর্থ সংক্রান্ত ক্ষমতাঃ—
•অর্থবিল বিধানসভায় উত্থাপনের আগে রাজ্যপালের অনুমোদন লাভ আবশ্যক।
•রাজ্যের কনসলিডেটেড ফান্ড এবং কনটিনজেন্সি ফান্ডের রক্ষণাবেক্ষণ।
ভারতের রাজ্যপাল কে এবং তার বিচার বিভাগীয় ক্ষমতা:—-
•রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগ করার সময় সংশ্লিষ্ট রাজ্যপালের সাথে পরামর্শ করেন।
•হাই কোর্টের নিম্নস্তরের আদালত গুলির বিচারপতিদের নিয়োগ করেন।
•রাজ্যের সর্বোচ্চ আদালত কোনও অভিযুক্তকে যে সাজা প্রদান করেছে, রাজ্যপাল ইচ্ছা করলে সেই দন্ড হ্রাস করতে বা বিনাদন্ডে মুক্তি দিতে পারেন। কিন্তু মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের ক্ষেত্রে দন্ড পরিবর্তনের অধিকার রাজ্যপালের নেই।
ভারতের রাজ্যপাল কে এবং তার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা:—-
•কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি মনে করেন যে সেই রাজ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েংছে যে সংবিধান অনুসারে শাসনকার্য পরিচালনা করা সম্ভব নয় এবং এই মর্মে তিনি যদি রাষ্ট্রপতিকে লিখিত সুপারিশ পেশ করেন রাষ্ট্রপতি রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে সন্তুষ্ট হলে সংশ্লিষ্ট রাজ্যে 356 নং ধারা বা জরুরি অবস্থা জারি হয়।
•অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি হওয়ার পরে রাজ্যের শাসন সংক্রান্ত সকল ক্ষমতা তাঁর হস্তে কুক্ষিগত হয় এবং তিনি রাষ্ট্রপতির প্রতিনিধি রূপে শাসনকার্য পরিচালনা করেন।
ভারত রাজ্যপাল কে ? এর বেতন ক্ষমতা ও নিয়োগ ||Who is the Governor of India এর সংক্রান্ত MCQ —-
1)ভারতীয় সংবিধানের কোন্ ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত?
(a) 154 (1) (b) 155 (c) 14 (d) 356
2) সংবিধানের কোন্ অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্যপাল রাজ্য মন্ত্রীসভার ‘সাহায্য ও পরামর্শ’ থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেন?
(a) অনুচ্ছেদ 160(b) অনুচ্ছেদ 161(C) অনুচ্ছেদ 162(d) অনুচ্ছেদ 163
3)কে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্ব অর্পণ করতে পারেন?
(a) সংসদ(b) মুখ্যমন্ত্রী(c) রাষ্ট্রপতি(d) প্রধানমন্ত্রী
4.) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত হয়েছে রাজ্যপালের হাতে?
(a) 152 (b) 153(c) 154 (d) 160
5.) রাজ্যপাল কত বছরের জন্য নির্বাচিত হন-
(a) 4 বছরের জন্য (b) 5 বছরের জন্য (C) 6 বছরের জন্য(d) আট বছরের জন্য
6.) কোনও ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন কী?
(a) না (b) হ্যাঁ(C) কেবলমাত্র 6 মাসের জন্য (d) কেবলমাত্র। বছরের জন্য
7.) কোনও ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হলে তাঁর বেতন-
(a) সংশ্লিষ্ট রাজ্যগুলি ভাগাভাগি করে (b) কেন্দ্রীয় সরকার দেয় (C) ভারতের সঞ্চিত তহবিলের ওপর ধার্য হয় (d) রাষ্ট্রপতি যে রাজ্যকে বলবে সেই রাজ্য দেবে
8.) যখন রাষ্ট্রপতি কোনও রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন,তখন তিনি,প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন?
(a) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী (b) সংশ্লিষ্ট রাজ্যের বিদায়ী রাজ্যপাল (C) প্রধানমন্ত্রী (d)সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
9.) সংবিধানের কত নম্বর ধারা বলে একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন__
(a) 53 নং ধারা (b) 253 নং ধারা (c) 153 নং ধারা (d) 173 নং ধারা
10.) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল তাঁর সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন?
(a) সংশ্লিষ্ট রাজ্যের আইনসভা (b) সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীপরিষদ (C) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী(d) রাষ্ট্রপতি
11.) রাজ্য আইনসভার অনুমোদন ব্যতিরিকে রাজ্যপালের ঘোষিত কোনও অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন পর্যন্ত কার্যশীল থাকতে পারে?(a) এক বছর (b) তিন মাস (c) ছ’মাস (d) দু’বছর
12.) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি তাঁর কার্যকালের মেয়াদ বা টার্ম শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান, তাহলে তাঁকে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করতে হবে?
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী (C) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (d) সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার স্পিকার
(13.) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? (a) বিধানসভার স্পিকার(b) মুখ্যমন্ত্রী(c) রাজ্যের অর্থমন্ত্রী(d) রাজ্যপাল।
14.) পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন__
(a) প্রফুল্ল চন্দ্র সেন(b) সি রাজাগোপালাচারি(c) পদ্মজা নাইডু(d) উপরোক্ত কেউ নন
(15.) অঙ্গরাজ্যের শাসনবিভাগীয় প্রধান কে?
(a) মুখ্যমন্ত্রী (খ) (b) রাষ্ট্রপতি(c) রাজ্যপাল(d) প্রধানমন্ত্রী
(16.) কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল –
(a) রাজ্য আইনসভা কর্তৃক নির্বাচিত হন(b) প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হন(C) কেন্দ্রীয় আইনমন্ত্রী কর্তৃক মনোনীত হন (d) রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।
(17.) রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা__
(a) আদালতের এক্তিয়ার ভুক্ত(b) আদালতের এক্তিয়ারভুক্ত নয়(c) কেবলমাত্র হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের এক্তিয়ার ভুক্ত(d) উপরোক্ত কোনটিই নয়
(18.) যখন একটি সংখ্যালঘু সরকারের বিদায়ী মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দেন তখন রাজ্যপাল অবশ্যই___
(a) বিধানসভা ভেঙে দেন (b) বিধানসভা সাসপেন্ড করেন (C)রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন (d) নিজের ইচ্ছা ও বিবেচনা মতো সিদ্ধান্ত গ্রহণ করেন
(19.) একটি রাজ্যের রাজ্যপাল__
(a) বিধান পরিষদের এক-তৃতীয়াংশ সদস্যকে মনোনীত করেন (b) বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন(C) বিধান সভার এক-তৃতীয়াংশ সদস্যকে মনোনীত করেন(d) বিধান পরিষদের এক-ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করেন
(20.) সারকারিয়া কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভারতের কোন্ অঙ্গরাজ্য গর্ভনরপদ বিলোপেরস্বপক্ষে সাওয়াল করেছিল?
(a) কর্ণাটক(b) অন্ধ্র প্রদেশ(C) তামিলনাডু(d) কেরালা
21.) রাজ্যপাল তাঁর পদে থাকেন___
(a) যতদিন তাঁর প্রতি মুখ্যমন্ত্রীর আস্থা থাকে (b) রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভরশীল (C)যতদিন তাঁর প্রতি রাজ্যমন্ত্রীসভার আস্থা থাকে। d) যতদিন তাঁর প্রতি রাজ্য আইনসভার আস্থা থাকে।
22.) রাজ্যপালের বেতন ও ভাতা ধার্য থাকে-
(a) ভারতের সঞ্চিত তহবিলের ওপর (b) ভারতের আকস্মিক তহবিলের ওপর(C) রাজ্যের সঞ্চিত তহবিলের উপর(d) উপরোক্ত কোনটিই নয়
23.) রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ করলে রাজ্যপালের দায়িত্ব পালন করেন-(a) মুখ্যমন্ত্রী (b) রাজ্য বিধানসভার অধ্যক্ষ (C) হাইকোর্টের প্রধান বিচারপতি (d) রাষ্ট্রপতি
(24.) রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন-
( a) রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিলে (b) মুখ্যমন্ত্রী বললে (C) রাজ্য আইনসভাঅধিবেশনে না থাকলে (d) রাষ্ট্রপতির আনুষ্ঠানিক অনুমতি পেলে।
25.) ভারতের রাজ্যপাল কে শপথবাক্য পাঠ করান__
(a) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (b) সংশ্লিষ্ট রাজ্য যে হাই কোর্টের এক্তিয়াভুক্ত সেই হাই কোর্টেরপ্রধান বিচারপতি (C) রাষ্ট্রপতি (d) উপরোক্ত কেউ নন।
26.) ভারতের কোনও অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যে’ রাষ্ট্রপতির শাসন জারি ‘র সুপারিশ করতে পারেন __(a) স্বেচ্ছায় (b) সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী পরিষদের পরামর্শে (C) সংশ্লিষ্ট রাজ্যের আইন সভার পরামর্শে(d) কেন্দ্রীয় সরকারের নির্দেশে
(27.) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের দপ্তর বণ্টন করেন__
(a) রাজ্যপাল (b) বিধানসভার স্পিকার (C) মুখ্যমন্ত্রী (d) মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যপাল।
(28.) রাজ্যের মন্ত্রীপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান__(a) রাজ্যপাল (b) হাইকোর্টের চিফ জাস্টিস (C) অ্যাডভোকেট জেনারেল (d) বিধানসভার স্পিকার
(29.) রাজ্যপাল কর্তৃক জারি করা অর্ডিন্যান্স অনুমোদিত হতে হবে-(a) রাষ্ট্রপতি কর্তৃক (b) রাজ্য মন্ত্রীসভা কর্তৃক (C) রাজ্য আইনসভা কর্তৃক (d) উপরোক্ত কোনটিই নয়
30.) রাজ্যের সঞ্চিত তহবিল পরিচালিত হয়__
(a) রাজ্যপাল কর্তৃক (b) রাজ্যের অর্থমন্ত্রী কর্তৃক (c) মুখ্যমন্ত্রী কর্তৃক (d) উপরোক্ত কোনটিই নয়
ভারত রাজ্যপাল কে ? এর বেতন ক্ষমতা ও নিয়োগ ||Who is the Governor of India এর সংক্রান্ত MCQ —- এর উত্তর
1.(d), 2. (a), 3.(c), 4.(c), 5. (b), 6.(b), 7. (a),8(a),9. (c), 10.(d), 11.(c),12. (a), 13.(d), 14.(b),15.(c), 16.(d),17.(b),18.(c), 19.(d), 20.(c), 21.(b) 22. (c), 23.(c), 24.(c), 25.(b), 26(a), 27.(d),28.(a),29.(c),30(a), |
কলকাতা রাজ ভবন অফিস — Click Here |