বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ|| ANM GNM Life Science Heridity Suggestion চ্যাপ্টার এর গুরুত্ব পূর্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল —-(প্রথম সুযোগেই SSC GD ও INDIAN ARMY তে সফলতার সুযোগ)
1.নিম্নলিখিত কোনটি শিশু প্রাণীর নাম নিম্ফ?
[A] প্রজাপতি[B] গুবরোপোকা
[C] আরশোলা [D] মাছি
2.ব্যাকটেরিয়া ই.কোলাই-এ বর্তমান বংশগত বস্তু হল-
[A] একতন্ত্রী DNA[B] RNA
[C] দ্বিতন্ত্রী DNA[D] প্রোটিন’
3.’Jumping genes’ তত্ত্বটির সাথে কার নাম সম্পর্কিত?
[A] ম্যাকক্লিনটক্[B] মেন্ডেল
[C] মরগ্যান[D] হুগো দি ভিস
4. মিউটেশান তত্ত্বের প্রবক্তা কে?
[A] ল্যামার্ক[B] হেকেল
[C] ডারউইন[D] ডিভ্রিস
5. বংশগতিবিদ্যার জনক কে?
[A] ডারউইন[B] মেন্ডেল
[C] ল্যামার্ক.[D] ওপারিন
6.যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয়, তাহলে F1 প্রজন্মে কতগুলি ভিন্ন প্রকারের ডিম্বক উৎপন্ন হবে?
[A] 1[B] 2[C] 4[D]
7. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কী?
[A] Tt[B] tt[C] TT[D] Tt এবং tt
8.হিমোফিলিয়া A রোগ হয় নিম্নলিখিত ফ্যাক্টরের অভাবে-
[A] ফ্যাক্টর-।[B] ফ্যাক্টর -II
[C] ফ্যাক্টর-VIII[D] ফ্যাক্টর -IX
9. নিম্নলিখিত কোনটি সংকরজাতের গরু?
[A] জার্সি[B] ভাগলপুরি
[C] শাহি[D] জার্সি শাহিওয়াল
10.ডাউন সিনড্রোমে ক্রোমোজোম সংখ্যা হল-
[A] ৪৬[B] ৪৭[C] ৪৮[D] ৪৫
GNM+ANM পরীক্ষার Admit Download করুন—— Click Here
11. মটর গাছে মেন্ডেলের পরীক্ষার কোন্ বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন?
[A] কাক্ষিক পুষ্প[B] সবুজ রঙের বীজ
[C] সবুজ রঙের শুঁটি[D] গোলাকার বীজ
12. মানুষের চোখে বর্ণ চিনবার দায়ী কোশ হল-
[A] রড কোশ[B] কোণ কোশ
[C] মিউট্যান্ট কোশ[D] আবরক কোশ
13. একটি হোমোজাইগাস লম্বা গাছের সঙ্গে একটি হেটেরোজাইগাস গাছের ক্রশ করালে F1প্রজন্মে উৎপন্ন হবে-
[A] 100% লম্বা[B] 100% বেঁটে
[C] 50% লম্বা ও 50% বেঁটে[D] কোনোটিই নয়
14. YYRRtt উদ্ভিদ থেকে কয়প্রকার গ্যামেট তৈরি হবে?
[A] 2 প্রকার[B] 4 প্রকার
[C] 8 প্রকার[D] কোনোটিই নয়
15. হলুদ গোলাকার সংকর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত গাছের ক্রশ করালে মোট 800 টি উদ্ভিদের মধ্যে কয়টি হলদ-কুঞ্চিত উদ্ভিদ হবে?
[A] 200 টি[B] 400 টি[C] 500 টি[D] 300 টি
16. কোন বিজ্ঞানী ড্রসোফিলা মাছিকে জিন তত্ত্বের ব্যবহার করেন?
[A] মেন্ডেল[B] ওয়াটসন এবং ক্রিক
[C] মরগান[D] দি ভিস
17.সবুজ বর্ণান্ধতাকে বলা হয়-
[A] ডিউটেরানোপিয়া[B] ট্রাইটানোপিয়া
[C] প্রোটানোপিয়া[D] কোনটিই নয়
18.লালবর্নান্ধতাকে বলে-
[A] ট্রাইটানোপিয়া[B] প্রোটানোপিয়া
[C] ডিউটেরা নোপিয়া[D] সবগুলি সত্য
19.দ্বিসংকর জননের ফেনোটাইপ অনুপাত-
[A] 3:1[B] 9:3:3:1[C] 3:2[D] 4:1
20. পরিব্যক্তির জনক হলেন-
[A] মেন্ডেল[B] ল্যামার্ক
[C] হুগো দ্য ভিস[D] ডারউইন
এখানে নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া, সরিষা, সারগাছি এই সমস্ত রামকৃষ্ণ মিশন-এ অ্যাডমিশনের জন্য কোচিং দেওয়া হয়। এছাড়াও নবোদয়, সৈনিক স্কল এবং সিষ্টার নিবেদিতা স্কলে অ্যডিমিশনের জন্য কোচিং দেওয়া হয়। ANM GNM Life Science Heridity Suggestion
21. মেন্ডেলের প্রথম সূত্রটি হল-
[A] স্বাধীন বন্টনের সূত্র[B] দ্বিসংকর জনন
[C] পৃথক ভবনের সূত্র[D] বহুসংকর জনন
22.জিনতত্ত্বের জনক কাকে বলা হয়?
[A] ল্যামার্ক[B] ডারউইন
[C] লিনিয়াস[D] মেন্ডেল
23.tt × Tt এই রূপসংকরায়নকে কী বলে?
[A] ব্যাক ক্রস [B] টেস্ট ক্রস
[C] উভয় [D] কোনটাই নয়
24.থ্যালাসেমিয়া রোগের বাহক কে?
[A] পুরুষ[B] পুরুষ-মহিলা উভয়ে
[C] মহিলা[D] সঠিক জানা যায়নি
25.একজন A রক্তগ্রুপ যুক্ত পুরুষ AB রক্ষগ্রুপ যুক্ত এক মহিলাকে বিবাহ করলে তাদের সন্তানদের জেনোটাইপ রক্ত গ্রুপ নির্ণয় করে কি বলা যাবে যে পিতা হেটারোজাইগাস
[A]O [B] B[C] A[D] AB
27.44A-XXX জেনোটাইপ যুক্ত মহিলার ক’টি বারবডি আছে? (A)একটি (B) দুটি (C)3 টি (D) চারটি
28.বংশগতিতে চেকার বোর্ডের স্রষ্টা হলেন-
[A] বেটসন[B] পানেট
[C] দ্য ভিস[D] মেন্ডেল
29.DNA সিকোয়েন্সিং পদ্ধতি আবিষ্কার করেন-
[A] এইচ. জি. খুরানা[B] ওয়ার্সন ও ক্রিক
[C]ফেট্রিক সাংগার[D] ই.এম. সাউদার্ন
30.ক্যান্সার কোন্ জিনের সক্রিয়তার ফলে হয়?
[A] রেগুলেটরি জিন[B] অঙ্কোজিন
[C] স্ট্রাকচার্যাল জিন[D] জাম্পিং জিন
31. WISC-R পরীক্ষাটি হল-
[A] প্রাপ্তবয়স্কের ব্যক্তিগতপরীক্ষা [B] শিশুর ব্যক্তিগত পরীক্ষা
[C] শিশুদের গ্রুপ পরীক্ষা [D] প্রাপ্তবয়স্কদের গ্রুপ পরীক্ষা
32. একজন স্বাভাবিক পুরুষের সাধারণ জিনগত গঠন দেখা যায়-[A] XY ক্রোমোজোম[B] XO ক্রোমোজোম
[C] XX ক্রোমোজোম[D] XXY ক্রোমোজোম
33.কোনো জীবেরচারিত্রিক বৈশিষ্টোর প্রকাশকে বলা হয়-
[A] প্রকট[C] জিনোটাইপ
[B] প্রচ্ছন্ন [D] ফিনোটাইপ
34.অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায়-
[A] সন্ধ্যামালতী[B] স্ন্যাপড্রাগন
[C] মটর গাছ[D] A ও B সঠিক
35.ক্রিস্টমাস রোগ হল-
[A] হিমোফিলিয়া A[B] হিমোফিলিয়া B
[C] হিমোফিলিয়া C[ D] কোনটিই নয়