Simple Interest Math practice

সরল সুদ প্রাকটিস মক টেষ্ট যা আপনার পড়াশোনার মান যাচাই করতে সাহায্য করবে।

All government jobs preparation এর জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে ।Simple Interest Math practice set

Simple Interest mathematics practice set important topics.

আজকে তোমাদের সঙ্গে online Math practice মকটেস্ট পর্ব-07 Math এর Mock Test  শেয়ার করছি।

আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সুতরাং সময় নষ্ট না করে Start The Quiz এ ক্লিক করে মকটেস্ট টিতে অংশগ্রহণ করে নাও এবং কে কতগুলো ঠিক করলে কমেন্ট করে জানাও।

১.বার্ষিক 4% সরল সুদের হারে কোনাে টাকা কত বছরে দ্বিগুণ হবে? উত্তরঃ মনেকরি, আসল (P) = x টাকা

সুদ-আসল = 2x টাকাসুদ (I) =(2x-x)=x টাকা

সুদের হার (r) = 4%

সময় (t) = ?

সময় = 100 × IP × r = 100 × xx × 4 =25.

:. 25 বছরে দ্বিগুণ হবে।

২. যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার কত?

উত্তরঃ আসল (P) = 292 টাকা

সময় (t) = 1 দিন = 1/365 বছর

সুদ (I) =5 পয়সা = 5/100টাকা = 120 টাকা

সুদের হার = 100 × IP × r = 100 × 365 × 1292 × 20 × 1 = 254 = 6 14 .

:. নির্ণেয় সুদের হার = 6

WBCS , WB FOOD SI, MTS,CGL,WB police, Icds, jenpah,WB Post office বিভিন্ন পরীক্ষার preparation

এর জন্য গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে অঙ্কের প্রাকটিস সেট(Simple Interest Math practice set

Topic – সরল সুদ

FM -20

সরল সুদ

Mock Test এ অংশগ্রহণ এর জন্যে নিচের start Button ক্লিক করুন

1 / 20

1)  3 বছর শেষে 2800 টাকার উপর সরল সুদ 420 টাকা। একই সময়ের জন্য একই হারে 3200 টাকার উপর সরল সুদ কত হবে ?

2 / 20

2) এক ব্যক্তি বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে-আসলে 19050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল ?

3 / 20

3) বার্ষিক সরল সুদে 5 বছরে 8,500 সুদে-মূলে 11.900 হয়। যদি সুদের হার 3% বৃদ্ধি পায় তবে একই সময়ের জন্য বর্ধিত পরিমাণ হবে ?

4 / 20

4) কোনো মূলধন সরল সুদের হারে 2 বছরের জন্য ঋণ দেওয়া হয়েছে। যদি সুদের হার 1% বেশি হত, তাহলে এতে 240 বেশি আয় হত। মূলধন কত ?

5 / 20

5) কোনো মূলধন সরল সুদের হারে 10 বছরে দ্বিগুন হয়। কত বছরে একই সুদের হারে ওই মূলধন তিনগুন হবে ?

6 / 20

6) বার্ষিক 10% হারে দুই বছরের জন্য একটি নির্দিষ্ট টাকার সরল সুদ হল 1000 টাকা। এই দুই বছর পর টাকার পরিমাণ কত হবে ?

7 / 20

7) একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদে-আসলে 1056 টাকা এবং 7 বছরে সুদে-আসলে 1248 টাকা হয়। সুদের হার কত % হয়?

8 / 20

8) এক ব্যক্তি 10000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত টাকা হবে ?

9 / 20

9) কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়। কত বছরে সেটা 7 গুণ হবে ?

10 / 20

10) 12.5 বছরে কত শতাংশ হারে বার্ষিক সরল সুদে কোনো আসল বেড়ে দ্বিগুণ হবে ?

11 / 20

11) সরল সুদে বিনিয়োগ করা 800 টাকা 8 বছরে 1200 টাকা হয়ে যায়। একই সুদের হারে আসলের উপর 6 বছরের জন্য সরল সুদ কত হবে ?

12 / 20

12) সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে ?

13 / 20

13) বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি।

14 / 20

14) যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত বছর সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি।

 

 

15 / 20

15)  

বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরে সুদ-আসলের  1/4অংশ হবে ?

16 / 20

16) বার্ষিক 4% সরল সুদের হারে কোনাে টাকা কত বছরে দ্বিগুণ হবে?

17 / 20

17) কোনাে মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে-আসলে 620 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত?

18 / 20

18) বছরে সুদ ও আসলের অনুপাত 3: 10 হলে সুদের হার কত %হয়-

19 / 20

19) টাকার 1 মাসের সুদ1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত %হবে-

20 / 20

20) বার্ষিক 5% সুদের হারে কত টাকার দৈনিক সুদ 1 টাকা ?

Your score is

Share This Mock Test

LinkedIn Facebook
0%

Walnut Academy
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

2 thoughts on “Simple Interest Math practice”

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk